নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

প্রতিক্ষার অসুখ

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৪৭



কতদিন হলো পার
কথা নেই তোর আমার
হৃদয়ে জমেছে মেঘের পাহাড়!

হয়না কাছে যাওয়া
পায়ে পায়ে পা ফেলা
স্মৃতিরা ভীড়েছে আজ আবার!

কতদিন দেখা নেই!
পড়ে আছি একা এই!
শুধু তুই রয়ে গেলি চোখের তারায়!

ছোট ছোট আলাপন
খুনসুটি কিছুক্ষণ
বেধে দিলি কোন স্মৃতির মায়ায়।

দিন আসে, রাত যায়
শব্দেরা থেমে যায়,
ব্যথা বাড়ে রোজ তবু অভিমান না ফেরায়।

একা একা আসে ভোর
রোদ নামে, কাটে ঘোর
ভালোবাসা বাড়ে তবু কাটে না অপেক্ষার প্রহর।

কথা জমে রোজ রোজ
নেই চিঠি, নেই খোজ
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম তোর আকাশে, জেনে যাবে তোর শহর।


ছবিঃ সংগৃহীত

নোটঃ কোন সুহৃদ চাইলে এটিকে গান হিসেবে রেকর্ড করতে পারেন,
আমি মোটেও মাইন্ড করবো না

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৫৮

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ ছন্দময় লেখনি হে সুপ্রিয়।

০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১১

অব্যক্ত কাব্য বলেছেন: প্রশংসায় কবি মনে প্রান সঞ্চারনের জন্য ধন্যবাদ সুহৃদ

২| ০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: গান গাইতে পারি না। পারলে চেষ্টা করতাম।

০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৩

অব্যক্ত কাব্য বলেছেন: গাইতে চেয়েছেন এতেই হৃদয়ে লাগে দোলা।
ধন্যবাদ জানবেন প্রিয় রাজীব ভাই

৩| ০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

মিরোরডডল বলেছেন:



অপেক্ষার প্রহর কাটেনা বলেই ভালোবাসা বেড়ে যাচ্ছে ক্রমশ ।
এই প্রতীক্ষার মাঝেও একটা ভালোলাগা আছে ।

আসলেই এটা থেকে একটা সুন্দর গান হতেই পারে ।
ব্লগে কিন্তু বেশ কয়েকজন গাতক আছে যারা গান বানায় গান করে ।



০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৪

অব্যক্ত কাব্য বলেছেন: আপনার চমৎকার ফিড ব্যাক দারুন অনুপ্রেরনা দায়ক প্রিয় সুহৃদ।
ভালোবাসা জানবেন

৪| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ শুভকামনা রইল,

০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১০:০৯

অব্যক্ত কাব্য বলেছেন: প্রীত হলাম
ধন্যবাদ জানবেন

৫| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৬

শায়মা বলেছেন: খুবই সুন্দর ভাইয়া।

১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৭

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ আপি
শুভ কামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.