নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের জানালা

শামীমুল বারী

শামীমুল বারী › বিস্তারিত পোস্টঃ

বৃটেনের শিক্ষা কারিকুলাম

০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৩৬

ইংল্যান্ড, ওয়েল্স ও উত্তর আয়ারল্যান্ড-এর বর্তমান শিক্ষা কার্যক্রম মূলত ১৯৮৮ সালে প্রবর্তিত 'শিক্ষা সংস্কার অধ্যাদেশ' -এর আলোকে প্রণীত কারিকুলাম অনুযায়ী পরিচালিত হয়। তবে স্কটল্যান্ডের কারিকুলাম বা শিক্ষাক্রম উপরোক্ত তিনটি রাজ্য থেকে ভিন্ন।



জাতীয় শিক্ষা কারিকুলামের প্রধান লক্ষ্যমাত্রা দুটি :



লক্ষ্য ১ : স্কুল কারিকুলামের লক্ষ্য হওয়া উচিৎ যে, প্রত্যেক শিক্ষার্থীকে শেখা ও কার্যসম্পাদন করার সুযোগ সৃষ্টি করে দেয়া। (The school curriculum should aim to provide opportunities for all pupils to learn and to achieve. )



লক্ষ্য ২ : স্কুল কারিকুলামের লক্ষ্য হওয়া উচিৎ যে, শিক্ষার্থীদের আত্মিক, নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে উন্নয়ন সাধন করা এবং সকল ধরনের সুযোগ-সুবিধা, দায়িত্ববোধ সৃষ্টি ও জীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য প্রস্তুত করা। (The school curriculum should aim to promote pupils' spiritual, moral, social and cultural development and prepare all pupils for the opportunities, responsibilities and experiences of life.)



এখানে যেসব বিষয় পড়ানো হয় তা তিনভাগে বিভক্ত। যথা :



১. Core Subjects (মৌলিক বিষয়সমূহ)- ইংরেজি, গণিত ও বিজ্ঞান।



২. Foundation Subjects (ভিত্তিমূলক বিষয়সমূহ)-

ডিজাইন ও প্রযুক্তি, তথ্য-যোগযোগ প্রযুক্তি (আই.সি.টি), ইতিহাস, ভূগোল, আধুনিক বিদেশি ভাষা, সঙ্গীত, কলা ও ডিজাইন।



৩. Subjects of the basic curriculum (মূল শিক্ষাক্রমের পাঠ্যবিষয়)-শারীরিক শিক্ষা, নাগরিকত্ববিদ্যা, আবশ্যিক ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার ব্যাপারে বৃটিশ আইনে রয়েছে বিশিষ্ট স্থান, যা শিক্ষাগ্রহণ করা প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক।



ওয়াল্স ছাত্রছাত্রীদের জন্য ওয়াল্শ ভাষা হলো অতিরিক্ত একটি Core Subject, তাই তাদের কোর সাবজেক্ট ৪টি। তবে সংখ্যালঘু ভাষা হিসেবে স্কটিশ গ্যালিক ভাষা শিক্ষার ব্যবস্থা আছে, কিন্তু কোর সাবজেক্ট হিসেবে নয়।

স্কটল্যান্ড আর বৃটেনের অন্য রাজ্যগুলোর শিক্ষাক্রমের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। মাধ্যমিক স্তর পর্যন্ত স্কটল্যান্ডের শিক্ষাক্রমে অনেকগুলো বিষয় পড়ানো হয়। এতে কোন একটি বিষয়ে গভীরতা অর্জন করা সম্ভব হয় না। অন্যদিকে ইংল্যান্ড, ওয়েল্স ও উত্তর আয়ারল্যন্ডের শিক্ষাক্রমে অল্প কয়েকটি বিষয় পড়ানো হয়, তবে এসব বিষয় বিস্তর ও গভীরভাবে পড়ানো হয়। স্কটল্যান্ডের শিক্ষাক্রমের মান ইউরোপের মধ্যে সবচেয়ে নিম্নমানের। কিন্তু তারপরও স্কটিশ কর্তৃপক্ষ এটা আমলে নিতে নারাজ এবং এটা পরিবর্তনের কোন ধরনের পরিকল্পনাও তাদের নেই।



ক. কি স্টেজ



জাতীয় পাঠক্রমে রয়েছে ৪টি কি কি স্টেজ (Key stage); যথা-



১. কি স্টেজ ১ : ৫ বছর থেকে ৭ বছর পর্যন্ত (১ম ও ২য় শিক্ষাবর্ষ)



