নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

নারী

০৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:২০



এই ধরা জানে
কতটা রেখেছে চিহ্ন নারী এই কোলাহলের প্রান্তরে।
মানে, অভিমানে, তিমিরের আঁধারে ভুলে গেছে যারা,
জানুক তারা।
নারী আছে বলেই রোজ
এই ধরায় তোমার আমার সকাল আসে।

কে দিয়েছে অবুঝকালে একটি দারুন রাঙ্গা কৈশোর?
কে নিয়েছে তপ্ত জ্বরে পুড়ে যাওয়া দেহের খবর?
কার পুড়ে যায় হৃদয় এমন?
কার বহে যায় চোখ জুড়ে খরস্রোতা জলের নহর?
নারী,
তুমি মাতা
খুব নীরবে এমন করে বহে চলো তুমুল ব্যথা।

একলা হলে,
করুণ মনে,
বাউলিয়া মন কিসে খুজে প্রাণের আশ্রয়?
সব আকাঙ্খা দমিয়ে রেখে, পুরুষ তোমার পথ ফেরোতে এতটা আঘাত কে সয়?
কার বুকেতে তপ্ত হৃদয় শীতল করার জলের নহর আজন্মকাল জীবন্ত রয়?
নারী,
তুমি দেবী,
সুহাসিনী হৃদয় চারুর একান্ত আশ্রয়।
ফোটাতে ফুল, করতে শোভন ধরনীতল,
তোমারি হয় মৃত্যুবধি তিলে তিলে গহীন ক্ষয়।

কিভাবে যেন ভূলে যায় সব, যত প্রাপ্তি, যত অর্জন!
জেনে শোনেও অকৃতজ্ঞ মনে
নারী জেনে কৃতিত্ব দিতে হয় যাদের অন্তদহন।
তারাও জেনো
যতই ভুলো, যতই অগোচরে রাখো,
অস্বীকার করে যতই রচো নীরবতা।
ইতিহাস একদিন জানান দিবে
কতটা রেখেছে স্বাক্ষর নারী পৃথিবীর বুকে,
জানান দিবে তার অমরতা।

©© NM Shamim

আজ ৮ ই মার্চ।
আন্তর্জাতিক নারী দিবস।
সবাইকে নারী দিবসের শুভেচ্ছা

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: নারী দিবেসের শুভেচ্ছা ।

০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৯

অব্যক্ত কাব্য বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা

২| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২০

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইশুভেচ্ছা

৩| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৩

নেওয়াজ আলি বলেছেন: বেশ চমৎকার বুনন

০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২১

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন।
নারী দিবসের শুভেচ্ছা

৪| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৬

মেহেদি_হাসান. বলেছেন: সুন্দর কবিতা

০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২১

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন
শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.