নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
কেউ খোজে দেখেনি এই শহরের আদিম পত্র পল্লব,কিশলয়।
অনন্ত যাত্রায় কতটা ক্ষত ছিল বুকে!
চশমার অন্তরালে ঢাকা পড়েছিল গহীনতর ক্ষয়!
মোহ ভঙ্গ প্রণয়ের মত,
সব থেকেও ছিল না কিছু
কোন অজুহাত তাই আটকাতে পারেনি।
কোন কালে,
ধ্রুবতারা হয়ে,
জোজ্জুল্যমান কোন তারকা যদি আলোক ছড়ায় হৃদয়পটে!
তবে জেনে নিও,
এ সত্যাসত্য প্রণয় ছিল!
কালের বিবর্তনে,
কতটা খসে গেছে পালক,
কত বর্ণহীন
কত অনুজ্জ্বল রশ্মির ছটায়!
প্রণয় বদলে গিয়ে,
রয়েছে কেবল মোহভঙ্গ প্রণয়!
২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
অব্যক্ত কাব্য বলেছেন: কবি,
কিছু কিছু গল্প অব্যক্তই থাক!
চাঁদনী রাতে যেমনটা থাকা যায়, তেমনই আছি!
ভালো থাকুন কবি!
কথা হবে
২| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ রাজীব দা,
ভালো থাকুন
৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮
মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।
২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন।
ভালো থাকুন
৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫
আরোহী আশা বলেছেন: সুন্দর কবিতা ভালো লেগেছে।
২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন।
ভালো লাগা শব্দটি অনুপ্রেরনা জাগায়
৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৫
হাবিব বলেছেন: ভালো লিখেছেন। কবিতায় ++
২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
অব্যক্ত কাব্য বলেছেন: প্লাসের জন্য অপরিমেয় ধন্যবাদ।
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
বিজন রয় বলেছেন: এত অল্প সময়ে কবি কি করে সিদ্ধান্তে পৌছালেন যে ওটা প্রণয় ছিল না, ছিল মোহ! যা ভেঙে গেল!!
না কবি না , এত শীঘ্রই না। ধৈর্য ধরতে হবে যে!!
কেমন আছেন?
কথা হবে.............