![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ হারানো পথিকের জন্য পথের মোড়ে কেউ না কেউ আছে অপেক্ষমাণ পথ দেখাবে বলে ।
বুঝি কি? রাজনীতির “র”
রাজনীতির হাতে খড়ি যখন তখন পঞ্চম শ্রেণীর ছাত্র ,
অনেক পথ পাড়ি দিয়ে এসেছি কিন্তু মাঝে মাঝে মনে হয় রাজনীতির “র” বুঝি না ।
রাজনীতির এমন কোন অলিগলি নাই যেখানে পা রাখিনি,
অথচ আমাদের সমাজে এত্ত এত্ত রাজনৈতিক বিশ্লেষক দেখি,
তাদের কোন দিন এই ময়দানে দেখেনি শুনিনি তাদের নাম বা গন্ধ তবুও এখন টিভি টক ,
টক শোঁ তাদের গলা বাজি । এমন সব কথা বলে যেন তাদের রাজনীতি ইজারা দেয়া হয়েছে ।
ঐ সব ভদ্র লোকদের প্রতি সম্মান রেখেই বলছি কে তোমাদের বলছি,
এই চাটকি চাটাম মারতে আসলে -
এই চেহারা গুলো বহু রূপী শুধুই টাকা কামানোর ধান্ধা বৈ কিছুই না ।
আমি বিস্মিত যখন দেখি টিভি টক ,
টক শোঁ উপস্থাপক রা শুধু মাত্র নেতিবাচক কথা কেই কোড করে ক্যান ,
তুমি কি নেতিবাচক এর ফেরিওয়ালা নাকি এখানে রাজনীতি করা হচ্ছে ,
কোথায় মানুষকে ইতিবাচক ভাবনা ভাবতে শেখাবে ,
অনুষ্ঠানকে আকর্ষণী করে তোলার জন্য ভণ্ডামি করে,
আলোচকদের উস্কানি দিয়ে নেতিবাচক বাক্য বের করে নেয় ,
আর ওরা না বুঝেই পাতা ফাদে পা দিয়ে কথা কাটাকাটি এমনকি মারামারি পর্যন্ত করে ।
এই সমস্ত অর্বাচীন থেকে কি রাজনীতি শিখব বা কি মূল্য আছে এদের কথা ।
শুধুই বালুর মরুভূমি ঝড় আসলে উড়ে যাবে .........।
©somewhere in net ltd.