![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
কি অদ্ভুত সমুদ্র তুমি,
জল নেই, গর্জন নেই
তবু কি প্রবল প্রতাপে ঢেউ হয়ে আছড়ে পড়ো হৃদ সৈকতে।
কি অদ্ভুত আকাশ তুমি,
মেঘ নেই, ঝড়ো হাওয়া নেই
তবু কি অবিরাম বৃষ্টি হয়ে ঝরো চোখে।
কি অদ্ভুত রাত তুমি,
চাঁদ নেই, বালিকা ভুলানো জোৎস্না নেই
তবু কি বিমুগ্ধ চাঁদ হয়ে জ্বলজ্বল করো হৃদ আকাশে।
কি অদ্ভুত নারী তুমি,
স্পর্শে নেই, কন্ঠস্বরের মাদকতা নেই,
কোথাও তুমি নেই
তবু কি অদ্ভুত সম্মোহনে বেঁধে রাখো গভীর আবেশে।
কি অদ্ভুত প্রেয়সী তুমি,
বিকেলের মুখোমুখি বসে থাকার মুগ্ধতায় নেই, ক্যান্ডেল লাইট ডিনারে নেই,
তবু কতকাল ধরে কল্পলোকে রয়ে গেছো প্রণয় হয়ে।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫২
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়।
শুভ কামনা সবসময়
২| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০৫
দেয়ালিকা বিপাশা বলেছেন:
অসাধারণ কবিতা লিখেছেন। গভীর প্রণয়ের বহিঃপ্রকাশটা যেন হৃদয় স্পর্শী এক কাব্য হয়ে রইল। অনেক অনেক শুভকামনা জানবেন।
- দেয়ালিকা বিপাশা
১৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫৩
অব্যক্ত কাব্য বলেছেন: দারুন মন্তব্য।
মন্তব্য কখনো কখনো মন ভালো করে দেয়ার জন্য যথেষ্ট।
ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
৩| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:০২
দেয়ালিকা বিপাশা বলেছেন:
মন্তব্য পড়ে মন ভালো হয়ে গেছে জানতে পেরে ভালো লাগলো।
শুভেচ্ছান্তে,
- দেয়ালিকা বিপাশা
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:১২
অব্যক্ত কাব্য বলেছেন: শুভেচ্ছা জানবেন আপনিও।
ভালো থাকবেন সবসময়
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৬
হাবিব বলেছেন: ভালোবাসার সুন্দর প্রকাশ