নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
বাংলা কথা সাহিত্যের খ্যাতিমান উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদ স্যার।
স্যারের জন্মদিনে স্যারকে উৎসর্গ করে আমার এই একক গল্প।
ওপারে ভালো থাকবেন প্রিয় ধ্রুবতারা।
ধ্রুব হাঁটছে।
বছরের এই সময়টায় শীত পড়তে শুরু করেছে। একটু পরপর দমকা হাওয়ায় ঠান্ডা লাগছে বেশ। এবার একদম ঠিক সময় শীত এসেছে। আজ একটু বেশি ঠাণ্ডা লাগছে। বৃষ্টি হবে মনে হয়। আকাশ গুমোট, সূর্যের দেখা নেই। এসব ভাবতে ভাবতে হাঁটছে ধ্রুব। তার অনেক তাড়া। যে করেই হোক তিনটার মধ্যে পৌঁছানো চাই। নয়তো নীলা অপেক্ষা করবে অনেকক্ষন।নীলা আজ নীল শাড়ি পরে আসবে। তার হাতে থাকবে একগুচ্ছ কাঠগোলাপ। নীলাকে দেখেনি কখনো ধ্রুব। অনেকদিন আগেই তাদের পরিচয় ফেসবুকে। হঠাৎ একদিন ফেসবুকের একটি গ্রুপ থেকে পরিচয় হয়। এরপর এতদিন মাঝে মাঝেই কথা হতো দুজনের। কথায় কথায় দুজনের সম্পর্কে অনেক কিছু জানাশোনা হয়। দুজনের মনের অদ্ভুত রকমের মিল আছে। মনে হয় দুজনে একই গল্পের অন্য চরিত্র মাত্র। ধ্রুব হাঁটছে আর ভাবছে,
মেয়েটা অদ্ভুত রকম পাগল আছে। মাঝে মাঝে কি সব ছাইপাশ করে ফেলে। মাঝে মাঝে চেনা যায় না তাকে। একদিন হুট করে মেয়েটি ফেসবুকে ব্লক করে দিল। সারাদিনেও বুঝতে পারেনি কেন ব্লক করলো। দুদিন পর একটি নাম্বার থেকে কল করে বসলো নীলা। এমনটি কেন করলে বলতেই বললো, "এমনিতে, কোন কারণ নেই। প্রায়ই এমন করে বসে নীলা।
ধ্রুব বুঝতে পারেনা। কেন এমন করে নীলা!
এই যেমন হুট করে কাল বলে বসলো দেখা করতে। ধ্রুব তাই যাচ্ছে।
নীলা এমনই, একটু অদ্ভুত।
ধ্রুবর চুল ছুঁয়ে ছুঁয়ে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে। টপটপ করে পড়া সেই জল মিশে যাচ্ছে রাস্তায়।
ভেজা রাস্তায় শহরটাকে নতুন মনে হচ্ছে। গাছের পাতাগুলো আরো বেশি সবুজ, উজ্জ্বল দেখাচ্ছে। বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে পাশের দোকানের সামনে দাঁড়ালো ধ্রুব। দোকানের টিনের ছালা থেকে টপটপ করে বৃষ্টি পড়ছে। সে বৃষ্টিতে জল জমে বুদবুদ তৈরি হয়েছে। ধ্রুবর মনে হচ্ছে পৃথিবী অদ্ভুত রকমের সুন্দর। এই সুন্দর পৃথিবী ছেড়ে তবুও কিছু মানুষ পালিয়ে বাঁচতে চায়। এই সুন্দর ক্ষণস্থায়ী, এই সুন্দরকে সবসময়ের জন্য ধরে রাখা যায় না। তাই হয়তো মানুষ ক্যামেরাবন্দি করে রাখে এসব টুকরো স্মৃতি। কেউ কেউ মনের ক্যানভাসে সে স্মৃতি পরম যত্নে আগলে রাখে। অনন্তকাল এসব স্মৃতি কেবল মায়া বাড়ায়। যে মায়ার ঘোর থেকে বের হওয়া যায় না কোনকালে।
নয়তো কেন ধ্রুব পারছেনা?
