নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

অনুভবে বনলতা সেন ও কয়েকটি অসংজ্ঞায়িত প্রশ্নোত্তর

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০১



বৃষ্টিস্নাত অন্ধকারে বোধের অনুনাদে
পথিক জানতে চেয়েছে ,
অন্তরের অন্তঃস্থে "প্রেম" মানে কি?

অনাদিকাল অনাহুত খরা তাপে দ্বগ্ধ হতে হতে,
তিমিরের তন্দ্রায় বিরাম দিয়ে জেনেছি,
অভিসার স্বভাব বৈরাগী, প্রণয় প্রায়োগিক।

প্রলুব্ধ আচ্ছন্নতার ঘোর নিশিতে বুঁদ হয়ে
নির্জনতায় ডুবতে ডুবতে উপলব্ধি করেছি,
কামনা আরাধ্য, লজ্জা মানবিক।

প্রিয়ন্মীর অবিমৃষ্যয়ী উদাসীনতায়
গহীন গিরিখাদে টলতে টলতে জেনেছি
অভিমান অতন্দ্রীলা, অনুরাগ অন্তহীন।

প্রেমাসক্ত আত্মিক আনন্দ উর্মিমালায়
তলিয়ে যেতে যেতে অনুভব করেছি,
প্রণয়সঙ্গ ক্ষনিকের, আসক্তি অনাদিকাল।

প্রগাঢ় বন্ধনের কাল্পিক চিত্রে
বিভোর হতে হতে বুঝেছি
প্রেম মানে "বনলতা সেন" এর জীবনানন্দ হতে চাওয়া।

মূল কবিতা

উৎসর্গ: কবি বিজন রয়
ছবি: নেট

মন্তব্য ৪৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৬

স্রাঞ্জি সে বলেছেন:
ছবিটা দারুণ।

কবিতায়+++++

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন।কবিতায় প্লাস আনন্দ উৎপাদক

২| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯

বাকপ্রবাস বলেছেন: একি! সর্বনাশ
বাংলার ঘরে ঘরে আজ
বনলতার চাষ।

একটু মজা করলাম, কবিতা দারুণ হয়েছে। বিজনদা জিন্দাবাদ। অনাবিষ্কৃত বনলতাকে সবাই নতুন আঙ্গিকে আবিষ্কার করছে।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮

অব্যক্ত কাব্য বলেছেন: এই সর্বনাশ নয়, শুরু বলতে পারেন।
বিজনদা যে বোধের জন্ম দিয়েছে, তা অক্ষয়, অবিনশ্বর।
আপনি বলেছেন,
"কবিতা দারুন হয়েছে।"
ধন্যবাদ জানবেন

৩| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

বিজন রয় বলেছেন: প্রশান্তির শুভবার্তা আবারও পেলাম। এখন আমার কেবল বিভোর হওয়ার সময়!!

এই কবিতায় প্রথম মন্তব্যকারী হতে পারলাম না পাসওয়ার্ড ঠিক হয়নি এজন্য।

ফিরে আসাবো..............

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৩

অব্যক্ত কাব্য বলেছেন: কবি এই কবিতার সমস্ত অনুপ্রেরনা আপনি। যে বোধের জন্ম দিয়েছেন আপনি, যে বনলতার নতুন সৃষ্টি হয়েছে আপনার হাত ধরে।
তাতে যথার্থই বলেছেন, এখন আপনার বিভোর হওয়ার সময়

৪| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫

স্রাঞ্জি সে বলেছেন:

আপনিই তৃতীয় ব্যক্তি..... =p~

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

অব্যক্ত কাব্য বলেছেন: কবি বিজন রয় দাদার লেখার উপর এটি তৃতীয় লেখা।
তৃতীয় ব্যক্তির ব্যাপারটি বুঝি নাই, বুঝিয়ে বলুন

৫| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২০

বিজন রয় বলেছেন: প্রিয়তে থাক সব প্রিয়তা নিয়ে।

আপনাকে একটি অনুরোধ...... ব্লগে নিয়মিত থাকুন।

কথা বলবো এখানে..........

