নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
সেই কবে
কোন শুক্রবার
দেখা হয়েছিলো মৃদু আলো আঁধারীতে!
দুটি চোখ সেথা
অন্ধকারেও ছড়িয়ে দিয়েছে অকৃত্রিম সুখ নিদারুন সম্মোহনে!
ঠোটযুগল বাজিয়েছে বাতাসের বাঁশি।
তুলেছে হৃদে মৃদু কম্পন।
শুভশ্রী অধর জাগিয়েছে তব অন্দরে
তুমুল ঝড়ের নিক্কন।
কেশ তাহার নিশুতির গাঢ় অন্ধকার,
বিদগ্ধ নিউরনেও পৌছে দিয়েছিলো সুবাসিত চন্দন।
বহুদিন দেখা নেই,
ছোয়া নেই কোমল হাতের!
বহুদিন বলা নেই,
পাশাপাশি হাটা নেই,
থমকে যাবার তুমুল আয়োজন নেই।
মন্ত্রমুগ্ধ তাকিয়ে থেকে
আর একটু না দেখতে পারার অতৃপ্তি নেই।
সেই কবে দেখা হয়েছিলো,
মৃদু আলো আঁধারীতে।
তারপর এতকাল আর দেখা নেই।
বুকের তীব্র নিক্কন নেই!
কন্ঠস্বরের মৃদু মৃদু কম্পন নেই।
সেই কবে দেখা হয়েছিলো ল্যাম্পপোস্টের নীচে।
অতপর এতকাল ধরে দেখা নেই।
মৃদু আলো আধাঁরীর সম্মোহনে তুমি নেই।
ছবি: নেট থেকে সংগৃহীত
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৪
অব্যক্ত কাব্য বলেছেন: জেনে ভালো লাগলো।
ধন্যবাদ ও ভালোবাসা জানবেন।
ভালো থাকবেন সবসময়
২| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২০
নুরহোসেন নুর বলেছেন: অনবদ্য কাব্য!
চমৎকার লিখেছেন।
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৩
অব্যক্ত কাব্য বলেছেন: পাঠে ভালো লাগা জানবেন।
ধন্যবাদ ও শুভ কামনা সবসময়
৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৫
অব্যক্ত কাব্য বলেছেন: রাজীবদার মুখে প্রশংসা শুনে ভালো লাগছে।
ধন্যবাদ জানবেন।
ব্লগ ডেতে দেখা হবে আশা করেছিলাম।
৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৮
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৬
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা জানবেন।
ভালো থাকবেন সবসময়
৫| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বহুদিন আগের দেখা একজন এভাবেই মনে রাখতে হয়। +++
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৪
অব্যক্ত কাব্য বলেছেন: একদম প্রিয়!
প্লাসের জন্য ভালোবাসা অবিরাম
ধন্যবাদ ও শুভ কামনা জানবেন
৬| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৫
অব্যক্ত কাব্য বলেছেন: জেনে অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ ও শুভ কামনা জানবেন
৭| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৯
রানার ব্লগ বলেছেন: কত দিন দেখি নাই তারে, বুকের ভেতরে ঝর চলে অবিনাশ।
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৭
অব্যক্ত কাব্য বলেছেন: অনুভূতির চমৎকার বহিঃপ্রকাশ।
অদেখা মানুষগুলোরজন্য ভালোবাসা বেঁচে থাকুক অনাদিকাল
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৫
অধীতি বলেছেন: দারুণ লিখেছেন ।মন্ত্রমুগ্ধের মত পড়লাম।