নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে এই বাংলায়

সুন্দর বাংলাদেশ চাই

শামীম আহমেদ ইভ

উন্মুক্ত লেখালেখিতে নিজেকে সম্পৃক্ত করতে এসেছি।

শামীম আহমেদ ইভ › বিস্তারিত পোস্টঃ

চীনে মাস্টার্স বা পিএইচডি স্কলারশীপ

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৮

চীনে স্কলারশীপ নিয়ে যারা মাস্টার্স বা পিএইচডি করতে চান তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। আমার ইউনিভার্সিটির স্কলারশীপ এর আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। মাস্টার্স এ পড়তে হলে চাইনীজ মিডিয়ামে পড়তে হবে। একবছর চাইনীজ শেখানো হবে।পিএইচডিতে চাইনিজ এর ঝামেলা নেই। কোর্সের মেয়াদ তিন-চার বছর।

সুযোগ সুবিধা:

১. টিউশন ফি ও শিক্ষা উপকরণ খরচ লাগবে না।

২. ফোর স্টার হোটেলে ডরম পাবেন। মাস্টার্স এর রুম শেয়ার করতে হবে, পিএইচডি'র লাগবে না, একাই এক রুম। কোন খরচ নেই।

৩. প্রতিমাসে লিভিং এ্যলাউন্স পাবেন মাস্টার্স - ৩০০০ ইউয়ান (৩৯,০০০ টাকা), পিএইচডি- ৩৫০০ ইউয়ান ( ৪৫,৫০০ টাকা)



আবেদনের নিয়ম কানুন জানতে নিচের লিংকে চলে যান। আর সমস্যায় পড়লে ইনবক্স করবেন। আবেদন লিংক

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৩

মোহাম্ম : মোস্তাফিজুর রহমান বলেছেন: thank you for shearing this information. i am interested. plz give me your contract mail to my mail address... here is my email - [email protected]

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১

শামীম আহমেদ ইভ বলেছেন: আচ্ছা আপনাকে মেইল করছি।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪২

তাহের অন্তরা বলেছেন: ভাইয়া এখানে দেখছি সবই ফ্রি

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮

শামীম আহমেদ ইভ বলেছেন: ফ্রি'র থেকেও বেশি কিছু।

৩| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৯

টকদঐ পার্ট ২ বলেছেন: আমি সদ্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছি। বিদেশে এমবিএ করতে যেতে চাই। আপনার এই বিশ্ববিদ্যালয়ে সে সুযোগ আছে কি?? এ ব্যাপারে আরও বিসতারিত জানাবেন ও পরামর্শ দিন। ধন্যবাদ আপনার পোস্টের জন্য। আমার ইমেইল [email protected]

৪| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫১

নানদিজা বলেছেন: আবেদন করা যাচ্ছে না। লিংক নট ফাউন্ড।

৫| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:০১

রাইয়ান রাফিয়াত বলেছেন: [email protected]

kindly Email koruun vaiya othoba Facebook id ta din apnar! amr id ta hcche 'Raiyan Rafiat Raaz' apni aktu search diye request diyen bro! ami aage ekbaar apnake khujechi but paini!

৬| ১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১০

অদৃশ্য প্রতিভা বলেছেন: [email protected]

Bro, Um studying with textile engineering... If ur university or ur known university offer this type of scholarship then please let me inform...

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৮

shreyashi sinha বলেছেন: আমি ভারতে থাকি। বাংলা সাহিত্য নিয়ে মাস্টার্স করে, এম ফিল করেছি। আমি কি বাংলা সাহিত্যে চীন থেকে পিএইচডি করতে পারব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.