নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
কতটা খুলে দিলে হৃদয় দুয়ার?
কত উন্মুক্ত হলে?
কত সময় পাড়ি দিলে?
কত গহীনে ডুবে গেলে?
তারে কাছে আসা কয়?
কত পুড়ে গেলে?
কত নীরবতা ছুয়ে গেলে?
কত সুর বেজে গেলে?
কত আঁধারের ডুবে গেলে?
বুক অবধি গহীন ক্ষয়?
দূরত্বই তোমার প্রিয়,
আমার বেহিসেবি পিছুটান।
হারিয়ে গেলেই খুজে ফিরি,
কে আমি,
কিসে এত ব্যাকুল আপ্রাণ?
ছবি: নেট
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
অব্যক্ত কাব্য বলেছেন: তাই হয়ত!
অন্ধকারে ডুবে আছি, অন্ধকারে ডুবে থাকি!
ধন্যবাদ জানবেন
২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: ব্যাকুল প্রান?
এই গানটি শুনুন। মন শান্ত হবে।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯
অব্যক্ত কাব্য বলেছেন: হুমম!
শুনলাম!
ভালো লাগলো।
ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯
কানিজ রিনা বলেছেন: আধাঁরে ডুবে গেলে নিরবতা ছেয়ে যায়।
সুন্দর কবিতা ধন্যবাদ।