![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ হারানো পথিকের জন্য পথের মোড়ে কেউ না কেউ আছে অপেক্ষমাণ পথ দেখাবে বলে ।
ছাত্র রাজনীতির ইতিহাস খুব ভাল কিন্তু সময়ের পরিবর্তন সাথে ছাত্র রাজনীতি আজ কলহ – বিবাদে রাহু যুক্ত এর পিছনে কারা কাজ করছে তাদের কে চিনতে হবে না হলে ছাত্র রাজনীতি রাহু মুক্ত হবে না এ কথা হলফ করে বলতে পারি ।
কেননা কারা ছাত্রদের হাত থেকে বই কলম ফেলে রিভালবার তুলেদেয় সেই গহিন গুহ বন্ধ না করে ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়ার কথা শুধু আই ওয়াস মাত্র।
ওরা জানে বন্ধ করতে পারবেও না করবেও না এটা ওদের নোংরা রাজনীতির খেল,সবাই ছাত্রদের ক্ষমতা যাওয়ার মাধ্যম হিসাবে হাতে অস্ত্র তুলে দেয় , আমি বলি যারা এই নোংরা খেলায়ে মেতে আছে তাদেরকেই রাজনীতি থেকে বিদায়ে জানাতে হবে এছাড়া কোন পথ নাই। যারা বার বার এ দেশকে শাসন ক্ষমতায়ে ছিল তাদের মাধ্যমে যে ছাত্র সংগঠন পরিচালিত হয়ে তাদের রাজনীতি বন্ধ করা হোক কিন্থু ঢালাও ভাবে বন্ধের কথা বলে জাতিকে নেতা শূন্য করার সূচনা মাত্র।
কী কারনে এমন করে তা একবারের জন্য ভাবিনা , ওরা জানে মেধাবী ছাত্র যখন রাজনীতি আসবে তখন ওদের স্থান থাকবেনা এই ময়দানে কিন্তু আমরা আজও অবুজ !! স্বাধীন বাংলা প্রতাশা অনুযায়ী কেন অগ্রগামী হতে পারেনি তা আমরা বেমালুম ভুলে গিয়া ভুল চিন্তায়ে মত্ত আছি সাময়িক ভোগ – বিলাসে । এখন তো বৃষ্টি সাথে দমকা হাওয়া বইছে কিন্তু যদি কাল বৈশাখী ঝড় , সুনামি,সিডর আসে তখন কি করবে ?
আমি অনেক খোজ – খবর নিয়া দেখেছি দেশে মাত্র ৪ টি ছাত্র সংগঠন যাদের ইউনিয়ান সাংগঠনিক কাজ চলে –
১.ছাত্রলীগ।
২.ছাত্রদল।
৩.ছাত্র শিবির
৪. ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
আর যত সংগঠন আছে সব জেলা কমিটি নাই ,তাই তাদের নিয়ে খুব একটা না ভাবলেও চলে ,দেশের ৯০% ছাত্ররা ওই ৪টি সংগঠনের সাথেই জড়িত যারা রাজনীতির সাথে জড়িত তাদের কথা বলছি , দেশের সব মানুষ অল্প – বিস্তার জানে কারা অস্ত্র বাজি ,টেন্ডার বাজি ,হল দখল কেন্দ্র করে গুলির বারুদের গন্ধ বিলায়ে পত্র পত্রিকায়ে নিয়মিত আসে,
১.ছাত্রলীগ।
২.ছাত্রদল।
৩.ছাত্র শিবির
এই ৩টি দল এমন কোন নিকৃষ্ট কাজ নাই যা এরা কারতে পারেনা বা করে না একমাত্র ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যাদের বিরুধে কোন অভিযোগ নাই এবং কেন নাই তার কারন অনেকে অনেক ভাবে বলেন দুইটি আমার কাছে গ্রহণ যোগ্য মনে হয়ে।
১.তারা কখন ক্ষমতা ভোগ করেনি তাই।
২.তারা তাদের আদর্শ বাহিরে কিছু করেনা ।
অনেকেই বলতে চান এই কারনেই ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত তাদের বলতে চাই বন্ধু যে কারনে রাজনীতি বন্ধ করতে চান সেটা আদৌ ঠিক হবে কি ? বরাং আমাদের করা উচিত গোটা ছাত্র সমাজ এমন একটা আদর্শের বিপ্লব গটাতে হাবে যাতে ছাত্র রাজনীতির মধ্যে পরিবর্তন আসে । আমরা সবাই পরিবর্তনের কথা বলি কোন পণ্ডিত বলে না কিসের পরিবর্তন করতে হবে তা বলে না কারন ওরা জানে ওদের আদর্শ বলে কিছুই নাই তাই ছাত্র সমাজ কে অন্ধকারে রেখে ছড়ি ঘোড়াতে চান আমরণ তাইতো মুখে ছাত্র রাজনীতি বন্দের কথা বলে আবার তাদের হাতে অস্ত্র তুলে দেয়ে।
• ছাত্রলীগ ঃ- তারা দাবী করে বঙ্গবন্ধু শেখ মুজিব এর আদর্শ বাস্তবায়েনের কথা বলে কিন্তু তারা বঙ্গবন্ধুর আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে । ছাত্রলীগ এর সামনে ও পিছনে যারা কাজ করে তাদের দ্বারা এর থেকে ভাল কিছু আশা করা তেতুল গাছ লাগায়াই আম পাওয়ার আশা করার মত।
• ছাত্রদল ঃ- তারা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চায়ে কিন্তু তাদের অবস্থা ছাত্রলীগ এর মতই ।
• ছাত্র শিবির ঃ- এরা ইসলামী দল দাবী করে কিন্তু বাস্তবে তারা ছাত্রলীগ ও ছাত্রদল এর মতই ক্ষমতা পিপাশু দল তাদের মধ্যে কোন পার্থক্য নাই, এরা ইসলামের বাতিল ফেরকা মওদুদি ইসলাম চালু করে চায়ে।
অনেক কিছু লেখার চিন্তা ছিল কিন্তু সময়ে অভাবে লিখতে পারলাম না। সময়ে সুযোগ হলে বিস্তারিত লিখব.....................
©somewhere in net ltd.