নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে মত লেখার আমার কবিতার খাতা

ইহা একটি বিতর্কহীন ব্লগ

ই=এমসিস্কয়ার

সাধারণ একজন মানুষ। আবেগের চেয়ে যুক্তিকেই প্রাধান্য দিতে পছন্দ করি।ভালোলাগে পড়তে এবং পড়াতে।

ই=এমসিস্কয়ার › বিস্তারিত পোস্টঃ

জয়ের পথে-৩ঃ একটেল জয়

০১ লা নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৯

তাহার সাথে প্রথম দেখা

তাহার সাথে প্রথম দেখা -২

জয়ের পথে : ঝামেলা থেকে শামেলা

জয়ের পথে-২: ডি দা ভিঞ্চি কোড



ড্যান ব্রাউন সাহেবের কল্যানে, নিয়মিতই কথা হয়...............কথা বার্তা যে শুধুমাত্র সিম্বলিজমেই আবদ্ধ থাকে না; এইটা নিশ্চয়ই না বললেও চলবে:):)। রাত গুলো সুখেই কাটছিল ( ফোনালাপ বেশির ভাগ রাত্রেই হত, তাই:P:P); মধ্যরাতের পর, হলের পুকুর পারের বেঞ্চিতে আমাকে নিয়মিত দেখা যেতে লাগল (এর আগে আমি অন্যদের টিজ করতাম, এখন আমি টিজ খেতে লাগলামX(X(),সকালের ক্লাসগুলো নিয়মিত মিস হতে থাকল:((:(((এটা নতুন কিছু না; আগেও হত).......................সমস্যা দেখা দিল অন্য জায়গায়..................মোবাইলের কার্ড কিনতে কিনতে ফতুর হবার যোগার X((X(((জিপি আগে যেমন ডাকাইত ছিল, এখনও তেমনি আছে).............এমন অবস্থা ভাত খাওয়ার টাকা থাকে না, সিগারেট ভাগ করে খেতে হয়................:((:((:((





তাই বলে তো আর কথা বলা বন্ধ রাখা যায় না.................বন্ধু এবং রুমমেট আযাদ, সব শুনে পরামর্শ দিলো “একটেল জয় নে; কেনা লাগবে না , আমারই আছে” (এইটা ততকালীন একটেল, বর্তমান রবির একটা প্যাকেজ ছিল; একজোড়া সিম নিতে হইত, রাত্রে অই জোড়ায় এক কলের টাকায় ৩০ মিনিট মত কথা বলা যেত)...............দেখলাম বুদ্ধি খারাপ না; B-)B-)কিন্তু সিম দেই কিভাবে........যদি সন্দেহ করে (তখনও ওই দিকে কিছুই হয় নাই; উনি মহা আনন্দে আমারে ভাইয়া ডাকে আর ভবিষ্যতে দুলাভাই ডাকার স্বপ্ন দেখে /:)/:); বান্ধবীরে অন্য কিছু ভাবছিল, আর কি:((:((:(()............তাইলে তো আম ও ছালা দুইই যাবে.........





অনেক ভেবে চিনতে রিস্ক নেয়ার সিদ্ধান্ত নিলাম...........দাওয়াত দিলাম কার্জনে.........এই কথা সেই কথা বলি, কিন্তুক আসল কথা তো আর কইতে পারি না..............শেষে বললাম, চল হাটি........হাটতে হাটতে শহীদ মিনার পর্যন্ত চলে আসলাম, ঝালমুড়ি, চানাচুর ইত্যাদি হাবিজাবি খাইলাম..............তাও আসল কথা বাইর হয় না...........X(X(X(



শেষে যখন রিকশায় উঠছে, যাওয়া জন্য.........তখন অনেক কস্টে কইলাম, “ আমাদের তো নিয়মিত কথা হয়ই, খামোখা মোবাইল কোম্পানিরে টাকা দিয়া লাভ কি? আযাদের একজোড়া জয় যেহেতু পইড়াই আছে (আযাদ যারে দিতে চাইছিল, তারে দিতে পারে নাই, ট্রাজেডী), আমরা কেন তার সদ্বব্যবহার করি না?”



আমার সব ভয় আর আশংকাকে মিথ্যে করে দিয়ে ও এককথায় রাজি হয়ে গেল (পরে শুনেছিলাম, ও বিন্দুমাত্র সন্দেহও করে নাই, শুধু আমার ফোন বিল বাচাইতে চাইছিল, হায়রে:((:((নারী:-/:-/:-/



তারপরও আমাদের সম্পর্কের পথে এটা ছিল, একটা বড় পদক্ষেপ..................



ধন্যবাদ আযাদ এবং একটেল জয়কে (অবশ্য আযাদ সিমটা যার জন্য কিনেছিল সেও ধন্যবাদ দাবী করতে পারে:):)!!!!!!!)



মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

মোঃ হাসানুর রহমান বলেছেন: 'একটরল জয়' পর্বের পরে কি 'সিটিসেল' পর্ব আসছে?? পড়ে ভালোই লেগেছে....

০১ লা নভেম্বর, ২০১২ রাত ৯:২২

ই=এমসিস্কয়ার বলেছেন: একদম ঠিক ধরেছ...................

২| ০১ লা নভেম্বর, ২০১২ রাত ৮:০৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: পরবর্তী পর্বের অপেক্ষায়।

০১ লা নভেম্বর, ২০১২ রাত ৯:২৩

ই=এমসিস্কয়ার বলেছেন: উতসাহ দেবার জন্য ধন্যবাদ

৩| ০১ লা নভেম্বর, ২০১২ রাত ১০:১৩

অ্যানোনিমাস বলেছেন: সবগুলো পড়ে দেখবো আশা রাখি :)

০১ লা নভেম্বর, ২০১২ রাত ১০:২৩

ই=এমসিস্কয়ার বলেছেন: েমন লাগল জানাবেন, আশা করি

৪| ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১২:৫৫

megher_kannaa বলেছেন: প্রিয়তে নিলাম।
ভাল লাগছে আপনার সিরিজগুলো পড়তে।
চালিয়ে যান।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৭

অন্ধ আগন্তুক বলেছেন: হা হা হা ! একটেল জয় আর ড্যান ব্রাউনের অবদান যে এতো সুদুরপ্রসারী ভূমিকা রাখতে পারে , কে জানতো বলেন ?

বাটারফ্লাই এফেক্ট !!! :P :P

এখন পিসিতে , বাংলায় মন খুলে লিখলাম । আপনার এই সিরিজটা আমার খুব পছন্দ হইসে । ইউনির বড় ভাইয়ের গল্প বইলা কথা !

শুভেচ্ছা ভ্রাতঃ ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৯

কেতকী বলেছেন: জয় হোক একটেল জয়-এর :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.