নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
ডাচ,ওলন্দাজ, তূর্কি এলো
আকাশ-বাতাস করলো ভারী!
ইংরেজ এসে দু'শ বছর চালিয়ে গেলো তরবারি।
ভাইয়ে ভাইয়ে হলো বিবাদ
দিকে দিকে বাজলো বাজ
ভাইয়ের বুকে গুলি ঠুকে পাক হানারা করবে রাজ।
ঘরে ঘরে দূর্গ গড়ে বাংলায় বাজে একাত্নতার গান।
স্বাধীনতার অমৃত লাভে ঝরিছে বহু রক্ত প্রাণ।
বহু নিপীড়ন, বহু যুদ্ধ দামামা বেজেছে তবু হওনিকো অবনত।
আজও প্রতি প্রভাত -সন্ধ্যায় সবুজের বুকে জুড়ে ভেসে উঠে সেসব রক্তিম ক্ষত।
বহু রক্তের হলো হলিখেলা,
কত বীর সেনানীর প্রান,
হলো বলিদান!
নক্ষত্রে নক্ষত্রে যাপিত শোক
অশ্রুতে ভেজা কোটি চোখ!
এসো তরুন,
আজ একই কন্ঠে বাজুক ধ্বনি
শপথে শপথে হই বলিয়ান,
"যতই আসুক পর্বতসম বাধা,
রাখিবো বাংলা মায়ের সন্মান।"
২| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১২:০১
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
৩| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৭
জুল ভার্ন বলেছেন: ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৩
আহসানের ব্লগ বলেছেন: ছন্দে ছন্দে ছড়াতে প্লাস।