নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়া ফিরুক!!

০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১০




বেগম জিয়া গুলশান ছেড়ে লন্ডনে চলে গেছেন; ব্লগে বিভিন্ন আলোচনা লেখা-লেখি চলছে,আপোষহীনতার অভাব কখনোই ছিলো না নাকি ;দেখতে শুনতে ভালো,বিদ্যায় টাইটানিক বহন করা মস্তিষ্ক। যাইহোক, বাঙালীদের জন্য এমন রাজনীতিবিদ সহসা আসবে না ; কি নেই উনার? বিউটি এবং ব্রেইনের পারফেক্ট কম্বিনেশন, যা বাঙালীর চাহিদা সাথে যায়। যদিও এখন বয়স ৮০ কাছাকাছি, লন্ডনে মাত্র গেলো ট্রিটমেন্ট শেষ হলেই বয়স কমে যাবে, আশা করি।



কিছু বছর আগে, ঢাকায় মিস ইউনিভার্স প্রোগ্রামে তথাকথিত ইউনিভার্সদের জাজরা কিছু প্রশ্ন করে, এবং তাদের প্রশ্নের জবাবের যে বু্দ্ধিমত্তার নমুনা ছিলো তাতে পুরো দেশের মানুষ প্রাণ খুলে হেসেছে,অনেকে কাপড় খুলেও হাসতে পারে। যদি বেগম জিয়াকে তেমন স্টেজে কিছু প্রশ্ন করা হয়, দেশবাসী কি অবাক হবে ; নাকি বিউটি এবং ব্রেইনের পূজা করা শুরু হবে নতুন রুপে।

কি মনে হয়? উনি যেহেতু রাজনীতির মাঠে আপোষ করেনি,এটা তো সিম্পল স্টেইজ যেখানে আপোষ বলে কিছু থাকারই কথা না।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩০

কিরকুট বলেছেন: মাইনাস টু ফর্মুলা প্রয়োগ করা হয়ে গেলো ।

বেগম জিয়া কে বিশ্বাস করা যায় কিন্তু তারেক কে না । তারেক চোর ও বিশ্বাসযোগ্য নয় ।

০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪১

শূন্য সারমর্ম বলেছেন:

আমাদের রাজনীতি ম্যাথ শিখাচ্ছে, ঐখানে বিশ্বাসের কিছু নেই।ম্যাথ ভূল হলে মার্কস কাটা যাবে।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: বেগম জিয়া, শেখ হাসিনা এসব রাজনৈতিক ব্যক্তিদের রাজনীতি ও দেশকে নতুন করে দেয়ার মতো কিছু নেই। নিজ দেশে চিকিৎসা শেষে ফিরে এসে রেস্ট নিতে পারে খালেদা জিয়া। শেখ হাসিনার ভাগ্যে আল্লাহ কি লিখে রেখেছেন কে জানে!

০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


হাসিনার ভিসার মেয়াদ বাড়ছে, সাথে বয়সও।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮

অধীতি বলেছেন: সমস্যা হলো গুটিকয়েক ভালোমানুষ একটা দলের ফেসভ্যালু বাড়ায়, দলের আবহাওয়া পরিবর্তন হয়না।

০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


সবসময়ই নেকড়ে ছিলো ভেড়ার পোশাকে।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



দাদী নানী ও বড় চাচীর বয়সি একজন মানুষের মাঝে দৈহির রূপ সৌন্দর্য খুঁজতে চাওয়া যে এক ধরনের মানসিক বিকার ! - এটি কি বুঝতে পারেন? নারী অর্থ নারী সুন্দর হোক বিশ্রি হোক তিনি মানুষ। খালেদা জিয়া যদি কুচকুচে কালো আফ্রিকান হতেন তাহলেও তিনি খালেদা জিয়াই হতেন। যেমন মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে কেউ তাঁর স্থানে যেতে ধরে রাখতে পারেনি। GOD GIFT !

যারা সৌন্দর্য খুঁজে তাদের নমুনা পাবেন আদালতে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে গেলে দেখতে পাবেন পরকীয়া মামলায় ভরপুর। অর্থাৎ নারী পুরুষ কি পরিমাণ লাম্পট্য করছে তার বাস্তব প্রমাণ।

সব মিলিয়ে ভালো লিখেছেন, ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১২

শূন্য সারমর্ম বলেছেন:


মানসিক বিকারগ্রস্ত্রতা গড গিফটেট নয়।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি হয়তো আমার কথা বুঝতে পারেননি। বেগম খালেদা জিয়া মন্দের ভালো। বাংলাদেশে বাই ডিফল্ট এছাড়া আর কেউ নেত্রী হবার তখন ব্যবস্থা ছিলো না, আজও নেই। তবে তাঁর মাঝে রূপ খুঁজতে চাওয়া মানসিক রোগ।

শিবির জামাতকে সাথে না রাখলে বিএনপি কে নিয়ে সমালোচনা করার মতো বিষয় কমে যেতো। তারেক জিয়া ও জয় একই ঘাটের মাঝি।

০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


নো অপশন,নো চয়েস।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৯

কামাল১৮ বলেছেন: আপোষহীন কোন গুন না।

০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১২

শূন্য সারমর্ম বলেছেন:


আপোষহীনতার সাথে ধৈর্ষ্যকে রিপ্লেস করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.