নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা আল মাসুদ (শামীম)

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে।

আবু হেনা আল মাসুদ

ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD

আবু হেনা আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

বালিকার আকুলতা,আমার ব্যর্থতা ...

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৩

একদা বালিকা আমাকে বলিয়াছিল,

তুমি দেশে ফিরে আস।

আমি তোমার হাত ধরে উষ্ণ বিহঙ্গে হারিয়ে যেতে চাই,

তোমার এই দূরে থাকা আমার কাছে বিষাদের কষ্টের চেয়েও বেশি আঘাত করে।



অতঃপর আমি কিঞ্চিৎ হাসিয়া বলিলাম আর কিছু দিন অপেক্ষা কর।

সামনের গ্রীষ্মের শেষে দেশে ফিরব বলে একটা আশা দিয়ে দিলাম।

কিন্তু বালিকার দৈনন্দিন কথোপকথনে শুধু আমাকে একটা কথাই শুনিয়ে দিয়ে যেত,

যদি সত্যিকার ভালবেসে থাক তবে একখান ডিগবাজি দিয়ে দেশে ফিরে এসো।



কিন্তু আমার কর্মস্থলে ঝামেলার কারনে আমার আর দেশে ফেরা হইনি।

অনেক চেষ্টা করেও আসি আসি করে আসা হয়নি।



এরপর সুন্দর একটা প্লানিং করে বালিকা আমাকে ডিঙিয়ে গেল!!

বালিকার এখন অন্য হাত পছন্দ হোল।

অন্যের সাথে হাঁটবে বলে কথা দিয়ে দিল,

অন্যের বুকে সপ্নের জাল বুনতে ব্যস্ত এখন বালিকা,

চলছে বালিকার সপ্ন পুরনের মিছিল।



গ্রীষ্মকালটা শেষ হতে চলছে...

আজ আমার দেশে ফেরার তাগিদ হয়েছে।

এখন আমি ভাল ডিগবাজীও খেলতে পারি...



কিন্তু বালিকা এখন অন্যের মনে বসন্তের কোকিল হয়ে গান গাইতে শুরু করছে...।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৯

অল্পভাষী বলেছেন: বালিকাদের এমন ব্যকুলতায় আমরা ব্যর্থ হয়ে যাই....কিন্তু এ খেলায় বালিকাও জিততে পারে না। সুন্দর কবিতা, ধন্যবাদ

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪

আবু হেনা আল মাসুদ বলেছেন: হুম কথা সত্য...
তবে সৃতি টুকু থেকে যায় হৃদয়ের গভীরে...
আপনাকে ও ধন্যবাদ

২| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

ড. জেকিল বলেছেন: যে চলে গেছে সে কখনই আমার ছিলোনা...... :-P :-P

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৫

আবু হেনা আল মাসুদ বলেছেন: কখনো কখনো আবার তারা ফিরে আসে!!
কিন্তু তখন আর কিছুই করার থাকে না।

৩| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০০

সরদার হারুন বলেছেন: নীড় হারা পাখিটিরে সোনার শেকল দিয়ে বেঁধে কি লাভ তোমার
নীল আকাশের মাঝে যে গেছে হারিয়ে ফিরিবেনা আর,
বেথার সাগর পাড়ায়ে তবু কেন আজো ভাল বাস ?

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

আবু হেনা আল মাসুদ বলেছেন: বেঁধে রাখলাম কই?
আপন সুখে সে চলে গেছে আপন জনের কাছে।
ভালোবাসা সেতো অবুজের মতো ভালবাসে সারাটি ক্ষণ... :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.