নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা আল মাসুদ (শামীম)

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে।

আবু হেনা আল মাসুদ

ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD

আবু হেনা আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

বোঝানো গেলো না তাকে....

২৪ শে জুন, ২০১৫ রাত ২:১৫

হিমেল রাতে রসিকতা করে একটা স্ট্যাটাস দিয়েছিল। রাফাকে খ্যাপানোর জন্য।
কারন, কয়েকদিন যাবত রাফা হিমেলের যোগাযোগ কিছুটা ভাটা পড়েছিলো। হিমেলের রসিকতা করা স্ট্যাটাস একটু ওভার এক্সেস হয়ে গেছিলো। এতে রাফা ক্ষুদ্ধ না হয়ে বরং মেজাজ চরমে নিয়ে দাঁড় করিয়েছে।


ঠিক এই মুহুর্তে সে হিমেলকে সামনে পেলে মাথার সব চুল বাতাসে উড়াতো। কিন্তু সামনে যখন নেই তাই ইনবক্সে হামলা চালিয়েছে। ব্যাপক বকাঝকা করে টেক্সট পাঠিয়েছে হিমেলকে। টেক্সট পেয়ে হিমেল নরমালি রাফাকে বোঝানোর চেষ্টা করেছে বেশ কয়েকবার। অনেক সরি টরিও বলেছে। সেই স্ট্যাটাস অনলি মিও করে দিয়েছে। কিন্তু রাফা মেয়েটা অতি সহজে ছাড় দিতে রাজি নয়।


হিমেল রাতে ঘুমিয়ে পরেছিল। তার আজ বেশ মন খারাপ। সেই মন খারাপ নিয়ে রাতে রাফাকে বলা সরি'র রিপ্লাই দেখতে সকালে ইনবক্সে চেক করে দেখে রাফা টেক্সট দিয়েছে,''Gonna Hate you Forever"!!


হিমেল জাস্ট Speechless...
কিছু ভুলে হয়তো ভাঙনের সুর বেহালা হয়ে বাজে। কিছু ভুল শুধরাতে গেলেও পায়না সুযোগ উগ্র মেজাজে।


কষ্ট পাওয়ার হিসাবটা দুজনে সমানে সমান। কিন্তু কে বুঝে কার মনের ভিতরে ঢুকে?

রাফা কতটা জানে কিছু রসিকতার মানে সে এখনো বুঝে উঠেনি, বুঝে নেয়নি। হিমেলের আকাশ সমান, রাফা নিজেকে কি দেখতে পেয়েছে হিমেলের বিস্তীর্ন আয়নায়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.