![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলাম ধর্ম মানুষের মন-গড়া একটা ধর্ম। অনেক গবেষণা আর চৌর্য-বৃত্তির ফসল হল কুরআন। পুরোটাই ইহুদী ধর্মের কপি-পেস্ট।
খ্রিস্টের জন্মের পর থেকে অনেক গুলা শতক ছিল খ্রিস্ট ধর্মের জয় জয়কার। ৬০০ সালের দিকের কথা, আরব সমাজে ছিল খ্রিস্টান আর মূর্তিপূজক শ্রেণির মানুষেরা। খ্রিস্টানরা যেহেতু ইঞ্জিল/বাইবেল অনুসারে ধর্ম কর্ম পালন করে আসছিল টাই তাদের মত পরিবর্তন করা সহজ হবে না বলেই... ইসলামের নবী মুহাম্মাদ তাই ইহুদিদের তাওরাত থেকে চুরি করে এবং অনেক গবেষণা করে কুরআন লিখলেন।
১৯৪৮ সালের আগে প্রায় ২০০০ বছর ইহুদীরা ছিল ভিটেমাটি হীন। মুহাম্মদ মনে করল ইহুদীরা সংখ্যায় খুবই কম এবং তাদের নিজেদের কোন ভাল অবস্থান নেই তাহলে তাদের টা চুরি করলে কেউ ধরতে পারবে না।
আবার অন্য দিকে আরব সমাজের নেতা হউয়ার বাসনা। যেই কথা সেই কাজ, দীর্ঘ সময় বলতে গেলে অনেক গুলা বছর তিনি হেরা গুহায় তাওরাত নিয়ে গবেষণা করতে লাগলেন। এটা অস্বীকার করা যাই না তিনি অবশ্যয় একজন অনেক বড় কবি এবং জ্ঞানী মানুষ ছিলেন। তিনি তাউরাতের লেখা গুলাকে গবেষণামূলক এবং যুগোপযোগী ছন্দে রূপান্তর করেছিলেন।
তার সবথেকে বড় অবদান তিনি নিজেকে শেষ নবী হিসাবে পেশ করেছেন। নিজেকে ধর্মের ব্যবসায় সবথেকে বড় ব্যবসায়ী হিসাবে প্রমাণ করেছেন। আর আগের সকল নবি-রাসুলের ব্যবসাকে বাজেয়াপ্ত করেছেন।
কেন চৌর্য-বৃত্তির ধর্ম ইসলাম টা নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত লিখব...
০১ লা মে, ২০১৬ রাত ১১:৫৫
shameem027 বলেছেন: নিরক্ষর ছিলেন ছোটবেলাতে। মনে রাখবেন আপনি ইতিহাসের শুধু সেই টুকু জানেন যেটা আপনাকে জানাতে চাওয়া হয়েছে।
২| ০১ লা মে, ২০১৬ রাত ১১:৫২
মশার কয়েল বলেছেন: আপনার উত্তর ইমরান আশফাক ভাই দিয়েছেন ৷পরবর্তী লেখার আশায় থাকলাম ৷তখন উত্তর আমি দিব ৷
৩| ০২ রা মে, ২০১৬ রাত ১২:০১
খন্দকার আঃ মোমিন বলেছেন: মুখে জিহবা থাকলেই মানুষ হওয়া যায়না কারন বলদের ও মুখে এক খান জিহ্বা আছে , ফ্রি ডোমেইন হুস্টিং আছে বইলা কিছু একটা টাইপ করে দিলেই লিখক হওয়া যায় না , তবে মজার বেপার হোলও নতুন করে পুরান বলদের আমদানি দেখে , মনে হয় ইসলামের ই সম্পরকেও ধারনা রাখেনা , আমেরিকা ভিসা দিবার কইছে তাই নতুন নতুন ভারসন পয়দা হইতে আছে , কিন্তু মনে রাখ এত কাঁচা আইটিম ও তারা গ্রহন করবেনা তাদের কাছে যাইতে হইলে মাল আর পুরান হইতে হইব ।তবে চালিয়ে যাও লেঞ্জা ইস ভেরি ডিফিকেল্ড ।
৪| ০২ রা মে, ২০১৬ রাত ১২:০৭
আতোভাইলু বলেছেন: কোন ধর্মীয় অনুভুতিতে আঘাতদানকারী লেখা এবং লেখক দুইটাই নিন্দনীয়। এমন একটা নিম্নমানের প্রমাণবিহীন লেখা দিয়ে আপনি হয়তো মনে করেছেন "আমি বিরাট কিছু করে ফেলেছি"। কিন্তু এ সব আসলেই আপনার মনগড়া। আপনি কারো কিছুই ছিড়তে পারেন নি। ধর্মের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতেই পারে, কিন্তু আপনি একটি ধর্মের বিপক্ষে কোন যুক্তি প্রমাণ ছাড়া এমন ফালতু লেখা সত্যিই বর্জনীয়।
৫| ০২ রা মে, ২০১৬ রাত ১২:১১
মোবাশ্বের হোসেন বলেছেন: এভাবে অন্যদের গালিগালাজ করেন তবে যীশুকে কইরেন না তাহলে কিন্তু জার্মানীর টিকেট ঝুটবে না। একরাশ ঘৃনা রইল তোমার জন্য।
৬| ০২ রা মে, ২০১৬ রাত ১২:১৪
ইবাদ বিন সিদ্দিক বলেছেন: #আতোভাইলু ভাই অামার কথাগুলো বলে দিয়েছেন। ধন্যবাদ।
৭| ০২ রা মে, ২০১৬ রাত ১২:১৮
saamok বলেছেন: খ্রিস্ট ধর্ম, ইহুদী ধর্ম, বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্মের নাম কি শুনেছেন? ভাবছেন আপনাকে বোকা ঠাউরেছি কিনা? না, মোটেই তা ভাবছিনা। আপনার অত্যন্ত ধুরন্দর ব্যবসায়ী। লোভের বিনিময়ে যারা নিজেদেরকে বেচে দিয়েছেন। তার প্রমান হল আপনারা শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়েই চুলকাচ্ছেন। উপরে উল্রেখিত ধর্মগুলি নিয়ে আপনাদের কোনই মাথাব্যাথা নেই। নেই কোন ব্লগ, কোন প্রকার প্রশ্ন বা আলোচন-সমালোচনা।
কেন নেই? কেন খ্রিস্ট বা হিন্দু ধর্মে আপনাদের কোন এলার্জি হয় না?
এই সব ধান্দবাজি বাদ দেন। সোজা-সাপ্টা বলেন যে, আপনারা অন্য ধর্ম প্রচারে লেজুড়বৃত্তি করছেন এবং নির্বোদ এবং মৌলিক বিশ্বাসে ক্রটিপূর্ণ মুসলমানদেরকে তাদের ধর্ম থেকে বের করবেন.... এটাই আপনাদের উদ্দেশ্য।
৮| ০২ রা মে, ২০১৬ রাত ১:০৭
সজিব্90 বলেছেন:
৯| ০২ রা মে, ২০১৬ রাত ১:১১
শার্লক_ বলেছেন: বলদদের দলে আরো একটা বলদ বাড়লো।
১০| ০২ রা মে, ২০১৬ সকাল ৮:১২
তুহিন সারোয়ার বলেছেন: একরাশ ঘৃনা রইল তোমার জন্য।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ রাত ১১:৪১
ইমরান আশফাক বলেছেন: আমাদের নবী নিরক্ষর ছিলেন। আশা করি আপনার পোস্টের উত্তর পেয়ে গেছেন।