![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD
ছোট বেলায় যখন স্কুল পালিয়ে বেড়াতাম,
যখন রাতের পরার টেবিলে ঘুমিয়ে পড়তাম,
যখন অবাধ্য হয়ে কোন ছেলের সাথে ঝগড়া করতাম,
ঠিক তখনি বাবা খুব বোকা দিতো নয়ত মারত।অনেক সময় বুঝিয়েও বলতো। আর যখন বকা শুনে অথবা মার খেয়ে রাগ করে থাকতাম।
ভাত খেতাম না...
কার সাথে কথা বলতাম না...
শুধু লুকিয়ে লুকিয়ে পানি খেতাম...
আর যখন আমার চেহারাটা বাবা শুকনো শুকনো দেখত ঠিক তখনি আমাকে আদর করে বাবার বুকের উপর বসিয়ে বলতো-
- তুই বড় হয়ে কি করবি?
-আমি বলতাম বিদেশ যাবো।
-বিদেশ থেকে কি আনবি আমার জন্য,তোর আম্মুর জন্য,ভাইয়ার জন্য,বোনের জন্য?
- আমি বলতাম বাবার জন্য পাঞ্জাবি আনব,আম্মুর জন্য গয়না আনব শাড়ী আনব,ভাইয়ার জন্য প্লেন আনব, আপুর জন্য মেকাপ আনব..!
আর তখন বাবা বলতো তুই যে ঠিক স্কুলে যাস না,পরা লেখা করিস না তাইলে এগুলো কেমনে করবি?
আমি তখন মেউ মেউ করে চোখ কচ্লাতে কচ্লাতে বাবার বুকে ঘুমিয়ে পড়তাম....:/
আজ আমার বাবা নেই...
আমি বিদেশে...
এমন দিনে শুধু বাবার কথা গুলো হৃদয়ে খুব করুন কণ্ঠে বাজে...
যদি একটা পাঞ্জাবি বাবাকে দিতে পারতাম?
তখন হয়ত বাবা খুব বলিষ্ঠ ভাবে হৃদয়ের এক কোনে আমাকে গুজিয়ে নিতো।
বাবা হারিয়ে বুজেছি বাবা না থাকার কি করুন যন্ত্রনা।
আজকের এই বাবা দিবসে বাবা কে অনেক মিস করছি...
মিস করছি তোমার সেই অবাধ্য ছেলেটাকে বুজিয়ে দেয়া সেই কথা গুলো....
বাবা তোমার এই না থাকার যন্ত্রনা টা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে কারন আমি পারিনি তোমার সামনে আমাকে তুলে ধরতে...
দেখাতে পারিনি যে আজ তোমার ছেলে অনেক বড় হয়েছে..
দেখতে পারনি আজ , তোমার সেই পাগল ছেলেটা তোমার পরিবার টা আগলে রেখেছে...
শুধু আফসোস রয়ে গেল বাবা...
তোমার সন্তানের সৌন্দর্যের দিন তুমি দেখে যেতে পারলে না বলে,
আজকের এই বাবা দিবসে পৃথিবীর সমস্ত বাবা কে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি...
বেচে থাকুক সব বাবারা আজ সকল সৌন্দর্যের মাঝে।
সালাম জানাই সকল বাবাকে...
"ঘুমিয়ে থাকুক সব বাবারা...
সব সন্তানের অন্তরে"
২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫০
আবু হেনা আল মাসুদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০০
ইয়েন বলেছেন: ভাল লাগল .....চোখটা কিছুটা ঝাপসাও হয়ে গেল ....