![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
মাঝে মাঝে অত্যাচারী প্রেমিক হতে ইচ্ছে করে,
প্রেমের খাতায় নিষিদ্ধ সব হিসেব কষে !
যৌনতায় আর চুম্বনে মিলেমিশে
আমার বেদম ইচ্ছে তোমাকে ভীষণ অত্যাচার করি !!
তোমাকে একগাল অমার্জিত আচরণে
এক সমুদ্র অবহেলায়, কটাক্ষতায়
অথবা তোমার কথা নির্জীব ভুলে গিয়ে
তোমাকে ভীষণ কষ্ট দিতে ইচ্ছে করে !
কিন্তু যখনই দেখি আমার কঠোরতা তোমার
অভ্যাসে কোনো দাগ ফেলেনা
তোমার ঠোটে আমার চুম্বন দাগে তুমি
জ্বিব ঘুরিয়ে শিহরিত হও
আমার আর অত্যাচারী হয়ে ওঠা হয়না !
তুমিতো প্রেমের সুষমা
আমার সামান্য অবহেলায় তোমার কি-ই বা
এসে যায় জানি,
আমার অত্যাচারী প্রেমিক হবার স্বপ্ন
বার বার তোমার নির্মল প্রেমের আগুনে পুড়ে যায়
(অত্যাচারী প্রেমিক/শামীম মোহাম্মদ মাসুদ)
২| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯
রুলীয়াশাইন বলেছেন: বাহ,ভালো তো, ভালো না?
৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সাংঘাতিক ইচ্ছা...!!!
কবিতার কথামালায় মুগ্ধতা রইল
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
জাহিদুল ইসলাম সুমন বলেছেন: সুন্দর লিখনী