নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমাকে লেখা শেষ চিঠি

২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪১



প্রিয়তমা,
তোমায় এতটাই ভালোবাসি,
রোজ তোমার হতে চাই!
অথচ যেদিকে তাকাই,
যেদিকেই ফিরি,
সেখানেই আকাল,
শুধু তুমি নাই নাই!
তাই আজকাল বখতিয়ারের মত খুব বিদ্রোহী হয়ে উঠি,
দূরন্ত ঘোড়াসওয়ারের মত দীর্ঘ পথ চূরমার করে আমি বিপ্লবী হয়ে উঠি।
আমি ঝড় তুলি,
মরুর যাযাবরদের মত এপোড় ওপোড় করি ধরিত্রী।
অথচ রোজ তোমার হতে চাইলেই তুমি সরে যাও দূরে!
অথচ রোজ আলিঙ্গন করি তোমায় শয়নে স্বপনে ঘোরে!

নয়নতারা,
তোমায় ভালোবেসে হয়ে গেছি জ্বলন্ত কাঠ,
দগ্ধ হতে হতে কৃষ্ণকায় কয়লা!
অথচ তোমাকে ছুতে চাইলেই হয়ে যাই পর।
তবু আমি ভালোবেসে যাই,
তবু তুমি ভেঙ্গে দাও স্বপ্ব ঘর।

প্রিয়তমা,
তুমি চাইলেই ট্রিগার চেপে এপোড় ওপোড় করে দিতে পারো আমার মস্তক।
আমি একবারও নিষেধ করবো না।
তুমি চাইলেই ধাক্কা দিয়ে ফেলে দিতে পারো চলন্ত ট্রেনের নিচে,
একবারও বাঁচাও বলে আওয়াজ তুলবো না।
কিংবা পুষ করতে পারো পটাশিয়াম সায়ানাইড শিরায়, ধমনীতে।
নতুবা আগুনে জ্বলসে দিতে পারো শরীর,
কেটে নিতে পারো মস্তক,শরীরের মাংশল পেশী।
তুলে নিতে পারো চোখ,
ছিন্ন ভিন্ন করে দিতে পারো প্রতিটি অঙ্গ, প্রতঙ্গ অস্থি।
কিংবা স্তব্ধ করে দিতে পারো কন্ঠস্বর।
কেড়ে নিতে পারো বেঁচে থাকার অধিকার।

অপ্সরী,
নয়তো এমন কোন মন্ত্রের সন্ধান দাও যাকে আকড়ে ধরে ভূলে যাবো অতীত, সংসার, সঙ্গম।
যার কন্ঠস্বরে ভূলে যাবো তোমায়,
সমস্ত স্মৃতি।
যেমনটি তোমাকে দেখার পর, তোমাকে শোনার পর ভূলে গিয়েছি প্রথম প্রেম।
এখন দেখলেই লাথি দিয়ে ছুড়ে ফেলতে পারি নরকের অগ্নি কুন্ডে!
নগ্ন হয়ে সামনাসামনি এসে দাড়ালেও গায়ে থুথু ছিটিয়ে বলতে পারবো ঘৃণা করি।

তুমি এমন কোন মন্ত্রের সন্ধান দাও,
যাতে কখনো মুখোমুখী এসে দাড়ালেও
তোমায় বলতে পারি ভালোবাসি না,
স্রেফ ঘৃণা করি।

প্রিয়তমা,
নয়তো ভালোবাসো এমন করে,
যেমন করে ভালো বাসলে দুটো হৃদয় এক হয়ে যায়।
দুটো জীবন এক কথা কয়।
সব বেদনা দূঃখ ভূলে,
জীবন মরন এক হয়ে রয়।

ধ্রুব,
এর যেকোনোটিই তুমি বেছে নিতে পারো!
নতূবা বেছে নিতে পারো আরো নিষ্ঠুর কোন পন্থা।
কিংবা একসাথে ব্যবহার করতে পারো ভূলে যাওয়ার সবকটি অস্ত্র।
করতে পারো তুমি যা ইচ্ছে চাও!
তবু বলছি,
দূরত্ব কিংবা ঘৃণা নয়!
ভালোবাসো নয়তো মৃত্যু দাও।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

২১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৮

অব্যক্ত কাব্য বলেছেন: শুভ কামনা জানবেন।
ভালো থাকবেন

২| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: আবেগময়ী গদ্য কবিতা সুন্দর হয়েছে।
তবে বেশ কিছু জায়গায় টাইপো আছে।
পোস্টে লাইক।
শুভকামনা জানবেন।

২১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫১

অব্যক্ত কাব্য বলেছেন: সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.