নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
ঊষা থেকে অস্ত রয়েছে যত অনুক্ষন
তোমাকেই স্মরি প্রিয়, অনন্ত জাগে স্বীয়।
হৃদয়ে ছড়িয়ে পড়ে অনুরনন।
তব মিষ্টি হাসি, ওহে স্বল্পভাষী
সদা জাগিয়ে রাখে প্রাণ।
কি নিদারুন কারুকার্যে স্রষ্টা করিলো তব ঠোটযুগল দান।
আমি হাসি, আমি মাতি, আমি তোমাতেই বুদ হয়ে রই!
তব আঁখিতে খোজে পাই যেনো অতল জলের থই।
স্বপ্নে-জাগরনে, ভাবনার অনুক্ষনে, সব ব্যাথ্যা ছেড়ে ছুড়ে,
তোমাকেই ছুই যেনো তোমাকেই ছুই।
এত এত দেয়াল, হিসেবের খেয়াল; ভূলে যাই,
ভূলে যাই সব সব ভয়!
শুভশ্রী অধর, সম্মোহিত প্রহর, কম্পিত ঠোটযুগল
বহে চলা নদীর স্রোতের মত পূর্ণ করে হৃদয়।
১৩ ই মে, ২০২০ রাত ৩:৫৮
অব্যক্ত কাব্য বলেছেন: মন্তব্যে প্রাণিত হলাম।
ধন্যবাদ শুভকামনা ও ভালোবাসা জানবেন
২| ১৩ ই মে, ২০২০ ভোর ৪:২৭
নেওয়াজ আলি বলেছেন: সুখময় হোক সাহিত্যে বিচরণ ।
১৩ ই মে, ২০২০ বিকাল ৩:২১
অব্যক্ত কাব্য বলেছেন: দোয়ি রাখবেন!
ধন্যবাদ ও শুভ কামনা জানবেন
৩| ১৩ ই মে, ২০২০ ভোর ৬:২৭
ইসিয়াক বলেছেন: চমৎকার
১৩ ই মে, ২০২০ বিকাল ৩:২২
অব্যক্ত কাব্য বলেছেন: প্রাণিত হলাম কবি
ধন্যবাদ ও শুভ কামনা জানবেন
৪| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৩
নীল আকাশ বলেছেন: চমৎকার লেখা।
০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৮
অব্যক্ত কাব্য বলেছেন: মন্তব্য প্রাণ শক্তির যোগান দেয়।
ধন্যবাদ অফুরান ♥
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০২০ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।