নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা আল মাসুদ (শামীম)

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে।

আবু হেনা আল মাসুদ

ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD

আবু হেনা আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

জীবন থেকে নেয়া...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

নতুন নতুন আমি যখন চাকরিতে জয়েন করি তখন একটা জিনিস নিয়ে আমি খুব টেনশনে পরে গিয়েছিলাম!

আমার ডিউটি ছিল ১২ ঘণ্টা! জয়েন করার কিছুদিনের মধ্যে আমি খুব আউলা ঝাউলা হয়ে গেছিলাম।

এইটা ভেবে এমন হয়েছিল যে, প্রতিদিন ১২ ঘণ্টা করে সারাটা বছর আমাকে ডিউটি করে যেতে হবে-_- এমনটা ভেবে আমি খুব ভেঙ্গে পরেছিলাম।



কিন্তু তার কিছুদিন পরে আমার এই ভাবনা খানা আমি নিজেই বদলে ফেললাম।

আমি ১২ ঘণ্টা করে ডিউটি টা সারা জীবন করতে হবে তা আমি ভুলে গেলাম। আমি ভাবতে লাগলাম আমাকে প্রতিদিন ১২ ঘণ্টা ডিউটি করতে হবে। তারপর বাসায় যাইতে হবে, রাতে বাসায় বসে ফেসবুকে বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, ডিনার করতে হবে, তারপর একটা হাসি খুশি ঘুম দিয়ে দিবো।

আবার সকাল হবে আমি ডিউটি তে যাবো, কলিগদের সাথে ফেসবুকে রাতে কার সাথে কি কথা হয়েছে এই বিষয়ে ডিসকাস করবো ইত্যাদি ইত্যাদি।



আমি আমার চাকরির আয়ুটাকে ১২ ঘণ্টার ভিতরে বন্দি করে ফেললাম!

এরপর দেখলাম সব কিছুই আমি খুব সহজ ভাবে নিতে পারতেছি। ডিউটি নিয়ে আমার কোন আর টেনশন নেই। ১২ ঘণ্টার ডিউটি শেষ করে বাসায় এসে কত কিছুই না করতেছি একেক দিন তার কোন ইয়ত্তা নেই।

আর এই ভাবে দেখে আমার চাকরির বয়সটা তিন বছর হতে চলল।



আসলে কিছু কিছু ব্যাপারে ভবিষ্যতের ভাবনাটা আগে থেকে ভেবে রাখাটা অতোটা সুফল বয়ে আনে না।

এসব ব্যাপারে আজকের কাজ আজকেই শেষ করে সুস্থ ভাবে বাসায় ফিরবো বলে ভেবে রাখা উচিৎ।

এক্ষেত্রে দৈহিক ও মানসিক ভাবে চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়।

এক কথায় জীবনটা নিজের যদি নিজের মতো করে ভাবতে ও সাজাতে পারেন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: শুভকামনা রইল আপনার জন্য ভ্রাতা :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

আবু হেনা আল মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.