নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

সেদিন

২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

তোমার ফিরিয়ে দেয়া প্রতিউত্তরের
সব'কটি শব্দ আমি বিশ্লেষণ করেছি
সেখানে আমি কোনো ভালোবাসার
অস্তিত্বের সন্ধান পাইনি !
তোমার দেয়া সব'কটি উপমায় আমি
ইনিয়ে বিনিয়ে ভালোবাসা খুজেছি,
না ! সেখানেও আমি ভালোবাসার অস্তিত্ব পাইনি

তোমার ফিরে যাবার শেষ ক'টি দৃশ্য
আমি নিবিড় পর্যবেক্ষণ করেছি
অপেক্ষায় ছিলাম, হয়তোবা ফিরে তাকাবে
অথবা দৃষ্টিসীমার দূরবর্তী আড়ালে যাবার
শেষ মুহুর্তে থমকে যাবে !

না ! এসবের কিছুই হয়নি
বরং হিমালয়ের মত বিশাল এক দাম্ভিকতায়
সেদিন তোমার রক্তলাল চক্ষুতে আমি
নির্মম অহংকার দেখেছি !
শকুনের মত ঝাপটে ধরার ডানা দেখেছি,
অমবস্যার ঘোর অন্ধকার দেখা আমার
চোখ সেদিন তোমার স্বার্থপরতার
বিজয়োল্লাস দেখতে ভুল করেনি !

তুমি চলে গিয়েছিলে, আমি তবুও অপেক্ষায় ছিলাম
বোধহীন শান্ত রজনীর মত
এক পৃথিবী আলোমাখা ভোরের অপেক্ষায় !

সেদিন / শামীম মোহাম্মদ মাসুদ

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

কানিজ রিনা বলেছেন: এমন দাম্ভিক লাল রক্তচক্ষু দেখাতে পারলে
আমার জীবনটা হয়ত অন্যরকম হতে পারত।
বেশী মায়াবিনী হয়ে যা ভুল করেছিলাম বলে
আমার সন্তানেরাও মাশুল গুনছে। স্বর্বনাস
ঘটে গেছে যখন বুঝতে পারি শেষে এসে
রক্তচক্ষুর ফলাফল সেভ হয়েছি যত নির্মম
অত্যাচার থেকে।
প্রতিটা কিশোরী যুবতী মেয়েদের উচিৎ দাম্ভিক
রক্তচক্ষু থাকা। কিছু মনে করেন না আপনার
কবিতা ভিষন ভাল লাগল তথাপি নিজের
অবক্ত বেদনা রাখলাম। যারতার প্রেমে পড়ে
মেয়েরা নিজের জীবনের স্বর্বনাশ না করে
এই কামনা। আন্তরিক অভিনন্দন।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: সবকিছুই নিয়ম মেনে হয়। আমাদের জীবনটা হয়তো এমনই, সময়ে যা হওয়ার কথা তা হয়না। অসময়ে এসে সময়ের প্রয়োজন টের পাই। যাই হোক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.