নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

আমি একদিন প্রেমিক হবো

০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১০:০৪



আমি একদিন প্রেমিক হবো!
যখন তখন ঢুকে পড়বো হৃদ উঠোনে!
জোর খাটিয়ে বসত গড়বো তুই নামের আকাশ জুড়ে !
বুকের উঠোন নাড়িয়ে দিবো উড়ন্ত এক তুফান তুলে!
ভয় পাবে?
ভয় পাও আর যাই পাও
আমি কিন্তু প্রেমিক হবো!
যুগল বাহুর কোমল টানে তুলে নিবো মন গাড়িতে!
জগৎ মায়া সাঙ্গ করি,
উড়বো আমি আকাশ ফুড়ি!
তোমায় নিয়ে ঘুরবো আমি সাগর নদী পাহাড়ে।
সবুজ ঘেরা শান্ত নীড়ে, তোমায় নিয়ে গড়বো ঘর,
জোনাক পোকার মৃদু আলোয় কেটে যাবে তোর প্রহর।

মান অভিমান যতই আসুক,
যতই আসুক ঝড় তুফান।
চাঁদনী রাতে জোৎস্না দিয়ে ভরিয়ে দেবো তোর উঠান।

বৃষ্টি এলে ছাতা হয়ে আগলে নিবো খুব যতনে,
বিকেল গুলো ভরিয়ে দিবো নদীর মৃদু কলতানে।
হাটবো দুজন বালিচরে
হাতের উপর হাত রেখে!
যুগল পায়ের চিহ্ন এঁকে চলবো দুজন শান্ত নদীর কূল ঘেষে!
জানবে আকাশ, জানবে পাখি,
ফুরোবে বেলা, খুলবো আঁখি।
যুগল প্রাণের প্রণয় চিহ্ন রবে পড়ে এই বাটে।
আমি একদিন প্রেমিক হবো
সত্যি সত্যিই প্রেমিক হবো।


ছবিঃ সংগৃহীত

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১০:২৮

পদাতিক চৌধুরি বলেছেন:
সুন্দর ছান্দিক কাব্যে ভালোলাগা।
দ্বিতীয় লাইনে 'ঢুকে' বানানে টাইপো আছে।

পোস্টে প্রথম লাইক।

শুভেচ্ছা জানবেন।

০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১১:১৯

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ প্রিয়।
পরিমার্জন করা হয়েছে।
আপনার লাইক পেয়ে দারুন লাগছে।
ভালোবাসা জানবেন

২| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর +

০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১১:৫১

অব্যক্ত কাব্য বলেছেন: প্লাস!!!!
তাও আবার কাজী ফাতেমা ছবি আপি,
হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন

৩| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: দারুণ !!
অধিকার, আবেশ , ভালোবাসা , যত্ন ! সব মিলেমিশে একাকার।
ভালোলাগা।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:০২

অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার মন্তব্যে আবেশিত।
ধন্যবাদ জানবেন মনিরা আপি

৪| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:১১

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: প্রেমিক হওয়া সহজ হলেও প্রেম ধরে রাখা কিন্তু কঠিন...

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:০৪

অব্যক্ত কাব্য বলেছেন: গুনী জনে কহে জ্ঞানের কথা।
বাস্তবতা হয়তো এমনই
ধন্যবাদ জানবেন সুহৃদ

৫| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: কবিতার সাথে তাল মিলিয়ে বলতে চাই প্রেমিক হওয়ার দরকার নাই। একজন মানবিক মানুষ হন।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:০৬

অব্যক্ত কাব্য বলেছেন: গুনী জনে কহে জ্ঞানের কথা।
প্রিয় রাজীব আপনার পরামর্শের জন্য ধন্যবাদ জানবেন

৬| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:২১

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার প্রকাশ

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:০৭

অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য
ধন্যবাদ জানবেন প্রিয় সুহৃদ

৭| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:৩৫

মেহেদি_হাসান. বলেছেন: অনেক ভালো লেগেছে। সুন্দর কবিতা

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:০৮

অব্যক্ত কাব্য বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।
ভালোবাসা জানবেন প্রিয় সুহৃদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.