নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

পুরুষ

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩






আমি,
হয়তো কারো চোখে জোনাকপোকা হতে চেয়েছি।
হয়তো হতে চেয়েছি সন্ধ্যাতারা।

আমি হয়তো হতে চেয়েছি সোনালী রোদ্দুর
হয়তো কারো বুকের ভায়োলিন সুর।

আমি হয়তো প্রেম হতে চেয়েছি,
প্রেমিক হতে চেয়েছি,
কারো চোখের জল হতে চেয়েছি,
সুগভীর এক স্বপ্ন হতে চেয়েছি,

কিন্তু দেখো,
আমি হয়ে আছি পুরুষ,
কঠিন পাথর।

যার জল চাইতে নেই,
প্রেম চাইতে নেই,
প্রেমিক হতে নেই।

তাই হয়তো পুরুষ মানেই অনুর্বর খরা।
প্রেমহীন প্রান্তরের রক্তভোগী যোদ্ধা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: কবির মনে এত দ্রোহ কেন? যাইহোক, কবিতা ভালো লেগেছে।

শুভকামনা প্রিয় কাব্যভাইকে।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

অব্যক্ত কাব্য বলেছেন: প্রেম স্বভাব বৈরাগী, তমিস্যার অন্ধকারের মত চারদিকে নির্জনতা।
অনন্তকালের নিশুতি ভর করে কবির গায়ে। প্রতিটি কবিই প্রেমিক, তাই হয়তো দ্রোহ থাকে, প্রেম থাকে, আনন্দ ফল্গুধারা থাকে।


ধন্যবাদ চৌধুরী সাহেব।
শুভকামনা

২| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষের ২ লাইন তো বুকের ভেতর গেঁথে গেলো।

শেষের তিন স্তবক কবিতাটাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই তিন স্তবক অনেক সাবলীল।

কিন্তু, কবিতার সুর আমার কাছে প্রেমবঞ্চিত পুরুষের চাপা ক্ষোভ হিসাবে প্রতিভাত হলো। আপনি অন্যকিছু বোঝাতে চেয়েছেন কিনা তা ক্লিয়ার না, কারণ, লাস্ট লাইনে 'প্রেমহীন' কথাটা এ দ্বিধার জন্ম দিয়েছে। এই শব্দটা না থাকলে হয়তো পুরুষ চরিত্রের কাঠিন্যটাকেই ধরে নিতাম।

আপনার লেখা আগে পড়েছি কিনা মনে পড়ছে না। তবে, আপনার হাত ভালো তা এই একটা লেখা থেকেই বুঝলাম।

অনেক অনেক শুভ কামনা থাকলো।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

অব্যক্ত কাব্য বলেছেন: প্রেমহীন প্রান্তর বলতে যুদ্ধ ক্ষেত্র ধরে নিলে পুরুষের কাঠিন্যতাই পাবেন।
প্রেম মানেই যদি অতলস্পর্শী প্রগাঢ় বন্ধন হয়, তবে বঞ্চনা অবশ্যম্ভাবী।
সম্ভবত আগের লেখাগুলো পড়া হয়নি কারণ স্বল্প সংখ্যক পোস্ট করা হয়েছে।
তবে আমার আগের লেখা কবিতা " অনুভবে বনলতা সেন ও কয়েকটি অসংজ্ঞায়িত প্রশ্নোত্তর "
পড়ে নিতে পারেন।
এমন ব্যবচ্ছেদ আরো প্রত্যাশা করি।
শুভ কামনা জানবেন

৩| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কারো চোখে প্রেমিক পুরুষ রহিম মিয়া লাভ নেই এমনিতেই ভালো আছেন মিয়া ভাই।। ;)

কবিতা পড়ে অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম।

শুভকামনা রইল।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫১

অব্যক্ত কাব্য বলেছেন: হয়তো আপনার অভিমতই সঠিক,কিন্তু প্রেম যে প্রলয়ংকারী, সৌরভ ছড়ানো শরৎ বিকেল এলোমেলো করে দেয়ার প্রয়াস
আসবেই।
তা এড়ানো অসম্ভব।
চাইলেই পারবেন না।

নিরন্তর ভালোবাসা জানবেন।
শুভ কামনা

৪| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

শাহারিয়ার ইমন বলেছেন: পুরুষের কষ্টগুলো কাউকে বলা যায়না :-<

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৬

অব্যক্ত কাব্য বলেছেন: পুরুষ মানেই পাথর, যার বলতে নেই।
যাকে হতে হবে সব ক্ষেত্রে সহিষ্ণু।

৫| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৫৪

বাকপ্রবাস বলেছেন: হুম, পুরুষ মানে কাটখোট্টা, সর্বোচ্চ সে বাসতে পারে তবে তাকে বাসেনা কেউ, ভাল লাগল কবিতা

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৫

অব্যক্ত কাব্য বলেছেন: ভালোবাসা নারীশোভন,
পুরুষ তার একটি চরিত্র।

ধন্যবাদ জানবেন
শুভ কামনা

৬| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন।

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ দাদা, আপনার প্রশংসা প্রাপ্তি নতুন কিছু ভাবতে শেখায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.