নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

ভুল

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১২




আমার হয়ত কেউ ছিলো না,
দূঃখ ভোলার পানকৌড়িও না!
কবিতা লেখার বিশদ যে চারুখাতা,
তা ও না!
যে একজন প্রতিনিয়ত হৃদয় জুড়ে ফেলে গেছে কোমল চরন!
হয়তোবা,
অন্য গ্রহের আকাশ জুড়ে তার বিচরন!

আমি যার স্বপ্ন পুরুষ হতে চেয়েছি,
হতে চেয়েছি দিবা রাত্রির সঙ্গম পুরুষ!
কেউ হয়ত অনেক আগেই,
খুব নীরবে,
সেই তল্লাটে হয়ে আছে প্রবাদ পুরুষ।


আমি হয়ত খুব নীরবে,
সন্তপনে,
একলা একা ভেসেই গেছি ভালো।
আমি হয়তো গহীনতর অন্ধকারে,
ভুল করে হোক কিংবা
সঠিক!
ভেবেই নিয়েছি তিমির রাতের আলো।


আমার হয়ত ভুল হয়েছে!
অনেক কথায় খুন হয়েছে!
অনেক ভাবে,
খুব করে,
সব অপরাধ দায় নিয়ে,
নত হয়েছি বুক খুলে।

আমি হয়ত ভূল করেছি,
আমি হয়ত ভুল করি।
একটুখানি অবসরে মানসপটে ফিরে এলেই,
চোখের নদীর বাধ খুলে দেই!
জলেরা সব আপন মনে,
পরাজয়ের বান হয়ে,
চিবুক হয়ে হাতের কনুই,
গড়িয়ে পড়ে পায়ের তালুয়!
সকাল দুপুর রাত্রি বিকেল না মেনে,
শুকনো মাটির বুক সর্বদা যায় ভিজিয়ে!


আমার হয়ত কেউ ছিলো না!
আকাশ ভরা নীল ছিলো না!
নদীর বুকে ঢেউ ছিলো না!
কেউ ছিলো না!
আমার হয়ত কেউ ছিলো না।


আমি হয়ত স্বপ্ন দেখি!
আলোক ভেবে চোখে মাখি!
আমার ভেবেই জুড়াই আখি!
দূঃখ নদী পাড়ি দেয়ার নাও ভাবি!
বাকিটা জীবন কাটিয়ে দেয়ার
হেসে খেলে বাকি জীবনের সঙ্গী ভাবি!
আমি হয়ত ভুল করি।
অনেক বেশী ভুল করি!


ছবি: সংগৃহীত

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, ভুলের খেসারত কিন্তু অব্যক্ত কাব্য নয়, ব্যক্ত কাব্যই হলো। বেশ ভালো লাগলো ।

শুভকামনা ও ভালবাসা রইল।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন চৌধুরী সাহেব

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩২

বিজন রয় বলেছেন: ভুল???

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

অব্যক্ত কাব্য বলেছেন: ভুল কবি! সত্যাসত্য ভুল

৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ !
কাব্য কথায় চমৎকার উপস্থাপন ; হোক না সে ভুল ।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

অব্যক্ত কাব্য বলেছেন: প্রীত হলাম।
ধন্যবাদ জানবেন
শুভ কামনা

৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

অব্যক্ত কাব্য বলেছেন: প্রীত হলাম। ভালো লাগা জানবেন।
অনেক অনেক শুভ কামনা

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

খায়রুল আহসান বলেছেন: এমন ভুল তো বোধহয় আমরা সবাই করি!

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

অব্যক্ত কাব্য বলেছেন: হ্যা, তারপর সুখের সমান অসুখ বসবাস করি সবার অজান্তে!

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথা। ধন্যবাদ

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৪

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ প্রিয়।
শুভ কামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.