নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

যেসকল কারনে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগের নামকরন করা উচিৎ-পর্ব-০২ঃ ব্যাংক ও ট্যাংকের শহর কুমিল্লা

১১ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪১




কুমিল্লা জেলার ইতিহাস, ঐতিহ্য, ভৌগলিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ ক্ষেত্রে কুমিল্লা জেলার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হচ্ছে আমার ধারাবাহিক প্রতিবেদন।
আজ থাকছে ২য় পর্ব।

কুমিল্লায় ১০৭ বছর আগে প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী দুই দশকে সেখানে আরও বেশ কয়েকটি নতুন ব্যাংক যাত্রা শুরু করে। এর মধ্যে কিছু ব্যাংক দেশ ভাগের পর ভারতের অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হয়ে যায়। সে রকম চার ব্যাংকের সম্মিলনেই ১৯৫০ সালে গঠিত হয় ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া।

কুমিল্লা শহরের কান্দিরপাড়ের পূবালী ব্যাংকের এই ভবনে ১৯১৪ সালে কুমিল্লা ব্যাংকিং করপোরেশনের প্রধান কার্যালয় ছিল।

একসময় কুমিল্লাকে বলা হতো ‘ব্যাংক ও ট্যাংকের শহর’। এখন সেই ব্যাংকও নেই, ট্যাংকও নেই। আর এই ট্যাংকের মধ্যে ছিল, রানির দিঘি, উজির দিঘি, নানুয়ার দিঘি, ধর্মসাগর ও কমলাসাগর ইত্যাদি।
এবারে চলুন, বিলুপ্ত সেই ব্যাংকের ইতিহাসে এবার চোখ রাখা যাক। ১৯০৬ সালে বঙ্গভঙ্গ, অর্থাৎ বাংলা দুই ভাগ হওয়ার পর এদেশে ব্যবসায়–বাণিজ্য বাড়তে থাকে। কুমিল্লার মতো বড় শহরগুলো প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। বড় বড় শহরে তখন ব্যবসায়ী সমাজ গড়ে ওঠে। ব্যবসায়-বাণিজ্যে অর্থের জোগান দিতে প্রয়োজন পড়ে ব্যাংক ব্যবস্থার।

ব্যবসায়-বাণিজ্যে অর্থের প্রবাহ বাড়াতে আজ থেকে ১০৭ বছর আগে কুমিল্লার উদ্যোক্তারা ব্যাংক বানিয়েছিলেন। ১৯১৪ সালে তাঁরা ‘দ্য কুমিল্লা ব্যাংকিং করপোরেশন’ নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন। নরেন্দ্র চন্দ্র দত্ত নামে একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যাংকটি প্রতিষ্ঠা করেছিলেন। কুমিল্লা শহরেই তিনি ব্যবসা করতেন। পেশায় আইনজীবী হলেও তাঁর নানা ধরনের ব্যবসা ছিল। মনতলা টি এস্টেট ও মনতলা ইস্পাত নামে দুটি প্রতিষ্ঠানের পাশাপাশি কুমিল্লা শহরে বিদ্যুৎ সরবরাহের ব্যবসাও ছিল তাঁর।
বর্তমানে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের যে লাল দালানটি পূবালী ব্যাংকের কার্যালয়, সেটিই একসময় ছিল কুমিল্লা ব্যাংকিং করপোরেশনের প্রধান কার্যালয়। ব্যাংকটির জন্য তখন এই ভবনটি বানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকাসহ কলকাতা, দিল্লি, লখনৌ, কানপুর, মুম্বাইসহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে কুমিল্লা ব্যাংকিং করপোরেশনের শাখা ছিল। এমনকি সুদূর লন্ডনেও ব্যাংকটির একটি শাখা খোলা হয়েছিল বলে জানান কুমিল্লার ইতিহাসবিদেরা। ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন প্রধান ব্যবস্থাপক ছিলেন কুমিল্লার আরেক সন্তান সুকুমার সেন।
তখন কুমিল্লায় ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণের একটি উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন ১৯১৪ সালে প্রতিষ্ঠাকালে ব্যাংকটির পরিশোধিত মূলধন ছিল ২ হাজার ৫০০ টাকা। ১৯৪০ সালে ব্যাংকটির পরিশোধিত মূলধন বেড়ে দাঁড়ায় ৪০ লাখ টাকা। এটি ব্যাংকটির বিস্তৃত কার্যক্রমেরই নির্দেশক।

