নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
একদিন
এই উদ্যানে
এই মৃত্তিকায়
এই সবুজ ঘাসে
এই সোনালী রোদে
জনাকীর্ণ সভায়
ক্ষোভে ফোসা নগরীতে
ভাইয়ের রক্তের বদলার গর্জনে প্রকম্পিত হয়েছিলো নির্যাতিত নগরী।
একদিন
একটি কন্ঠে
একটি স্বপ্নে
একটি পতাকায় বিভোর হয়ে
স্লোগানে স্লোগানে,
প্রাণে প্রাণে সঞ্চারিত হয়েছিলো আগুনে জোয়ার।
একদিন
আত্ম উৎসর্গের মহান ব্রত প্রাণ প্রাণে ছড়িয়ে দিয়ে,
স্বাধিকারের ধ্বনি জাগিয়ে দিয়েছিলে কন্ঠে কন্ঠে ।
ঘরে ঘরে গড়ে দিয়েছিলে প্রতিরোধের দূর্বার দূর্গ।
অতপর
এক সমুদ্র রক্তে ভেজা বাংলার মাটিতে
স্বজন হারানো আত্মচিৎকার মুছে দিয়ে
তুমি দাড়ালে জনতার ত্রাতা হয়ে
তুমি ফিরলে বীরের বেশে
তুমি জানান দিলে বাঙ্গালীরাও মানুষ, তারাও লড়তে জানে!
অথচ
ওরা তোমাকে স্তব্ধ করে দিয়ে ভেবেছিলো মৃত্যুর পর আর কিছু থাকেনা।
ওরা নির্বোধ তাই হয়তো জানেই না,
বীরেরা অমর, বীরেরা কখনো মরেনা।
এই বাংলার আকাশে বাতাসে তাইতো একই ধ্বনি, একই স্বর;
যতদিন রবে পদ্মা, মেঘনা, যুমনা
ততদিন রবে তুমি অমর, অক্ষয় বাংলার স্থপতি শেখ মুজিবর।
০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৫
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়।
চমৎকার মন্তব্যে অফুরান প্রাণ শক্তি পেলাম।
ভালোবাসা ♥
২| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১১
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন সবসময়
৩| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০৯
নীল আকাশ বলেছেন: অসাধারণ এই নৈবদ্যের কবিতা গ্রুপে পোস্ট দিলে আমি পিন পোস্ট করে টপে সাথে সাথেই লটকে দিতাম।
ভালো একটা লেখা খুজছিলাম সেদিন।
ধন্যবাদ।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৯
অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন প্রিয় দাদা
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
যে আকাশের চে’ও বিশাল
যে দিগন্তের চে’ও বিস্তৃত
যে চেতনা মুক্তি ও স্বাধীনতার
তাকে রুখবে সাধ্যি কার? সেতো অমর অব্যয় অক্ষয় . . .
নৈবদ্যে ভাল লাগা।