নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
কি অদ্ভুত সমীকরন বুকের ভেতর!
বৃত্তের কেন্দ্র জুড়ে জ্যামিতিক শূন্যতার বসতঘর!
ফ্লোর প্ল্যান থেকে থ্রিডি ভিউ,
স্ট্রাকচারাল ডিজাইন থেকে আর্কিটেক্টচারাল অ্যানিমেশান।
সবটায় স্থিরতা, নীরবতা সুনসান।
ব্যখ্যাতীত ব্যাকরন, শব্দহীন অভিধান।
দুপুরটা আলোহীন, বৃষ্টির মৃদুতান।
সন্ধ্যার আকাশটা জোছনাহীন গাঢ় আঁধার!
ফেরার পথ নেই, সামনেই রুদ্ধদ্বার।
গল্পেরা ভাষা শূন্য, চিত্রনাট্য রঙ্গহীন!
তারকার অভিযাত্রা রাত্রিতে বিলীন।
তবু
কল্পচারু থমকে আছে অবয়ব তুমিতেই,
অথচ
সবদিকে একই স্বর
"তুমি আছো, তুমি নেই"।
©® এন এম শামীম
ছবিঃ সংগৃহীত
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৪
শায়মা বলেছেন: হুম!
সুন্দর কাব্য ভাইয়া।
যদিও শূন্যতা ভরা।