১৯৪৭ সালে দেশ ভাগের পর কুমিল্লা ব্যাংকিং করপোরেশনের সার্বিক পরিস্থিতি বদলে যায়। ১৯৫০ সালের ১৮ ডিসেম্বর বাঙালিদের আরও তিনটি ব্যাংকের সঙ্গে কুমিল্লা ব্যাংকিং করপোরেশনকে নিয়ে ভারতে গঠিত হয় ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া। কুমিল্লার ব্যাংকটির মূল প্রতিষ্ঠাতা নরেন্দ্র চন্দ্র দত্ত ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার পরিচালক নিযুক্ত হন।

১৯৭২ সালে ত্রিপুরা হিতসাধিনী সভার শতবার্ষিকী উপলক্ষে ‘শাশ্বত ত্রিপুরা’ নামে একটি স্মারক সংকলন প্রকাশ করা হয়। এর একটি প্রবন্ধে বলা হয়, ‘আইনজীবী নরেন্দ্র চন্দ্র দত্ত তাঁর দৃঢ় সংকল্প ও অদম্য অধ্যবসায়ে কুমিল্লা ব্যাংকিং করপোরেশনকে অল্পকালের মধ্যে দৃঢ়ভিত্তিসম্পন্ন করে তুলতে সমর্থ হন। কুমিল্লা শহরের বুকে নিজের বৈঠকখানায় যে ব্যাংকের তিনি পত্তন করেছিলেন, সেটির খ্যাতি নানা শাখা-প্রশাখার মধ্য দিয়ে বাংলার বাইরেও পরিব্যাপ্ত হয়। শেষ অবধি ১৯৫০ সালের ১৮ ডিসেম্বর এই ব্যাংক বিশাল রূপ নিল আরও তিনটি বাঙালি ব্যাংকের সঙ্গে মিলে। এই সংযুক্ত ব্যাংকেরই নাম ‘ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া’। কলকাতা মহানগরীর প্রাণকেন্দ্র বিনয়-বাদল-দীনেশবাগ (ডালহৌসি স্কয়ার) এলাকায় যার সদর কার্যালয় মাথা উঁচু করে দাঁড়িয়ে।’

১৯২২ সালে দ্য কুমিল্লা ইউনিয়ন ব্যাংক লিমিটেড নামে আরেকটি ব্যাংকের সৃষ্টি হয়। এই ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন বাংলার আইনসভার সদস্য ইন্দুভূষণ দত্ত। ব্যাংকটির প্রধান কার্যালয় কুমিল্লায় হলেও এর শাখা কার্যালয় সারা বাংলায় ছড়িয়ে–ছিটিয়ে ছিল। বর্তমানে কুমিল্লা শহরের মনোহরপুরে সোনালী ব্যাংকের যে করপোরেট কার্যালয়, সেখানেই ছিল কুমিল্লা ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়।
ইন্দুভূষণ দত্তের মৃত্যুর পর তাঁর ভাই শান্তিভূষণ দত্ত কুমিল্লা ইউনিয়ন ব্যাংকের কর্ণধার হন এবং এর অগ্রযাত্রা অব্যাহত রাখেন। শান্তিভূষণ দত্ত বঙ্গীয় জাতীয় বণিক সভার সভাপতি ছিলেন। এ ছাড়া কলকাতার দায়িত্বশীল শেরিফের আসনও অলংকৃত করেন তিনি। শান্তিভূষণ দত্তের প্রচেষ্টায় দেশ ভাগের পর ১৯৫০ সালে ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে একীভূত হয় কুমিল্লা ইউনিয়ন ব্যাংক।
ইন্দুভূষণ ও শান্তিভূষণের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি যোগসূত্র আছে। তাঁদের বাবা কৈলাস দত্তের কুমিল্লা শহরের কৈলাস ভবনে ১৯২২ সালের ফেব্রুয়ারি মাসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতরাশ করেছিলেন বলে জানা যায়।

