নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
তাপে খরায় পুড়ে যায় সমস্ত অস্থি শিরা উপশিরা।
মগজ পোড়া গন্ধ ছড়িয়ে যায় নগরীর প্রতিটি কোণে কোণে!
ধ্রুব,
তোমার হাতেও কি ওসব ছাই চিরকুট হয়ে পৌছে?
বিরাম দিয়ে দিয়ে এঁকে যায় মগজ পোড়া ব্যর্থতা?
ধমনী জুড়ে বিষাক্ত লোভান,
দরজার চৌকাঠ ঠুকে যাওয়া পরিযায়ীর মত,
ঠুকে ঠুকে যায় অলিন্দ নিলয়ের মধ্যিখান!
বিভোর প্রণয়ক্ষন জুড়ে
কখনো কি ক্যানভাসে এঁকে ছিলে নীলাভ আকাশ?
তাপ খরার এই প্রহরের প্রচ্ছদ জুড়ে নয়ত কেন লেপ্টে আছে নীল একরাশ?
আদি অন্তের শূন্যস্থান ভরে উঠেছে যত কলরবে!
যত মিথ্যের বেসাতি ছুয়ে গেছে আঙ্গুল,
অন্তহীন তাপ খরায় দগ্ধ পথিক,
ছুড়ে দিয়েছে প্রশ্নবান
বিভোর প্রণয়ক্ষন তবে কেবলই কি ভুল?
ছবি কৃতিত্ব : নেট
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
অব্যক্ত কাব্য বলেছেন: খুব কঠিন বুঝি?
অতটা কাঠিন্য চাই নি!
হয়ে গেছে হয়ত!
ধন্যবাদ জানবেন, শুভেচ্ছা নিরন্তর
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০
বিজন রয় বলেছেন: এই মুহূর্তে এত ব্যস্ত যে কথা বলার সময় নেই। তবও এখানে ঢুঁ মেরে গেলাম।
ছবিটি সুন্দর।
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
অব্যক্ত কাব্য বলেছেন: কবি ব্যস্ততার মধ্যেও সময় দেয়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা জানবেন।
পরে এলে কথা হবে কবি!
ভালো থাকুন
৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: ঠিক স্পষ্ট বুঝতে পারছিনা । ' ছায়া আলোক ' ছায়ায় থেকে গেল ।
কিন্তু যেটা পেরেছি সেটাই ভালো লাগলো ।
শুভ কামনা প্রিয় কবি কে ।
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
অব্যক্ত কাব্য বলেছেন: যতটুকুতে ভালো লাগা ততটুকু সত্য হয়ে থাকুক।
ভালো লাগা জানিয়ে যাবার জন্য ধন্যবাদ।
ভালোবাসা অফুরান
৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩
অমক বিন তমক বলেছেন: অসাধারণ লিখেন আপনি। মুগ্ধতা রেখে গেলাম।
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
অব্যক্ত কাব্য বলেছেন: মুগ্ধতা রয়ে যাক সব প্রিয়দের ভীড়ে!
ভালোবাসা জানবেন অফুরান
৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
আখেনাটেন বলেছেন: কবিতা জুড়ে একটি হাহাকার ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে।
চমৎকার লিখেছেন। গদ্য জাতীয়ও কিছু লিখুন।
টাইপো:
কোণে কোণে < কোনে কোনে
ভুল < ভূল।
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
অব্যক্ত কাব্য বলেছেন: সুচিন্তিত মতামতের জন্য অফুরান ধন্যবাদ।
প্রশংসায় প্রীত হলাম।
গদ্য লেখার মত অত সময় হয়ে উঠে না।
তবুও পরামর্শ হিসেবে নিলাম।
টাইপো সংশোধন করে নেয়া হলো
৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
অব্যক্ত কাব্য বলেছেন: প্রীত হলাম কবি!
অপরিমেয় ভালোলাগা ও ভালোবাসা জানবেন
৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ দাদা
ভালোবাসা অফুরান
৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
রাজীব নুর বলেছেন: আমি যদি কবিতা লিখতে পারতাম!
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
অব্যক্ত কাব্য বলেছেন: এমন হাহাকার কেন রাজীব দা।
আপনি যা করছেন তাইতো হিট হচ্ছে।
ও দিকটাই চালিয়ে যান।
ভালো থাকুন, ভালো রাখুন
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
লীনা জািম্বল বলেছেন: এত কঠিন কেন কবিতা টি--- সুন্দর