![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেগম জিয়া গুলশান ছেড়ে লন্ডনে চলে গেছেন; ব্লগে বিভিন্ন আলোচনা লেখা-লেখি চলছে,আপোষহীনতার অভাব কখনোই ছিলো না নাকি ;দেখতে শুনতে ভালো,বিদ্যায় টাইটানিক বহন করা মস্তিষ্ক। যাইহোক, বাঙালীদের জন্য এমন রাজনীতিবিদ সহসা আসবে না ; কি নেই উনার? বিউটি এবং ব্রেইনের পারফেক্ট কম্বিনেশন, যা বাঙালীর চাহিদা সাথে যায়। যদিও এখন বয়স ৮০ কাছাকাছি, লন্ডনে মাত্র গেলো ট্রিটমেন্ট শেষ হলেই বয়স কমে যাবে, আশা করি।
কিছু বছর আগে, ঢাকায় মিস ইউনিভার্স প্রোগ্রামে তথাকথিত ইউনিভার্সদের জাজরা কিছু প্রশ্ন করে, এবং তাদের প্রশ্নের জবাবের যে বু্দ্ধিমত্তার নমুনা ছিলো তাতে পুরো দেশের মানুষ প্রাণ খুলে হেসেছে,অনেকে কাপড় খুলেও হাসতে পারে। যদি বেগম জিয়াকে তেমন স্টেজে কিছু প্রশ্ন করা হয়, দেশবাসী কি অবাক হবে ; নাকি বিউটি এবং ব্রেইনের পূজা করা শুরু হবে নতুন রুপে।
কি মনে হয়? উনি যেহেতু রাজনীতির মাঠে আপোষ করেনি,এটা তো সিম্পল স্টেইজ যেখানে আপোষ বলে কিছু থাকারই কথা না।
০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
আমাদের রাজনীতি ম্যাথ শিখাচ্ছে, ঐখানে বিশ্বাসের কিছু নেই।ম্যাথ ভূল হলে মার্কস কাটা যাবে।
২| ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: বেগম জিয়া, শেখ হাসিনা এসব রাজনৈতিক ব্যক্তিদের রাজনীতি ও দেশকে নতুন করে দেয়ার মতো কিছু নেই। নিজ দেশে চিকিৎসা শেষে ফিরে এসে রেস্ট নিতে পারে খালেদা জিয়া। শেখ হাসিনার ভাগ্যে আল্লাহ কি লিখে রেখেছেন কে জানে!
০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
হাসিনার ভিসার মেয়াদ বাড়ছে, সাথে বয়সও।
৩| ০৯ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮
অধীতি বলেছেন: সমস্যা হলো গুটিকয়েক ভালোমানুষ একটা দলের ফেসভ্যালু বাড়ায়, দলের আবহাওয়া পরিবর্তন হয়না।
০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
সবসময়ই নেকড়ে ছিলো ভেড়ার পোশাকে।
৪| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
দাদী নানী ও বড় চাচীর বয়সি একজন মানুষের মাঝে দৈহির রূপ সৌন্দর্য খুঁজতে চাওয়া যে এক ধরনের মানসিক বিকার ! - এটি কি বুঝতে পারেন? নারী অর্থ নারী সুন্দর হোক বিশ্রি হোক তিনি মানুষ। খালেদা জিয়া যদি কুচকুচে কালো আফ্রিকান হতেন তাহলেও তিনি খালেদা জিয়াই হতেন। যেমন মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে কেউ তাঁর স্থানে যেতে ধরে রাখতে পারেনি। GOD GIFT !
যারা সৌন্দর্য খুঁজে তাদের নমুনা পাবেন আদালতে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে গেলে দেখতে পাবেন পরকীয়া মামলায় ভরপুর। অর্থাৎ নারী পুরুষ কি পরিমাণ লাম্পট্য করছে তার বাস্তব প্রমাণ।
সব মিলিয়ে ভালো লিখেছেন, ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১২
শূন্য সারমর্ম বলেছেন:
মানসিক বিকারগ্রস্ত্রতা গড গিফটেট নয়।
৫| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি হয়তো আমার কথা বুঝতে পারেননি। বেগম খালেদা জিয়া মন্দের ভালো। বাংলাদেশে বাই ডিফল্ট এছাড়া আর কেউ নেত্রী হবার তখন ব্যবস্থা ছিলো না, আজও নেই। তবে তাঁর মাঝে রূপ খুঁজতে চাওয়া মানসিক রোগ।
শিবির জামাতকে সাথে না রাখলে বিএনপি কে নিয়ে সমালোচনা করার মতো বিষয় কমে যেতো। তারেক জিয়া ও জয় একই ঘাটের মাঝি।
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
নো অপশন,নো চয়েস।
৬| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৯
কামাল১৮ বলেছেন: আপোষহীন কোন গুন না।
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১২
শূন্য সারমর্ম বলেছেন:
আপোষহীনতার সাথে ধৈর্ষ্যকে রিপ্লেস করা যায়।
৭| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের প্রফেসর সাহেব সুকৌশলে মাইনাস টু ফরমুলার বাস্তবয়ান করে ফেললেন।
ম্যাডাম খালেদা জিয়া কি আর দেশে ফিরতে পারবেন?
