![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবির এই বৈদ্যুতিক বাতিগুলো সাধারণ কোনো বাতি নয়। এগুলোর নাম LED spy light bulb/Night vision camera
বাল্বগুলোর বিশেষ বৈশিষ্ট হলো লাইটের পাশাপাশি এতে গোপন ক্যামেরা সেট করা রয়েছে। মেমোরী কার্ড সংযুক্ত এই বাল্বগুলো অপরাধকর্ম শনাক্ত করার উদ্দেশ্যে তৈরী করা হলেও
সম্প্রতি এই বিশেষ বাল্বগুলোর অপব্যবহার করে যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি।
শপিং মলের ট্রায়াল রুম, রেষ্টুরেন্টের ওয়াশরুম, হাসপাতালের বেড কিংবা ইউরিন টেস্টরুম ইত্যাদি স্থানে সেট করে রেখে নারীদের গোপন ভিডিও ধারন করা হচ্ছে।
সেসব ভিডিওচিত্র কেউ অনলাইনে ছড়িয়ে দিচ্ছে আবার কেউ ভিক্টিমদের ব্ল্যাকমেইল করছে।
বলা বাহুল্য গত ২৯ অক্টোবর ধানমন্ডির পপুলার হাসপাতালের টয়লেটে গোপন ক্যামেরায় এক নারীর ভিডিও ধারণ করার দায়ে হাসপাতাল কর্মীকে গ্রেফতার করেছিলো পুলিশ।
সমান থ্রেডের হোল্ডার হওয়ায় সাধারণ বৈদ্যুতিক বাল্বের যায়গায় অসাধু ব্যক্তিরা দেখতে হুবহু একইরকম এই বাল্বগুলো সাময়িকভাবে সেট করে রাখে। তাদের কাজশেষে সেগুলো আবার খুলে নিয়ে যায়। এক্ষেত্রে কতৃপক্ষের কিছুই করার থাকেনা।
কাজেই,
এসব স্থানে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। ছবিতে দেয়া বাল্বগুলোর পেছনের অংশে সাধারণ LED বাল্বের সাথে সামান্য ভিন্নতা রয়েছে। একটু মনযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন।
নিজে সতর্ক হউন, মানবিক দৃষ্টিকোণ থেকে অন্যদেরও সতর্ক করুন.
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯
অসমাপ্ত জহির রায়হান বলেছেন: Thanks for inform us at this situation .
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২
খোলা মনের কথা বলেছেন: মানুষের নীতি নৈতিকতা কত খারাপের দিকে যাচ্ছে সেটা এগুলো দেখলে বুঝা যায়।
আপনার পোষ্টটি তথ্যবহুল। ধন্যবাদ আপনাকে....
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২২
সুমন কর বলেছেন: সচেতন করে দেবার জন্য ধন্যবাদ।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
শামীম শাহ বলেছেন: আরও তথ্যের জন্য
http://www.somewhereinblog.net/blog/shamimshah/30175750
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৩
আহলান বলেছেন: নীতি নৈতিকতার অবক্ষয় হলে কি ভাবে ঠেকানো যায়?