নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

কবিতা : পথিক

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৩



আমি হয়তো তোমাকে অরণ্য ভেবে বসে আছি,
হয়তো ভেবে বসে আছি ফাগুনের মাতাল হাওয়া।
আমি হয়তো তোমাকে শরৎ বিকেল ভেবে বসে আছি,
হয়তো ভেবে বসে আছি শ্রাবণের অঝর ধারা।
আমি হয়তো তোমাকে কাশফুল ভেবে বসে আছি,
হয়তো ভেবে বসে আছি রাতের আকাশের তারা।
আমি হয়তো তোমাকে কবিতা ভেবে বসে আছি,
হয়তো ভেবে বসে আছি ভায়োলিন সুরধারা।
হয়তো বৃষ্টি ভেবে বসে আছি,
বসে আছি নদী ভেবে।
জলমগ্ন এক সাগর ভেবে,
আকাশ ভেবে,
পূর্ন চাঁদের জোৎস্না ভেবে,
জলের সৌরভ পদ্ম ভেবে,
আলো ভেবে;
আমি হয়তো সব ভেবে বসে আছি,
সুখ ভেবে,
স্বপ্ন ভেবে,
সুদীর্ঘ এক রাত্রি ভেবে,
কালান্তরের ধ্রুব ভেবে,
আমার ভেবে;
এতটা কাল একলা একা রয়ে গেছি।
তোমার হয়ে,
পুরোটা পথ পাড়ি দেয়ার পথিক হয়ে!

ছবি: নেট

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬

বাকপ্রবাস বলেছেন: :D
ভেবে ভেবে বসে থাকলে চলবে?
ওই দেখ দৌড়াচ্ছে সবাই
তবেই মন গলবে।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১:০২

অব্যক্ত কাব্য বলেছেন: পিছন পিছন দৌড়ে গেলে কতটা আর নাগাল পায়?
গলাতে গিয়েই গলে যাবে শরীর মন সবটায়

২| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ২:১০

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো কবিতা লিখেছেন ।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৯

অব্যক্ত কাব্য বলেছেন: অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২০

চাঙ্কু বলেছেন: এতো ভাবনে কিল্লাই? :-*

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩২

অব্যক্ত কাব্য বলেছেন: ক্ষিদে লাগার মত ভাবনারাও চলে আসে। তখন না ভাবলে কেমনে হবে?

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১৬

চাঙ্কু বলেছেন: ক্ষিদে লাগার মত ভাবনারাও চলে আসে

ভালো কইছেনতো!! এইরাম করে কখনও চিন্তাই নাইতো!! আফসুস

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪২

অব্যক্ত কাব্য বলেছেন: ভাবুন, আর ভাবনায় বাড়ান বিষাদ

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: কবিতা টা ভালো লাগেনি।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩

অব্যক্ত কাব্য বলেছেন: আপনার চিরতার রসের মত মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

বিজন রয় বলেছেন: অনেক ভেবে ভবে ভাল একটি কবিতা লিখলেন।

৪ বছরে মাত্র ২টি পোস্ট???

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৮

অব্যক্ত কাব্য বলেছেন: অনুপ্রাণিত হলাম! ভালো লাগা জানবেন।আগের লেখায় উত্তরটি দেয়া হয়েছে দাদা

৭| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৬

সায়ন্তন রফিক বলেছেন: ভালো লেগেছে।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৯

অব্যক্ত কাব্য বলেছেন: অনুপ্রাণিত হলাম। ভালো লাগা জানবেন

৮| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫১

বিজন রয় বলেছেন: হ্যাঁ, এখন থেকে নিয়মিত লিখুন।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৬

অব্যক্ত কাব্য বলেছেন: পাবেন নিয়মিত দাদা। আপ্লুত হয়ে গেলাম দাদা।

৯| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

বিজন রয় বলেছেন: যদি সময় হয় আমার ২/১টি কবিতা পড়ে কথা বললে ভাল লাগবে।

ধন্যবাদ ও শুভকামনা।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪২

অব্যক্ত কাব্য বলেছেন: কবি,
একটি দেখেছি, আর দেখার সাহস করিনি। ভীষন হিংসে হয়

১০| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫১

ফেনা বলেছেন: আমি কিন্তু অরণ্য।
কবিতায় মুগ্ধতা।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৮

অব্যক্ত কাব্য বলেছেন: অনুপ্রাণিত, মুগ্ধতা রয়ে যাক অনাদিকাল

১১| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

সাইন বোর্ড বলেছেন: বেশ অনুভবময় ।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৯

অব্যক্ত কাব্য বলেছেন: কবিতা অনুভব না হলে, কবিতাই হয় না(নিজস্ব মতামত)। আপনি হয়তো সেই অনুভবই টের পেলেন

১২| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! খুব ভালো লাগলো। কিন্তু ভাইজান আপনার ব্লগিং বয়স যেখানে চার বছর। হাত অত্যন্ত ভালো, সেখানে মাত্র তিনটি পোস্ট ! বোধহয় এখনও সেফ হননি। আমার মতে আপনাকে কমেন্ট ও পোস্ট একটু বাড়াতে হবে। ব্লগে প্লীজ একটু সময় দিন। সব সমস্যা মিটে যাবে। লাইক দিয়েছি।

শুভেচ্ছা নিয়েন।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

অব্যক্ত কাব্য বলেছেন: চৌধুরি সাহেব,নিরাপদ ব্লগারই আছি। অল্পকিছু লেখা ছিল, অনেক আগের। তাই ড্রাফটে রেখে দিয়েছি।নতুন শুরু চেয়েছি।আপনাদের অরুপ্রেরনায় কিছুটা হলেও ঠাই পাচ্ছি। সময় দিবো ইনশাআল্লাহ!
নিয়মিত পোস্ট পাবেন এখন থেকে। পরামর্শগুলো কাজে লাগানোর চেষ্টা করবো।
শুভেচ্ছা ও শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.