এই উপমহাদেশের ব্যাংকিং জগতের খ্যাতিমান পুরুষ নরেন্দ্র চন্দ্র দত্তের ছেলে বটকৃষ্ণ দত্তও বাবার পথ অনুসরণ করে ১৯৩২ সালে কুমিল্লায় নিউ স্ট্যান্ডার্ড ব্যাংক নামে আরেকটি ব্যাংক প্রতিষ্ঠা করেন। কুমিল্লার মহেশ প্রাঙ্গণের ছোট মোটর গ্যারেজ থেকে ব্যাংকটির জন্ম। পরে ব্যাংকটির শাখা কুমিল্লার পাশাপাশি সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, টাঙ্গাইল, খুলনা, ঢাকা এবং কলকাতা, শিলচর, শিলং ও আসানসোলে ছিল।
দেশ ভাগের বছরখানেক আগে ১৯৪৬ সালে বটকৃষ্ণ দত্ত নিজের নিউ স্ট্যান্ডার্ড ব্যাংককে তাঁর বাবার প্রতিষ্ঠিত কুমিল্লা ব্যাংকিং করপোরেশনের সঙ্গে একীভূত করেন। এর ফলে এই উপমহাদেশে ব্যাংকে ব্যাংকে মিলনের সূত্রপাত ঘটে। কুমিল্লা ব্যাংকিং করপোরেশন ও নিউ স্ট্যান্ডার্ড ব্যাংকের সেই মহামিলনের ধারাবাহিকতায় পরবর্তীকালে ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার আবির্ভাব ঘটে। এই মিলনকেই এখন মার্জার বা একীভূত হওয়া বলে।

১৯২৭ সালে কুমিল্লা কমার্শিয়াল ব্যাংক নামে আরও একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা খান বাহাদুর সিদ্দিকুর রহমান, আইনজীবী রায় বাহাদুর ভোদর দাশগুপ্ত, খান বাহাদুর আলী আহমেদ খান ও মুকুন্দ মাধব চৌধুরী। এর মধ্যে খান বাহাদুর আলী আহমেদ খান ছিলেন অবিভক্ত বাংলার প্রাদেশিক পরিষদের সদস্য। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খান সারওয়ার মুরশিদের বাবা। আর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদের বাবা খান সারওয়ার মুরশিদ। তবে দেশ ভাগের পর ব্যাংকটি বিলুপ্ত হয়ে যায়।

প্রথম মহাযুদ্ধের (১৯১৪–১৯) পর থেকে দ্বিতীয় মহাযুদ্ধের আগ পর্যন্ত কুমিল্লার ব্যবসায়ীরা একাধিক ব্যাংক প্রতিষ্ঠা করেন। কুমিল্লার ইতিহাসবিদদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ১৯২৩ সালে বেঙ্গল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার অখিল দত্ত ব্রাহ্মণবাড়িয়ায় পাইওনিয়ার ব্যাংক প্রতিষ্ঠা করেন। পরে ১৯২৬ সালে কুমিল্লায় ব্যাংকটির প্রধান কার্যালয় স্থানান্তর করা হয়। এখন কুমিল্লা শিক্ষা বোর্ড যেখানে, সেখানেই ছিল পাইওনিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়। দেশ ভাগের সময় এই ব্যাংকও বিলুপ্ত হয়।
স্থানীয় ইতিহাসবিদেরা জানান, ১৯২৯ সালে ত্রিপুরা রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় ত্রিপুরা মডার্ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়। দেশ ভাগের সময় সেটিও বিলুপ্ত হয়ে যায়। এ ছাড়া ত্রিশের দশকে কুমিল্লায় অন্তত আরও আটটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—কমলাংক ব্যাংক, গান্ধেশ্বরী ব্যাংক, নিউ ওরিয়েন্ট ব্যাংক, রেডিয়েন্ট ব্যাংক, অ্যাসোসিয়েট ব্যাংক অব ইন্ডিয়া, ভারতী সেন্ট্রাল ব্যাংক, পিপলস কো–অপারেটিভ ব্যাংক।

ইতিহাসবিদ আহসানুল কবীর প্রথম আলোকে বলেন, কুমিল্লা একসময় ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ ছিল। কুমিল্লার সঙ্গে সারা দেশের নৌপথ ও রেলপথকেন্দ্রিক যাতায়াতও বেশ সহজ ছিল। তখন ধান, পাট, লবণ ও কাপড়ের ব্যবসা ছিল বেশ চাঙা। তাই বিংশ শতাব্দীর শুরু থেকেই কুমিল্লায় অনেক ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
কেন ব্যাংকগুলো হারিয়ে গেল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত রমরমা ব্যবসা ছিল। যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। অধিকাংশ ব্যাংকের মালিক ছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। দেশভাগের পরে তাঁদের বেশির ভাগই কলকাতায় চলে যান। ফলে ব্যাংকগুলো বিলুপ্ত হয়।