@স্রাঞ্জি সে আপনি বলেছেন: ......আপনিই তৃতীয় ব্যক্তি..... বুঝিয়ে বলুন।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ দাদা, আপনার লেখার উপর লিখতে সাহস হচ্ছিলো না । কিন্তু যেই বোধের জন্ম আপনি দিয়েছেন, তাতে না চেষ্টা করেও উপায় ছিল না।ভালো থাকবেন দাদা

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০০

অব্যক্ত কাব্য বলেছেন: বিজন রয় দাদা,
আপনারা থাকলে সবসময়ই ব্লগে থাকতে চাইবো।
পাশেই পাবো আশা করি।
যোগাযোগের সহজ মাধ্যম থাকলে ভালো লাগতো

৬| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৪

রাকু হাসান বলেছেন:

খুব ভাল একটি কবিতা পড়লাম । শেষ লাইনটি চমৎকার হয়েছে । ছবিটির কথা কি বলবো ! অসম্ভব রকমের সুন্দর । কে তুলেছে ,কোথায় জানতে ইচ্ছে করছে । বেশি বেশি কবিতা প্রত্যাশা করছি । বিজয় ভাইয়া শুভেচ্ছা ।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন। আপনাদের পাশে পেলে কবিতা অবধারিত।
ছবি: সংগৃহীত। ভূলে ছবির কৃতিত্ব দেয়া হয় নি। এখন আপডেট করে নেয়া হয়েছে

৭| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:

অনুভবের কবিতা পড়ে ভালো লাগলো “!


দুই কবির জন্য শুভ কামনা রইলো !!

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা জানবেন।

৮| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৩

শুভ্র বিকেল বলেছেন: মনমুগ্ধকর কবি, শুভ কামনা।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা জানবেন

৯| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

সেজুতি_শিপু বলেছেন: ভালো লাগলো

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২

অব্যক্ত কাব্য বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলেন, এই আমার বৃহৎ প্রাপ্তি। ভালো থাকবেন

১০| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: কবিতা কি সহজ সরল ভাবে লেখা যায় না।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১

অব্যক্ত কাব্য বলেছেন: একটু কঠিনই হয়ে গেলো, কবি বিজন রয় দাদার কবিতার ডিমান্ড। সহজ সরল হলে অপূর্নতা থেকেই যেতো

১১| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! জবর লিখেছেন ভায়া! প্লাস।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ সম্রাট ভায়া। প্লাসে্র জন্য ধন্যবাদ। শুভ কামনা

১২| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

জাহিদ অনিক বলেছেন:
আচ্ছা প্রেম তাহলে কবিদের দখলে সব!

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

অব্যক্ত কাব্য বলেছেন: কথাটি সত্যি হলে কবি হয়তো প্রেমিক হয়ে যেতো,
তাই সত্যি হয়নি!(ফান)
ধন্যবাদ

১৩| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! কথা ও কাব্যে সুন্দর নিবেদন ।

শুভকামনা জানবেন ।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন। সহব্লগাল হিসেবে পথ চলা শুভ হোক

১৪| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২২

অচেনা হৃদি বলেছেন: আপনার কবিতায় চমৎকার অনুভূতি আছে। আপনি তো ভালো লিখেন। আপনি অনেক সিনিয়র ব্লগার, কিন্তু এতো অনিয়মিত কেন? নিয়মিত থাকুন ভাইয়া।
:)

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

অব্যক্ত কাব্য বলেছেন: ভালো লিখেন এই মন্তব্য নিজের মধ্যে স্পৃহা তৈরি করে ভালো লেখার।
এমন সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। নিয়মিত হতে এসেছি। পাশে পাবো আশা রাখি।
ভালো থাকবেন

১৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। বনলতা নিয়ে বেশ চর্চা চলছে!