২. কি স্টেজ ২ : ৮ বছর থেকে ১১ বছর পর্যন্ত (৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ শিক্ষাবর্ষ)



৩. কি স্টেজ ৩ : ১২ বছর থেকে ১৪ বছর পর্যন্ত (৭ম, ৮ম ও ৯ম শিক্ষাবর্ষ)



৪. কি স্টেজ ৪ : ১৫ বছর থেকে ১৬ বছর পর্যন্ত (১০ম ও ১১শ শিক্ষাবর্ষ : বোর্ড পরীক্ষা GCSE বা সমমান পরীক্ষার জন্য প্রস্তুত হয়)



এছাড়া কি স্টেজ ৫ নামে অঘোষিতভাবে আরেকটি স্টেজ ধরা হয়। যা ১৬ বছর থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত (১২শ ও ১৩শ শিক্ষাবর্ষ : A level প্রাপ্ত হয়।)।

উল্লেখ্য, কি স্টেজ ১ ও ২ পর্যন্ত প্রাথমিক শিক্ষা এবং কি স্টেজ ৩ ও ৪ পর্যন্ত মাধ্যমিক শিক্ষা।



কি স্টেজ-এর পূর্বে যে প্রাক-প্রাথমিক শিক্ষা রয়েছে, তাকে ফাউন্ডেশন স্টেজ বলা হয়। এটি দু বছরের হয়ে থাকে। যথা-



নার্সারি : যাদের বয়স সেপ্টেম্বরের ১ তারিখে তিন বা তার ঊর্ধে তারা এ শ্রেণীতে ভর্তি হয়।



রেসিপশন : চার বছর বয়সে রেসিপশন শ্রেণীতে অধ্যয়ন করে।



তারপর পাঁচ বছর বয়সে কি স্টেজ -১ শুরু হয়। তখন শিশুরা ইয়ার ওয়ান বা কি স্টেজ -১ এর প্রথম শিক্ষাবর্ষে পড়ে।



খ. পাঠ্যবিষয়



বৃটেনে একজন শিশুকে তার ৫ বছর বয়স থেকে ৭ বছরের মধ্যে কি স্টেজ-১ অতিক্রম করতে হয়। এই কি স্টেজ-১ দু' বছর ব্যাপী। অর্থাৎ দুটি শিক্ষাবর্ষে এর পাঠ চুকাতে হয়। এ স্টেজে শিশুদের ১১ বিষয়ে শিক্ষাগ্রহণ করতে হয়। যথা-

1. English

2. Mathematics

3. Science

4. Information and Communication Technology

5. Design Technology

6. History

7. Geography

8. Art and Design

9. Music

10. Physical Education

11. Religious Education



কি স্টেজ ২-এ ১২ বিষয়ে শিক্ষাগ্রহণ করতে হয় -

1. English

2. Mathematics

3. Science

4. Information and Communication Technology

5. Design Technology

6. History

7. Geography

8. Modern Foreign Language

9. Art and Design

10. Music

11. Physical Education

12. Religious Education



কি স্টেজ ৩-এ ১৫ বিষয়ে শিক্ষাগ্রহণ করতে হয়-

1. English

2. Mathematics

3. Science

4. Information and Communication Technology

5. Design Technology

6. History

7. Geography

8. Modern Foreign Language

9. Art and Design

10. Music

11. Physical Education

12. Citizenship

13. Sex Education

14. Careers Education

15. Religious Education



কি স্টেজ ৪-এ বিভিন্ন গ্রুপে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করতে হয়। এ ক্ষেত্রে সব গ্রুপকে আবশ্যিকভাবে ১০ বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হয়, তা হচ্ছে - 1. English

2. Mathematics

3. Science

4. Information and Communication Technology

5. Physical Education

6. Citizenship

7. Sex Education

8. Careers Education

9. Religious Education

10. Work-related learning



মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১২ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: অনেক ভালো লাগলো ভাইয়া। অনেক অনেক থ্যাংকস তোমাকে।

০৮ ই মে, ২০১২ রাত ১১:১৫

শামীমুল বারী বলেছেন: বৃটেনের শিক্ষাব্যবস্থা সম্পকে বেশ কয়েকটি ধারাবাহিক পোস্ট দিয়েছি। বৃটেনের শিক্ষাব্যবস্থার কোন দিকটি তোমার ভালো লাগলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.