কুমিল্লা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম একটি জেলা।
যার আছে সমৃদ্ধ ইতিহাস।
ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ন এই জেলার নাম।
যে নামের সাথে মিশে আছে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।
তাই এই নামটিকে চাইলেই ঐতিহাসিক কারনে কোনভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
এই গৌরবান্বিত কুমিল্লার নামেই তাই বিভাগের নামকরন বাঞ্চণীয়।
কথায় আছে, "কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ।"
বাংলাদেশের অগ্রসরমান এই জেলার নাম বাদ দিয়ে অন্য নামে বিভাগের নামকরন করা হলে তা শুধুমাত্র ঐতিহাসিক গুরুত্ব ও ঐতিহ্যকে অস্বীকার হবেনা বরঞ্চ জাতি হিসেবে আমাদের সংস্কৃতি ও নিজস্বতাকেই অস্বীকার করা হবে।
তাই কুমিল্লার আপামর জনসাধারনের প্রাণের দাবির সাথে আমিও একমত হয়ে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগের নামকরনের জোর দাবি জানাচ্ছি।

একে একে বিভিন্ন পর্বে তুলে ধরা হবে কুমিল্লার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ভৌগলিক ও যোগাযোগ সম্পর্কিত গুরুত্ব।
এরই ধারাবাহিকতায় আজ দেখলেন দ্বিতীয় পর্ব।

সোর্সঃ প্রথম আলো

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: যদি একটূ ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন প্রতিটা জেলার সুন্দর ইতিহাস আছে। দর্শনীয় বস্তুর অভাব নেই। এমন কি প্রাভীন মসজিদও পাবেন। জমিদার বাড়ি পাবেন। জ্ঞানীগুনী পাবেন।

১১ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৭

অব্যক্ত কাব্য বলেছেন: আপনার কথার সাথে একমত। কিন্তু সমসাময়িক সময়ওতো এই জেলার গ্রহনযোগ্যতা কোন অংশে কমেনি বরঞ্চ বেড়েছে। এখনতো বলা হয়, " কুমিল্লা এগোলে, এগোবে বাংলাদেশ।"
এর যৌক্তিক কারনও আছে। উদাহরন স্বরূপ আমার ডিপার্টমেন্টের কথাই বলি, গত একবছরে দুটি নতুন আইডিয়ায় দুটি প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি। পরে এগুলো পুরো দেশে বাস্তবায়ন হয়েছে। প্রতিটা সেক্টরে কুমিল্লার অবদান অনস্বীকার্য। বাংলাদেশের উন্নয়ন নিয়ে যে কয়টি প্রতিষ্ঠান গবেষনা করেছে তার মধ্যে বার্ড অন্যতম। বার্ডের গবেষনার ফল আজকের এলজিইডি। এরকম হাজারটা উদাহরন দেয়া যাবে। তাই কুমিল্লাকে এড়িয়ে যাবার সুযোগ নাই।
দাবি মোদের একটাই, কুমিল্লা নামে বিভাগ চাই।

২| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবার আগে দরকার বাংলা দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করা।

১১ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৮

অব্যক্ত কাব্য বলেছেন: সে ধরনের চিন্তা ভাবনা যেহেতু সরকারের নাই সেহেতু আপাতত বিভাগ তো ঘোষনা করতে পারে এতেতো কোন বাধা থাকবার কথা নয়

৩| ১২ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:



জলবায়ু পরিবর্তনের মুখে, কুমিল্লার ভৌগিলিক অবস্হান কেমন?

