নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
শুভ্র শরৎ বিকেলও হারিয়ে যায় সন্ধ্যা নামলে!
সময় হারিয়ে যায় সেকেন্ডের কাটা ধরে!
বদলে যায় সভ্যতা,
খসে পড়ে ধ্রুবতারা!
রূপান্তরিত হয় ভাষাশৈলী,
নব উদ্যমে জেগে উঠে তরুলতা।
অথচ,
মানুষগুলো বড্ড বিন্দু কেন্দ্রিক,
যাপিত হয় বৃত্তের সীমারেখায়।
আকাশই কেবল অসীম,
পূর্ন করে বর্ণিল রংছটায়।
মানুষ বলেই শূন্য পূর্নের এমন কোলাহল,
মানুষই লালিত হয় হীনমন্যতায়।
হে অন্তর্যামী,
আমায় শুভ্রতা দাও,
নয়তো পূর্ন করো আকাশের মত উজ্জ্বলতায়।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৯
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ, শুভ কামনা ও ভালোবাসা জানবেন
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৬
আহমেদ জী এস বলেছেন: অব্যক্ত কাব্য,
বদলে যায় সভ্যতা যেমন বদলায় ঋতু। নব নব ঢংয়ে বদলার তার রূপ। শরতের স্নিগ্ধতাও একসময় গ্রীষ্ণের তাপদাহে বদলে যায়।
কিন্তু কোথায় একমুঠো উজ্জল আকাশ........................
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
অব্যক্ত কাব্য বলেছেন: সেই উজ্জ্বলতম আকাশ ছড়িয়ে দিক অনুরনন প্রানে প্রানে। কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভ কামনা
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। আপনার প্রার্থনা কবুল হোক। শুভকামনা রইলো!
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা জানবেন।
ভালো থাকবেন সবসময়
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২০
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা জানবেন
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯
শাহিন-৯৯ বলেছেন:
চমৎকার আহবান,
আকাশের মত উজ্জলতায় পূর্ণ হোক আপনার ইচ্ছে শক্তি।
২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫
অব্যক্ত কাব্য বলেছেন: আপনার প্রার্থনা মঞ্জুর হোক।
ধন্যবাদ, ভালোবাসা ও শুভ কামনা জানবেন
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বৃত্তের সীমারেখায় বন্দী থেকে আকাশের উজ্জ্বলতায় চোখ রাখা খুব কঠিন।
ভালো লিখেছেন । ভালো থাকবেন।
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
অব্যক্ত কাব্য বলেছেন: অনুপ্রাণিত হলাম কবি,
ধন্যবাদ ও শুভ কামনা জানবেন
ভালো থাকবেন সবসময়
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৫
ইসিয়াক বলেছেন: চমৎকার