নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা আল মাসুদ (শামীম)

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে।

আবু হেনা আল মাসুদ

ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD

আবু হেনা আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশে হবে সেই পেসার কবে

১৪ ই জুন, ২০১৫ সকাল ১১:৫৭

আমাদের দেশে হবে সেই পেসার কবে
সুইং আর গতির তোপে ভড়কে যাবে সবে?

মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন
"ভালো বোলার হতে হবে" --- এই তার পণ,

খেলিতে আসিলে মাঠে হও আগুয়ান,
নাই কি বলে তব সুইং ইয়র্কারে টান?

বল, ব্যাট সবারই আছে মিছে কেন ভয়,
চেতনা রয়েছে যার সে কি উইকেট হীনতায় রয়?

সে পেসার কে চায় বল কথায়-কথায়,
আসে যার বাউন্সারে হেলমেট উড়ে যায়|

সাদা বল,লাল বলে কর এই পণ ---
"পেসার হইতে হবে বোলার যখন"|

ব্যাটসম্যান ফিল্ডার কিংবা ক্যাপ্টেন কুমার
সবারি রয়েছে কাজ এ বিশ্ব মাঠের মাঝার,

মাঠে প্রাণ প্র্যাকটিসে সবে শক্তি কর দান
তোমরা পেসার হলেই দেশের কল্যাণ।


বি দ্রঃ আমি দুঃখিত কবি কুসুমকুমারী দাশের কবিতাটি অনুকরণ করার জন্য

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.