নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

প্রেম এবং পুরুষ

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৯



আমারে দিবে না হারাতে,
ঘোর নিশুতির গহীন অবগাহনে,
মৃত্তিকা আর আকাশের মধ্যসীমায়।

আমারে দিবে না বিলীন হতে
পৌষের শিশিরের মত,
মেঘে ঢাকা কুয়াশার মত
এক নিমিষে।

আমারে দিবে না হারাতে
অমাবস্যার চাঁদের মত,
নিভে যাওয়া প্রদীপের মত,
ফুরিয়ে যাওয়া রাতের মত,
একটি ছোট বুদবুদের মত,
হারিয়ে যাওয়া প্রজাপতির মত,
প্রাণের শেষ স্পন্দনের মত
আমারে দিবে না হারাতে।

জীবনের সব লেনদেন ফুরিয়ে গেলে,
সব হিসেব মিটে গেলে,
কেবল শূন্যর বৃত্ত বাকি থাকে।

আর,
গহীন শূন্যতার বৃত্তে হারিয়ে গেলেই ফিরে না আর কেউ,
কোন মানুষ!
আমিতো কেবল নিতান্ত এক প্রেমিক পুরুষ।
আমারে দিবে না হারাতে!


ছবি: নেট

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:

জীবনের সব লেনদেন ফুরিয়ে গেল
সব হিসেব মিটে গেল
কেবল শূন্যের বৃত্তে বাকি থাকে।


কবিতাটি পড়ে খানিকটা জীবনানন্দ দাশের কবিতার স্বাদ পেলাম।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২

অব্যক্ত কাব্য বলেছেন: এ জীবনের নিত্য চারিত আচার। এখানে সব শূন্যর মিছিলেে দাবমান। জীবনানন্দ দাশও এই বোধের কথায় উচ্চারন করেছে কবিতায়।
ধন্যবাদ জানবেন কবি

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা, ভালো লাগলো কথামালা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা ও শুভকামনা নিরন্তর

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১০

চাঙ্কু বলেছেন: সুন্দর কবিতা!

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১০

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন। নিরন্তর ভালোবাসা ও শুভকামনা

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ ভালো লাগলো কবিতা পাঠ করে।



শুভকামনা প্রিয়কাব্যভাইকে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২২

অব্যক্ত কাব্য বলেছেন: ভালো লাগা জানিয়ে গিয়ে ভালোবাসা বাড়িয়ে দিলেন।

শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:

হারিয়ে যাক সবকিছু
মনের অজস্রতা বাক
জীবনের সব হিসেব
শূণ্যে ডুবে থাক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

অব্যক্ত কাব্য বলেছেন: একবার ডুবে গেলেই গহীন ক্ষয়


ভালো থাকবেন

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ, সারল্যে আপনার আকর্ষন আমায় মুগ্ধ করে।
শুভ কামমনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.