বিজন দা ভালই টপিক নিয়ে এলেন। স্বপ্ন কুহকের পোষ্ট দেখেছন কি?
বিজনদার বনলতা কাব্যেরই জবাবী কাব্য!

বনলতারা বুঝি কোনকালেই খোঁজেনি জীবনানন্দকে! বরং এড়িয়ে পেরিয়ে গেছে
অধরা হয়ে দু'দন্ডের স্বস্তি দিয়েছে বড়জোড়।
দু'দন্ডেই অমরত্ব পেয়েছে- কবি আর কাব্যের কারণে!
তবুও আজো তারা বুঝলো কই? সবাই উর্বশী, অজন্তা ইলোরা হতে আগ্রহী!
শুধু তৃষিত কবি হৃদয় খুঁজে মরে তারে - - - :)

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৭

অব্যক্ত কাব্য বলেছেন: বিজনদা সত্যিই ভালো একটি টপিক নিয়ে এলো। স্বপ্ন কুহকের লেখাটি আমি পড়েছি। বিজনদার লেখার মতই অসাধারন হয়েছে।

আপনি বলেছেন, " বনলতারা বুঝি কোনকালেই খোঁজেনি জীবনানন্দকে! বরং এড়িয়ে পেরিয়ে গেছে
অধরা হয়ে দু'দন্ডের স্বস্তি দিয়েছে বড়জোড়।
দু'দন্ডেই অমরত্ব পেয়েছে- কবি আর কাব্যের কারণে! "
দারুন বলেছেন।
বনলতারা বুঝুক, এই একবিংশ শতাব্দীতেও কারো বনলতা হয়ে থাকা মোটেই সহজ ব্যাপার নয়, ক্ষুদ্র কিছু নয়। এর মূর্ল্যায়ন করতে শিখুক

১৬| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১২

স্বপ্ন কুহক বলেছেন: পড়লাম । বেশ লিখেছেন ।
পরে আরও কথা হবে

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২৮

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন কবি।
বনলতার জীবনানন্দ হতে চেয়ে আসক্তির গভীর যে ঘোর চারপাশ ঘিরে রেখেছে, তাহা অনাদিকাল অন্তহীন। এই বোধের জন্ম হয়েছে তাহাও হয়তো বনলতার মতই কালান্তরের। ভালো থাকবেন কবি

১৭| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১৬

সৈয়দ ইসলাম বলেছেন: সুন্দর সকালে সুন্দর কবিতা পড়ে ভালই লাগলো।

বিপোল প্লাস ও শুভকামনা
+++++

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩১

অব্যক্ত কাব্য বলেছেন: সুন্দর সকালে এমন সুন্দর মন্তব্যও সুন্দর দিনের জন্য শুভ বার্তা।
প্লাসের জন্য ধন্যবাদ।
শুভকামনা

১৮| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একটু কঠিনই হয়ে গেলো, কবি বিজন রয় দাদার কবিতার ডিমান্ড। সহজ সরল হলে অপূর্নতা থেকেই যেতো

মন্দ বলেন নি।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৭

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন

১৯| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ লিখেছেন।
দুই কবিকে শুভেচ্ছা।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৫

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন।
শুভ কামনা

২০| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:


আপনি প্রেমকে দারুণ সুন্দর করে বর্ণনা করেছেন! কবিতাটি খুব ভাল লেগেছে! প্রিয়তে নিলুম!

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ কবি, অনুপ্রাণিত হলাম।
নিরন্তর ভালোবাসা

২১| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

এখানে কিন্তু আমার আরো কথা বলার আছে!!

০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

অব্যক্ত কাব্য বলেছেন: চলছে ভীষন ব্যস্ততাময়!
সমকালের বৈতরনীতে চলমান সময়।



কবি আপনার জন্য এখানে সবসময় ওপেন স্পেস!
বললে কৃতার্থ হবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.