নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য আঙ্গুল

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২



তোমরা যারা এই শহরে গড়েছো আবাস,
ছড়িয়ে দিয়েছ অনুরনন!
এই বিস্তীর্ণ জলরাশির সম্মুখপানে দাড়িয়ে
সাজিয়ে নিয়েছো সুদীর্ঘ স্বপ্নের বুনন।
কোলাহল মাড়িয়ে রাতের গহীনে চন্দ্রবিলাসে মত্ত হও অবলীলায়।
কাঠ পাথর আর কংক্রীটের ব্যবচ্ছেদে ঢাকা পড়ে তোমাদের প্রণয়।

আমি,
সেই শহরের অচেনা আগন্তুক।
টলমল জলরাশির ঐন্দ্রজালে প্রলুব্ধ যুবক।
এইখানকার বালুকায়, কংক্রীটে জড়িয়ে থাকা তোমাদের হাসি,
তোমাদের মিশে যাওয়া অশ্রুজল,
অজস্র কথামালায় জিইয়ে থাকা বন্ধন,
পরম নির্লিপ্ততায় আপনভেবে অন্তরে পুষি।

তোমাদের স্পর্শে সতেজ এই কংক্রিট প্রাচীর,
সদা হাসিতে প্রানবন্ত কাঠবাদামের নুড়ে পড়া ঢাল,
তোমাদের বিস্ময়ে সন্ধ্যাতারা উজ্জল থেকে উজ্জলতর।

আমিও মাঝে মাঝে তাই তপ্ত দুপুরে জিরিয়ে নিই,
স্নিগ্ধ সন্ধ্যায় শরতী হাওয়ায়
প্রাচীরের দেহগলে রাখা অদৃশ্য হাতের উপর রাখি হাত,
আঙ্গুলের ফাঁক গলে অদৃশ্য আঙ্গুল।

অতপর হেটে চলি বিস্তীর্ন পথ একা
পাশে হাতের উপর অদৃশ্য হাত
আঙ্গুলের ফাঁকগলে অদৃশ্য আঙ্গুল।



ছবি কৃতিত্ব : নেট

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:


স্বাগতম এই শহরে, পার্লামেন্টের পাশে, চন্দ্র-উদ্যানে হবে আপনার সমবর্ধনা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই।
এই ঢাকা শহরের আমি পুরোনো বাসিন্দা। আপনার সমবর্ধনায় আমি কৃতার্থ বোধ করছি।
কবিতার প্রেক্ষাপট ভিন্ন।
কুমিল্লা ধর্মসাগর পাড় নিয়ে লেখা। আমার নতুন কর্মস্থল যে ঐ দিকে

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

টুটুল বলেছেন: ওয়াও! অসাধারণ, অসাধারণ!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

অব্যক্ত কাব্য বলেছেন: কবিতা পাঠে প্রীত হলাম। ধন্যবাদ ও অফুরন্ত শুভ কামনা জানবেন

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩

বলেছেন: বেশ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন। শুভ কামনা

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

সনেট কবি বলেছেন: ভাল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ কবি, কবিতা পাঠে প্রীত হলাম। শুভ কামনা

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার কবিতা সম্ভবত প্রথম পড়লাম। দারুণ লিখেন আপনি।

শুভকামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২

অব্যক্ত কাব্য বলেছেন: কবিতা পাঠে প্রীত হলাম। মন্তব্যে অনুপ্রাণিত, উদ্বেলিত, আপ্লুত হৃদয় মম।

শুভ কামনা জানবেন

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ নুর ভাই। ভালোবাসা অফুরান

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি মনে হয় ব্লগে নিয়মিত নন।

কাব্য সুন্দর হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন, নিয়মিত থাকার চেষ্টা করছিককিন্তু হয়ে ওঠে না

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধর্মসাগরপাড় এখন কেবইল স্মৃতি। কত দিন যাওয়া হয়না।

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

অব্যক্ত কাব্য বলেছেন: ও, যাচ্ছেন না কেন? স্মৃতিময় স্থান গুলো মাঝে ঘুরে আসতে পারেন। ভালো ফিল করবেন

৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

খায়রুল আহসান বলেছেন: অদৃশ্য হাতের উপরে নিজের হাত রেখে, নিজের আঙুলে অদৃশ্য আঙুল ধরে বিস্তীর্ণ পথ চলার ছবিটা যেন কবিতা পড়ে দৃশ্যমান হয়ে উঠলো!
কবিতায় প্রথম ভাল লাগা + + রেখে গেলাম।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৭

অব্যক্ত কাব্য বলেছেন: এই পাওয়াটুকু পরম তৃপ্তির! দৃশ্যপট চোখের সম্মুখে ভেসে উঠলেই হয়ত হৃদয় মন শান্ত হয়।
ভালো থাকুন



+ + এর জন্য ধন্যবাদ।
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.