⬜⬜তিন বছর আগে⬜⬜
ঠিক এমনই নভেম্বরের বৃষ্টির দিনে, ধ্রুব হাঁটছিলো পিচ ঢালা পথ ধরে। শহরের রাস্তায় সেদিন বৃষ্টি আর চোখের জল কিভাবে একাকার হয়ে গিয়েছিল কেউ দেখেনি। এই শহরের কেউ বুঝেনি কি তীব্র ব্যথায় বৃষ্টি,পিচঢালা পথ আর চোখের জল মিশে গেছে শহরের রাস্তায়।
নয়নতারার সাথে মাত্র ছয় মাসের পরিচয়। মেয়েটি কি অদ্ভুতভাবে বুকের সবটুকু দখল করে হুট করে একদিন সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলো। সেদিন মনে হচ্ছিল একটি শব্দ অন্তত দরকার। দরকার একটু মাত্র কণ্ঠস্বর! যে কণ্ঠস্বর বাঁচিয়ে রাখবে ধ্রুব কে। কিন্তু কোন ফোন কল বাজে সেদিন, আসেনি কোন মেসেজ। শব্দহীনতার সেসব দিনগুলোতে নিজেকে কোলাহলের মাঝেও কি ভীষণ একা লাগছিলো! মনে হচ্ছিলো, টাইম মেশিনে চড়ে এমন শহরে চলে এসেছি, যে শহরে সব ঠিকঠাক মতো চলছে, শুধু একা আমি অচেনা। কেউ আমাকে দেখছে না, শুনছে না। দোকানী ঠিকঠাকমতো ক্রেতাকে জিনিসপত্র বুঝিয়ে দিচ্ছে, রিক্সা থেকে মাঝে মাঝে বেলের শব্দ হচ্ছে ক্রিংক্রিং, মাঝে মাঝে দু একটি সিএনজি যাওয়ার শব্দও হচ্ছে। কোন কিছুই থেমে নেই! কোলাহলে থেকেও মানুষ ভীষণ রকম একা। সব ঠিকঠাক চলছে, জৈবিক সব কাজ শেষে মানুষ ফিরে যাচ্ছে আপন ঠিকানায়। কিন্তু দিনশেষে প্রতিটি মানুষ কি ভীষণ রকম একা। এই একাকীত্ব খালি চোখে দেখা যায় না। যা দেখতে মানুষকে খুব কাছ থেকে দেখতে হয়, পড়তে হয় গভীরভাবে।
কয়েকদিন আগে নয়নতারার সাথে ছোট্ট একটি বিষয় নিয়ে কথাকাটি হয়। সে কথা কাটাকাটি যে শেষমেষ সব শেষ করে দিবে ধ্রুব সেটি গুনাক্ষরেও বুঝতে পারেনি। তার মনে হচ্ছিল
ইশ!
সব যদি আগের মত ঠিক হয়ে যেতো।
আবার যদি হাসতো নয়নতারা। যার হাসি দেখে এক কোটি বছর নির্দ্বিধায় বেঁচে থাকা যায়। বারবার পৃথিবীতে ফিরে আসতে ইচ্ছে করে।
এর কিছুদিন পর নয়নতারা কল করেছিল। সে দিন কী অদ্ভুত মায়া জন্মে ছিল তার প্রতি!
তার কন্ঠের গভীর শীতলতায় মনে হচ্ছিল সব ব্যাথা উপশম হয়ে গিয়েছে। টুপটাপ করে শিশিরের শব্দের মতন তার কন্ঠস্বর ভেসে যাচ্ছিল যেন হেমন্তের জ্যোৎস্নার সাথে। চাঁদের আলো যেন ঝরে ঝরে পড়ছিল সমস্ত গায়ে।
সেদিন কথা বলতে বলতে দুজনের কন্ঠই ধরে আসছিল বারবার। স্পষ্ট বুঝা যাচ্ছিলো নয়নতারা কাঁদছে।
তার কান্নার শব্দে সেদিন দু'চোখ ভিজে উঠেছে ধ্রুবরও। সে শব্দ গভীরভাবে পাকাপোক্ত করেছিলো তার আসন হৃদয়ে।
এমন সিক্ত কন্ঠে হয়তো কথা বলতে চায়নি আর। সেদিন মায়া বাড়িয়ে হুট করে ফোন রেখে দিয়েছিলো নয়নতারা।
এক্সকিউজ মি! হ্যালো মিস্টার!
