নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা আল মাসুদ (শামীম)

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে।

আবু হেনা আল মাসুদ

ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD

আবু হেনা আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসারা চলে যায় বলে নির্বোধরাও কবি হয়।

০২ রা জুন, ২০১৩ রাত ১১:৫৪

তুমি ভেঙেছ,তুমি ভুলেছ,

তাই চলে গেছ।

আমি গড়েছি,আমি গড়ব,

তাই আমি পারব।



তুমি অদৃশ্য,তু্মি অচেনা,

তবুও মিশে আছ এ মনে।

আমি নির্লজ্জ,আমি কালো মেঘ,

তাই কাঁদি সঙ্গোপনে।



তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো,

তাই পারোনা ফিরে আসতে।

আমি নিস্ফল,আমি নির্বিকার,

তাই পারি না ভালবাসতে।





বি দ্রঃ আমি কখনো চেষ্টা ও করিনি এমন কিছু নিজে লিখতে পারব।

আমি আমার আমকে খুব ভাল করে জানি ,বুজি এবং চিনি।

কিন্তু কিছু কিছু সময় আমাদের মতো কিছু নির্বোধরা জীবন স্রোতে মাঝে কিছু অকুত ভয় জীবন নিয়ে ভাবতে গিয়ে এরকম কিছু ছেরা পাতার মাঝে কিছু মনের জমানো কথা গুলো লিখে যায়।

কারো ভাল লাগল অথবা লাগল না এটা আমি আশা করি না।

এটা আমার প্রিয় মানুষকে নিয়ে একান্ত মনের কথা গুলি সাজানো একটি কবিতা।

এটি আমার স্বল্পভাষী পদ্য।

আমার ভাল লাগাটা সবচেয়ে বেশী প্রাধান্য থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.