![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
সিইসি আজকে একটি ভুল ও অযৌক্তিক কথা বলেছেন। সংবিধানে পিআর পদ্ধতি নেই এজন্য এই পদ্ধতিতে নির্বাচন হতে পারে না এটা কোন গ্রহনযোগ্য যুক্তি না। এটা হচ্ছে খুবই হালকা ও সহজ খোঁড়া যুক্তি। আমি সিইসির এই বক্তব্যকে বলবো একটা কৌশল। যারা এই পদ্ধতিতে নির্বাচন চান এই বক্তব্য তাদের দাবীকে সহজে মেনে নেয়ার একটা চেষ্টা।
আমি ব্যক্তিগতভাবে পিআরের পক্ষে না। তবে সংবিধানে নেই এজন্য এই পদ্ধতি নেয়া যাবে না এটা একটা ভুল যুক্তি। সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই, অথচ সেই সরকার এদেশে গঠন হয়েছে। যে পদ্ধতিতে সিইসি সংবিধান অনুযায়ী নিয়োগ হওয়ার কথা সেই পদ্ধতির বাইরে গিয়ে তিনিও নিয়োগ পেয়েছেন। সকল উপদেষ্টা নিয়োগ পেয়েছেন এবং দেশও চলছে। কাজেই সংবিধানের দোহাই দিয়ে পিআর না মানা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে সেটারই প্রকাশ।
পিআর পদ্ধতি না মানার আরো অনেক বড় ও শক্ত যুক্তি আছে। বিএনপি এটা এখনো ভালোভাবে প্রকাশ করতে পারেনি। সামনে এই দাবী যখন আরো জোরালো হবে বিএনপি সেটা সামনে আনবে। তবে সব দল যদি ঐক্যমতে পৌঁছায় তাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে সংবিধান কোন বাধা হতে পারে না। যেভাবে বাকি সবকিছু হচ্ছে সেভাবেই এই পদ্ধতিতে নির্বাচন হতে পারে। যদিও বিএনপি এই পদ্ধতি মেনে নিবে না এবং আমার ধারণা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এই পদ্ধতি চায় না।
এনসিপিও এখনো পিআর নিয়ে জোরালো কথা বলছে না। তারা যে গণপরিষদের কথা বলছে সেটা পিআর পদ্ধতিতে হতে হবে তারা সেই দাবী এখনো করেনি। আপাতত জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যে আলোচনা চলছে সেটা গুরুত্বপূর্ণ আলাপ। এখন সবার নজর সেদিকেই।
রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ
২৩ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩১
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: সুন্দর বলেছেন ভাই। লেখাটা শুধু সিইসির বক্তব্য নিয়ে তো তাই বাকি আলাপ করতে চাইনি আর কি।
২| ২৩ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
কামাল১৮ বলেছেন: অনির্বাচিত সরকার না থাকাই ভালো।গত সরকার এমন একটা পদ্ধতি ঠিক করেছিলো যে দেশ এক দিনের জন্যও অনির্বাচিক লোক শাসন করবে না।দেশের অবস্থা এখন হজবরল।এই দেশ ঠিক হতে অনেক সময় লাগবে।
৩| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩৭
বিজন রয় বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: যাদের কোনো পপুলারিটি নেই তারাই পিআর চায় ।
৪| ২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:২৭
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন:
সংবিধানে পিআর পদ্ধতি নেই, সংবিধানের বাইরে যেতে পারি না।
সত্যিই হাস্যকর
৫| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৮
রাজীব নুর বলেছেন: অনেক রেস্টুরেন্টে লেখা থাকে- রাজনৈতিক আলাপ নিষেধ।
ব্লগেও এরকম লেখা থাকা দরকার।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৮
সৈয়দ কুতুব বলেছেন: যাদের কোনো পপুলারিটি নেই তারাই পিআর চায় । লোয়ার হাউসে পিআর নিয়ে কমিশন কোনো আলোচনাই করেনি । শুধু আপার হাউজে পিআর নিয়ে আলোচনা চলছে । এনসিপি আপার হাউসে পিআর চেয়েছে । লোয়ার হাউসে চায় নি। জামাত জরিপ করে দেখেছে তারা ৭/১৪/২১ টা আসনের বেশি পাবে না । চরমোনাই একটাও পাবে না । এরাই পিআর চায় । আপনার লেখায় পিআর নিয়ে আর কে কি বলেছে সেটা উঠে আসে নাই । পিআর এর আড়ালে দরকষাকষি চলছে । জামাত ৩০/৫০ সিট চায় সাথে ৪/৫ টা ministry । চরমোনাই ৩ টা সিট চায় । বিএনপি সবাই কে ছাড় দিবে । বদিউল আলম , মিডিয়া সচিব শফিকুর রহমান কি বলেছেন এগুলো এড করলে লেখাটা আরো ভালো হতো ।