তাকে কি দেশে ফিরতে দেয়া হবে?
১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
উনি ফিরবে।
৮| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপোষ ছাড়া গণতন্ত হয় না।
গণতন্ত্রের একটি প্রধান দিক হলো আপোষ করা। অন্যের মতামতকে গুরুত্ব দেয়া।
১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
আপোষতন্ত্র জননী যেমন আছে,তেমনি কওমী জননীও আছে।
৯| ১০ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:১৬
আমি নই বলেছেন: খালেদা জিয়া যাওয়ার পর লীগপন্থীদের ম্যৎকার দেখে বড়ই হাসি পাচ্ছে। যারা এই কয়দিন আগেও খালেদা জিয়াকে জঘন্য ভাষায় গালাগাল এবং বিভিন্য অপবাদ দিত তারাই এখন ম্যাডাম ডাকতেছে, দরদি ভাষা ব্যাবহার করতেছে, তার দেশে ফেরা না ফেরা নিয়ে আলোচনা করতেছে। ফেসবুকে অনেক পোষ্ট চোখের সামনে ঘুরতেছে, বেশিরভাগ লীগপন্থীদের ধারনা মাইনাস টু ফরমুলা কার্যকর করা হল।
কথা হল যদি লীগপন্থীদের ধারনা সত্যিও হয়ে থাকে তাহলেও খালেদা জিয়ার কি ঠ্যাকা পরেছে যে তাকেই বার বার মাইনাস টু ঠ্যাকাতে হবে? এর আগেও ১/১১ এর সরকার মাইনাস টু ফরমুলা কার্যকর করার জন্য শেখ হাসিনা বিদেশ যাইতে বলা মাত্রই তিনি চলে গিয়েছিলেন কিন্তু আপোষহীন নামটির যোগ্য প্রমান স্বরুপ খালেদা জিয়া যান নাই।
@মোহাম্মদ সাজ্জাদ হোসেন: এরশাদের আমলে খালেদা জিয়া আপোষ করেন নাই ফলাফল ৯১ এ গনতন্ত্র ব্যাক, ফখরুদ্দিনের আমলেও খালেদা জিয়া আপোষ করেন নাই ফলাফল ২০০৮ আবার গনতন্ত্র ব্যাক, ২০২৪ এ ছাত্ররা আপোষ করে নাই ফলাফল বুঝতেছিনা তবে সম্ভবত জনগনের চাওয়া একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র ব্যাক করবে।
১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
উনি সুস্থ হলেই গণতন্ত্র সুস্থ হয়ে যাবে, আমরা রোল মডেল হবো।
১০| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৫
ক্লোন রাফা বলেছেন: পোষ্টের সাবজেক্টের মনে হয় আকাল চলতেছে।খা.জিয়াকে নিয়ে কানা সাংঘাতিক গো.মোরতজার প্রশংসা সুচক তৈল মর্দনের এপিসোড দেখার পর লিখলেন নাকি⁉️
এমনই জ্ঞানী প্রাক্তন প্রধানমন্ত্রী !আজ পর্যন্ত সাংবাদিকদের নিয়ে একটা এপিসোডও নেই। এমনকি কোন পারিবারিক আলোচনাও নেই বিশেষ দিবসের॥
ধন্যবাদ॥
১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
আপোষহীনরা এমনি হয়।
১১| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: জামাতের চেয়ে বিএনপি ভালো। আবার বিএনপির চেয়ে আওয়ামীলীগ ভালো। যদিও যে দল ক্ষমতায় থাকবে, ইচ্ছে মতো দূর্নীতি করবেই।
১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১০
শূন্য সারমর্ম বলেছেন:
যারা ভোট তারাও ভালো।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩০
কিরকুট বলেছেন: মাইনাস টু ফর্মুলা প্রয়োগ করা হয়ে গেলো ।
বেগম জিয়া কে বিশ্বাস করা যায় কিন্তু তারেক কে না । তারেক চোর ও বিশ্বাসযোগ্য নয় ।