নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

ফের যদি দেখা হয়

০৯ ই মার্চ, ২০২১ সকাল ৯:৩১



ফের কোনদিন
শিউলী ঝরা ভোরে যদি দেখা হয়ে যায়!
কোলাহলের শহরে ভালোবাসা যদি মুখোমুখি এসে দাড়ায়।
দেয়ালে বাড়তে থাকা অর্কিডের মত,
আমাদের দ্বীর্ঘশ্বাস যদি আরো বেড়ে যায়।
যদি বলতে চেয়েও হাজার কথা একটি শব্দে স্থির হয়ে যায়।
শহুরে কোলাহলে যদি আমাদের সব চাওয়া,কথা, বচসা হারিয়ে যায়।
নিয়তির অভিধান যদি মনে করিয়ে দেয় না ফেরার গান,
যদি চোখে ভেসে উঠে আমাদের হারিয়ে যাওয়া গল্পের অন্তর্ধান।
ফের যদি দেখা হয়
কোন অঝর শ্রাবন দিনে,
ফোটা ফোটা বৃষ্টির ছুয়ে যাওয়ার মত
ফেলে আসা সময় যদি ছুয়ে যায় গভীর তানে।
বৃষ্টির ধ্বনি যদি বাজে কানে বিরহ বীণার মত।
স্মৃতির ফসিল ফের যদি ছুয়ে যায় ধুলো জমা ক্ষত?
ফের যদি দেখা হয় তোর আমার কোলাহলের শহরে?
কিছু না বলা গল্প, কিছু ধুলো জমা স্মৃতি,
কিছু অযাচিত ব্যথা, কিছু অনুভূতি,
কিছু সময় থমকে দেয় যদি ব্যস্ততম প্রহরে?
এই শহর জানুক
কিছু গল্প, আমাদের বুকে জমা কিছু গোপন শোক!
এক সহস্র বছর পরে হলেও চাই আমাদের ফের দেখা হোক।

ছবিঃ সংগৃহীত

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৪

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া।

ফের দেখা হোক।

১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৩

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ প্রিয় আপি,
প্রতিউত্তর করতে দেরি হয়ে গেলো।
ফের দেখা হোক

২| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৮

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার উপস্থাপনা।

১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৪

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা

৩| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৪

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই
শুভ কামনা

৪| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৫

মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার

১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৫

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই
শুভ কামনা

৫| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৪

ওমেরা বলেছেন: কবিতা পড়ে, ফের দেখা হোক , কামনা করে গেলাম।

১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৬

অব্যক্ত কাব্য বলেছেন: আপনার কামনাটুকু সফল হোক।
ভালোবাসা ও শুভ কামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.