নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
প্রিয় অসুখ
ফিরেছি তোমার নৈসর্গিক সন্ন্যাসে!
এখানে জোৎস্না আর জোনাকিরা মিশে গেছে ধানে ঘেরা সবুজ আলপথে।
দখিনা বাতাস অনুরণিত হয় তাল খেজুরের ডালে ডালে।
এখানে নবীন প্রবীন নীরব সায় দেয় সঙ্গনিরোধের ডাকে!
নিঃসঙ্গ কথা কয় জ্যোজুল্যমান তারকার সাথে।
কত গভীর নিশুতি ভর করে এখানকার পিছঢালা পথে!
এখানে তবু স্বপ্নরা বাসা বাঁধে ক্ষয়িষ্ণু আশা নিয়ে!
প্রত্যাশা ডালপালা ছড়িয়ে বটগাছের মত ছায়া দেয় প্রভাতের রবিকরে।
০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৪৮
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন
২| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: চমতকার।
০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩১
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন
৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সঙ্গনিরোধ সময়ের দাবি।
০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩২
অব্যক্ত কাব্য বলেছেন: একদম
ধন্যবাদ জানবেন কবি
৪| ০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৪২
ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো প্রিয় কবি।
০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩২
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন কবি
৫| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৮
ইসিয়াক বলেছেন:
শুভ নববর্ষ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৯
নেওয়াজ আলি বলেছেন: মৎকার লেখা ।