নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

দেবী ও অনুভূতি

০২ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭




প্রতিভাত হয়, প্রতি স্পন্দনে,
দূরে কোথায় কে যেন ডেকে যায় মোরে!

অতি দূর
ধোঁয়াশায় ঘেরা, ঘোর তমিস্রায়!
কে যেন রোজ কহে, আরো কাছে আয়।

দিবস রজনী,
ক্ষনে ক্ষনে কে যেন যায় ধ্বনি-প্রতিধ্বনি।
হৃদয় গহনে বেজে যায় প্রিয় শব্দ মাদুলী
প্রিয় বলে কেহ যেন যায় উচ্চারি!
মোর হিয়ারও মধ্যি পড়ে গভীর টান!
ক্ষনে ক্ষনে নিয়ত, কে যেন কাড়িয়া নেয় প্রাণ।

আকুল তিয়াসে, প্রাণের স্বকাশে,
কে যেন মৃদু ক্ষনে ক্ষনে হাসে,
গহীনতর আবেশে জড়ায়ে রাখে মম অন্তর প্রাণ।
তাহারে ছুতেই চাইয়া খসিয়া পড়ে মান।

মোর হৃদে বসতি তাহার, আমাতে তাহার বাস!
ছুতে গেলেই ঘোর তিমির,
বাড়ে বেদন, লাজ, পরিহাস।

ছবি কৃতজ্ঞতা : ইন্টারনেট

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭

অব্যক্ত কাব্য বলেছেন: নিজের লেখাগুলোর অসংলগ্নতা ধরা যায় না। তাই আমার ককাছে তেমনটি মনে হহয় নি।
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লেগেছে ।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

অব্যক্ত কাব্য বলেছেন: প্রীত হলাম, ধন্যবাদ ও শুভকামনা জানবেন

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৫

কিরমানী লিটন বলেছেন: চমৎকার লিখেছেন কবি- অসাধারণ.....

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০

অব্যক্ত কাব্য বলেছেন: প্রীত হলাম কবি, ধন্যবাদ ও শুভ কামনা জানবেন

৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: দেবীরূপে মানবী বন্দনা বেশ ভালো লাগলো। অতিদূর, ক্ষণে ক্ষণে হবে কিনা ভাবতে বলব।
শুভকামনা জানবেন।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২

অব্যক্ত কাব্য বলেছেন: লেখার প্লট টাই এই, তাই এমন লিখছি।
আমি প্লট পরিবর্তন করতে চাই না, তাই আর কাটাছেড়াতে গেলাম না।
ধন্যবাদ

৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

অব্যক্ত কাব্য বলেছেন: প্রীত হলাম
ধন্যবাদ ও শুভ কামনা জানবেন

৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নিজের লেখাগুলোর অসংলগ্নতা ধরা যায় না। তাই আমার ককাছে তেমনটি মনে হহয় নি।
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।


চমৎকার মন্তব্যের উত্তর দিয়েছেন।
আপনার আত্মবিশ্বাস আমাকে মুগ্ধ করলো।
ভালো থাকুন।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ

৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

নীল আকাশ বলেছেন: গুরূচন্ডালী দোষে অভিযুক্ত। মধ্যি আবার কি ভাষা?

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫

অব্যক্ত কাব্য বলেছেন: গুরুচন্ডালী দোষের পয়েন্ট গুলো যদি তুলে ধরতেন সংশোধন করার সুযোগ পেতাম।
মধ্যি মধ্যে শব্দের অন্যরূপ।
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.