নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
কৃষ্ণপক্ষ রাতে,
চাঁদহীন আকাশে
তুমিময় এই আঁধারে
চোখ ভিজে যায়,
আমার মন কেঁদে যায়!
বুকের মধ্যে সুকরুন সুর উঠে চাঁদ বিহনে।
মনে হয়,
রাতের আঁধারের নিক্কনে,
বাতাস এসে বলে যায় কানে কানে!
চাঁদ,
ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি!
এই বুঝি মেঘ এসে বলে যায়,
দেখে যাও বুক ছিড়ে হৃদয়ের গহীনে।
কতটা করেছো ঠাই, চেতন অবচেতন মনে।
তুমি বিহীন
আমি দিশাহীন হই
আমি রোজ ঘোর অমানিশায় ডুবে রই।
বলো চাঁদ,
নক্ষত্ররা আর কতটুকুইবা জোছনা দিতে পারে?
চাইলেই কি পারে পূর্ণচন্দ্র রাত্রি দিতে?
তোমার বিচ্ছেদে প্রাণ কাঁদে আমার
আমি বিহ্বলিত হই,
আমি ভেঙ্গে যাই,
আমার পুরোটা জুড়ে জড়িয়ে থাকে গহীনতর তিমির।
সত্যি করে বলতো চাঁদ,
অমানিশায় তুমি কোথায় যাও?
দিনের আলো যেমন সন্ধ্যে হলেই আঁধারে হারায়,
তুমিও কি তেমনি মহাজগতের ছায়া পথে লুকাও?
আঁধার আমি সইতে পারি না।
আমার ভিতরে জন্ম নেয় বিচ্ছেদ অনল,
তোমাকে হারানোর শঙ্কায় আমি ভীত হই,
আমি নিধারুন যাতনায় তুমিহীন বিষাদে ডুবে রই!
আমার মন প্রাণ চায় তুমুল চিৎকারে আওয়াজ তুলি!
ইচ্ছে হয় সমস্ত পৃথিবীকে জানান দিয়ে বলি
ভালোবাসি চাঁদ,
তুমি ফিরে এসো,
তুমি ফিরো এসো সবটুকু জোছনা নিয়ে,
আমৃত্যু সাধ আমার,
আমি তোমার জোছনায় ভিজি।
২| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৬
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।