১২ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

অব্যক্ত কাব্য বলেছেন: জলবায়ু পরিবর্তন রোধে কুমিল্লা ভালো অবদান রাখছে।
কুমিল্লায় আছে প্লাইস্টোসিন যুগের লালমাই ও ময়নামতি পাহাড়।
এর ফলে এই অঞ্চলে রয়েছে প্রায় ৮ কিমি দৈর্ঘ্য ও ৪.৮ কিমি চওড়া বন।
এছাড়াও ভৌগলিকভাবে গোমতী, তিতাস ও মেঘনা বিধূত কুমিল্লার জলবায়ু পরিবর্তন রোধে রাখছে বিশেষ অবদান।
উচু পাহাড় ও সমতল ভূমি ও প্লাবন ভূমি বেষ্টিত হওয়ায় এর ভৌগলিক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ

৪| ১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমাদের কুমিল্লার এক ভাই কুমিল্লাকে এভাবে ব‍্যাখ‍্যা করতেনঃ
অনেক গুলা ক‍্যু (খারাপ লোক) যে মিল্লা (এলাকা) তে থাকে, তাকে বলে কুমিল্লা!

উনি নিজেও অকাট‍্য প্রমান দিতেন যে কি করে কুমিল্লার মানুষ ক‍্যু! যাই হোক, ওগুলি সব মজা ছিলো।

বাসে ঢাকা থেকে কক্সবাজার অনেক বার গিয়েছি; কুমিল্লায় ঢুকলেই বিপদে পড়ে যেতাম। ঘন্টার পর ঘন্টা গাড়ি চলছে; কিন্তু কুমিল্লা থেকে বের হওয়া যাচ্ছে না; খুব সম্ভবত কুমিল্লাই বাংলাদেশের সব চাইতে লম্বাটে জেলা।

এটাকে ভেঙ্গে অনেক গুলি জেলা, ও জেলা গুলিকে একত্র করে কুমিল্লা বিভাগ করলে মন্দ না।

১২ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৩

অব্যক্ত কাব্য বলেছেন: নোয়াখালীর মানুষজন নাকি গান্ধীর ছাগল চুরি করেছিলো। আর যার বাড়ি ফেনী, সে থাকে রেনী।
এমন বহু মুখরোচক কথা অনাদিকাল থেকে প্রচলিত। কথা হলো এতসব মুখরোচক কথার আদৌ কোন ভিত্তি নেই।
কুমিল্লা সত্যিই বাংলাদেশের বড় জেলাগুলোর মধ্যে একটি। সতেরটি উপজেলা নিয়ে এর বিস্তৃতি।
মাঝে লাকসামকে জেলা করার প্রচেষ্টা লক্ষ্য করা গেছে।
কিন্তু জেলা হওয়া নিয়ে খুব একটা সম্ভবনা নেই মনে হচ্ছে।
চাঁদপুর আর বি-বাড়িয়া কুমিল্লা বিভাগে থাকতে সম্মত হয়েছে।
মাঝে শুধু ভুলুয়া নিয়ে কিছুটা সমস্যা। আশা করি তারাও সম্মত হয়ে যাবে।
ইনশাআল্লাহ

https://www.facebook.com/notunprojonmocomilla/videos/864507857587453/

৫| ১২ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

জ্যাকেল বলেছেন: কুমিল্লা বিভাগ হওয়া উচিত।

১২ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

অব্যক্ত কাব্য বলেছেন: না হওয়াটা অন্যায়।
ধন্যবাদ জানবেন প্রিয়

৬| ১৪ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:২০

নগরবালক বলেছেন: কুমিল্লা হচ্ছে সেই যায়গা যেখানে ঢাকা থেকে চিটাগাং যাবার পথে বাস থামে এবং বাসযাত্রীরা বাথরুম করে। কাজেই আমার মতে এই বিভাগের নাম মুতানগর হওয়া উচিত।
আপনার লিখা এবং কমেন্টে আমি এমন কোন কারন পেলাম না যে কারনে এই বিভাগের নাম কুমিল্লা রাখতে হবে। আমার নামটাই পারফেক্ট।

আর ব্রাম্মনবাড়িয়া কে আপনাদের সাথে না রাখাই ভাল। ওরা খুবই যুদ্ধপ্রবন জাতী। ব্রাম্মন বাড়িয়ার নাম বলতেই মনে পড়লো বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ, তাই ব্রাম্মনবাড়িয়ার নাম পরবর্তন করে মোমিননগর রাখা উচিত।

১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭

অব্যক্ত কাব্য বলেছেন: কোন জনপদ নিয়ে কটু কথা বলা কোন ধরনের ভদ্রতা?
কুমিল্লা রাস্তা বন্ধ করে দিলেতো আপনারাতো চট্টগ্রাম যেতেই পারতেন না।
অশোভন উক্তির জন্য আপনার মন্তব্যে রিপোর্ট করতে বাধ্য হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.