নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রাহত অসুখ

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৫


রাত পেরোলেই সকাল আসে,
দিন পেরোলে রাত।
তবু থাকা অপেক্ষাতে কখন,
আঁধার পেরিয়ে আসবে নতুন প্রভাত।
নদীর মত স্বচ্ছ ঢেউহীন জলে
কে ফেলেছে তরুণ পায়ের চাপ?
কার উদয়ে স্বপ্নভাঙ্গা স্মৃতি
কার দেয়ালে আঁকা পরিতাপ?
কে শুনেছে ভুল সমুদ্রের ডাক?
কে এঁকেছে মরিচিকার ছবি?
কার শূন্যতায় বিষাদ নামে প্রাতে
কে দিয়েছে বুকের জায়নামাজে
ছলাৎ তানের বহে চলা নদী?
কার আকাশে মেঘ জমেছে?
কার দুপুরটা আঁধার ঢাকা?
কার নিশুতি পণ করেছে
দিন পেরোলেই কান্না ধারা?

কে দিয়েছে বুকের গহীন পাড়ভাঙ্গা নদী?
কে এঁকেছে আকাশ জুড়ে
রাতের মত শোকগাথা এক ছবি।
কার ক্যানভাসে দূঃখ আঁকা?
কার পুড়েছে বুক?
হাজার তারার এই শহরে
একলা হবার অজুহাতে
কার আকাশে রোজই নামে চন্দ্রাহত অসুখ?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৯

ফুয়াদের বাপ বলেছেন: অসংখ্য প্রশ্নবানে প্রবাহিত চন্দ্রাহত অসুখের খবর...কবিতার গভীরতা ভালো লেগেছে...

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৭

অব্যক্ত কাব্য বলেছেন: প্রাণিত হলামধন্যবাদ জানবেন

২| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪২

বিএম বরকতউল্লাহ বলেছেন: একটানেই পড়ে ফেল্লাম।
ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৬

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন সবসময়

৩| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৮

খায়রুল আহসান বলেছেন: সবার আকাশেই মাত্রাভেদে "চন্দ্রাহত অসুখ" নামে।

০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৩

অব্যক্ত কাব্য বলেছেন: হয়তো তাই।
আর এজন্যই হয়তো কেউ কেউ কবি

৪| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০৭

নীল আকাশ বলেছেন: দেরি করে পড়তে আসলাম। খুব সুন্দর একটা বিষয়ের উপর নিয়ে লিখেছেন।
“চন্দ্রাহত” শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। ইংরেজী লুনাটিক শব্দটির আক্ষরিক অর্থ চন্দ্রাহত। যার বাংলা অর্থ দাঁড়ায় চন্দ্রের জন্য পাগল/উন্মাদ/বুদ্ধিহীন/নির্বোধ…..চন্দ্র+আহত=চন্দ্রাহত….কারো কারো মতে চাঁদনী রাতে পাগলামি করাটাই হচ্ছে চন্দ্রাহত।
ধরে নেয়া হয় চন্দ্রাহত শব্দটির সাথে শুধু চাঁদেরই গভীর কোন সম্পর্ক রয়েছে। একলা রাতে যখন মন চাদের জন্য উতলা হয়ে উঠে তার আমরা কেউই আগে থেকে বলতে পারি না আসলেই কি আমাদের চন্দ্রাহত অসুখ হয়েছে কিনা!

ভালো থাকুন এবং আমাদের সুন্দর সুন্দর সব কবিতা উপহার দিন।
শুভ কামনা রইলো।

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১২

অব্যক্ত কাব্য বলেছেন: বিশ্লেষন ধর্মী তাৎপর্যপূর্ন দারুন মন্তব্যের জন্য ধন্যবাদ।
এম মন্তব্য বারবার আশা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.