নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাদান পাবলিক

সাইবার ম্যাজিশিয়ান

শাকিলভাই

শাকিলভাই › বিস্তারিত পোস্টঃ

একটি হমকি এবং কতিপয় বালকের করুন পরিনতি

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১২

আমি মনে হয় হাবা গোবা চেহারা এবং স্বভাবের অসীম দক্ষতা লইয়া জন্মাইয়াছিলুম ;) , ইহার দরুন আবাল হইতে শুরু করিয়া লুল পব্লিক পর্যন্ত সকলেই আমার সামনে আসিলে নিজেকে চালাক ভাবিবার মতো অসাধ্য কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পাদন করিয়া থাকে :(

যাহা হোক আইজ সন্ধ্যা নাগাদ ফোনের ভ্রাইবেশনে চোখে পড়িল ম্যাসেজ নামক ব্যাবস্থার ভিতর এক অসীম সুন্দর শিল্পকর্ম :D কোন এক অসীম ক্ষমতাধর প্রাণী আমাকে থ্রেট মারিয়াছেন যে তিনি হার্ডিঞ্জের সামনে আমাকে মারিয়া একয়াকার করিপেন ;) এতো বড় জোক্স শুইনা আমাকে ততক্ষনাত ওয়াস রুমের দিকে ছুটিতে হইয়াছে , মাগার দুক্ষ অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় । আপাতত সাগর না শুকাইলেও ওয়াস রুমের ট্যাপ ছারিয়া বুঝিতে পারিলুম টাঙ্কি শুকাইয়া গিয়াছে । অতপর ওয়াস রুম হইতে চিল্লায়া মহামান্য উচ্চ আদালত (আমার আম্মি জান) এর কাছে উক্ত সমস্যার সমাধান চাইলুম । কিছুক্ষন পরে বাড়ির কাজের ছেলে ওয়াস রুমের দরজার বাহিরে দাড়াইয়া এভারেষ্ট জয়ের মতো করিয়া ঘোষনা করিলেন বিদ্যুতের সঙ্কটে শুকনা টাংকি আপাতত ভেজানো সম্ভব নহে অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন :(

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৪

এন ইউ এমিল বলেছেন: B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.