নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা আল মাসুদ (শামীম)

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে।

আবু হেনা আল মাসুদ

ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD

আবু হেনা আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

ওরে! বিন্দু...!!

১৮ ই মে, ২০১৩ রাত ১২:১৩

সকালে খুব গভীর ঘুমে সপ্নে বিভোর ছিলাম।

হঠাত ফোনে রিং বেজে উঠার শব্দ শুনলাম।

ঘুমন্ত অবস্থায় ফোন রিসিভ করে কানে লাগিয়ে হ্যালো বলতেই ওই পাশ থেকে মেয়েলী

কণ্ঠস্বর ভেসে আসছে।



"হাই,!

আমি "বিন্দু"!!!

আমি আসছি আপনার শহরে প্রিয় ফোনো তারকালাপে...!!

আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে চাইলে আগামী এতো এতো তারিখে এই নম্বরে!"

প্রতি মিনিট মাত্র ২ দিরহাম!



আর শুনার ইচ্ছে না করেই লাইনটা কেটে দিলাম।

এটা একটা রেকর্ডিং টাইপ কল ছিল রিপ্লাই করার সিস্টেম নাই।

নইলে বলতাম ওরে বিন্দু তোর চৌদ্দ গুষ্টিরে কি কইতাম।

সাত সকালে ফোন দিয়া কয় আমার সাথে ফোনালাপ করবে!

একে তো শুক্রবার তার ওপর গভীর সপ্নে বিভোর!



রাগে দুঃখে ইচ্ছা করতে ছিল বিন্দুরে ধইরা আছার মারতে

টাকা কি গাছে ধরে যে ফোন দিয়া তোর লগে প্রেমের আলাপ করমু?

এই গুলার চিন্তা ভাবনা দেখলে মাথা গিজগিজ করে।

টাকা কামানোর আর কোন ওয়ে নাই এই গুলার কাছে?



আর এই খানে ফোন অপারেটর কোম্পানি গুলা এমন কেন আল্লাহ জানে।

প্রত্যেক সপ্তাহ একটা না একটারে ধইরা আনে।

আর খুব মিষ্টি কইরা বলে আমি অমুক,আমি তমুক।আমার সাথে আড্ডা দিতে চাইলে এই্টা করেন সেইটা করেন।

প্রবাসিদের বাশ দেয়ার আর কোন রাস্তা পায় না বুজি ওরা?

আবাল জাতীয় মানুষ ছাড়া অন্য কেউ ফোন দিবো বলে আমার মনে হয় না।





এই গুলার কমনসেন্স হইল না এখনো।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.