সম্বিত ফিরে পেল ধ্রুব।
সুদর্শনা একটি মেয়ে তার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে।
ধ্রুব থতমত খেয়ে গেলো।
__জ্বী বলেন।
__ একটু জায়গা দিনতো। ফ্লেক্সিলোড করবো।
__জ্বী, অবশ্যই। কেনো নয়।
ধ্রুব হাঁটছে।
বৃষ্টি থেমে গেছে। ধ্রুবর মনে হলো মেয়েটি দেখতে নয়নতারার মত। নয়নতারার ঠোঁটের মত কি চিকন সরু ঠোট, চোখ ভরা অদ্ভুত মায়া, নয়নতারার মত কন্ঠে অদ্ভুত মিষ্ট কাঠিন্য।
ধ্রুবর মনে হচ্ছে পিছনে আছে নয়ন তারা। সে পিছন ফিরলেই দেখতে পাবে। আবার মনে হচ্ছে না, নয়নতারা কোথায় থেকে আসবে এখানে!
দ্বিধাদ্বন্দ্বে আর অদ্ভূত অনুভুতিতে ধ্রুবর চোখ ভিজে উঠলো। পেছনে তাকাবে ভেবেও তাকালো না সে। এই কনফিউশন কনফিউশন হয়ে থাকুক।
কিছু অদেখা অদেখা থাকাই ভালো। ভেজা চোখ আর কাউকেই দেখাতে চায় না সে। নয়নতারার চোখকে উপেক্ষা করা অসম্ভব তার জন্য। নতুন করে পুরনো মায়ায় বন্ধী হতে চায় না সে।
ধ্রুব হাঁটছে।
তার চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে ভেজা রাস্তায়। সে আজ আর নীলার সাথে দেখা করবে না।
ধ্রুব হাটছে.......
পুরো দিন, পুরো রাত ধরে সে হাটবে!
অনন্তকালের সে হাটা........
১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৩
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
ডান
২| ১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর লেখা।স্যারের বানানটা ঠিক করে নিয়েন।
১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৩
অব্যক্ত কাব্য বলেছেন: পাশের থাকার জন্য ধন্যবাদ প্রিয়।
শুভ কামনা জানবেন।
বানান ঠিক করা হয়েছে।
৩| ১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: তার ছাত্র ছাত্রী অনেক।
১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৪
অব্যক্ত কাব্য বলেছেন: খ্যাতিমান মানুষ।
থাকারই কথা।
ভালো থাকবেন
৪| ১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৬
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা !
১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয় সহব্লগার আপি।
অনুপ্রাণিত হলাম।
শুভ কামনা
৫| ১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর হয়েছে তবে একটা টুইস্ট রাখলে দারুণ হতো।
১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৮
অব্যক্ত কাব্য বলেছেন: সুপরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ।
অনুপ্রাণিত।
পরবর্তী লেখায় ব্যতিক্রম পাবেন।
শুভ কামনা সবসময়
৬| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৭
শায়মা বলেছেন: গল্পের কষ্টটা আমার কলিজা ভেঙ্গে দিলো ভাইয়া।
যাইহোক শুভ জন্মদিন প্রিয় লেখককে।
১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২০
অব্যক্ত কাব্য বলেছেন: আপনার এই মন্তব্য আমাদের দীর্ঘদিনের পথচলা হয়ে থাকলো আপি।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়
৭| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৪
শায়মা বলেছেন: ভাইয়া
আমি জানিনা এটা বানানো গল্প নাকি তোমার সত্যিকারের অনুভুতি। শুধু জানি অনেক অনেক মন দিয়ে লিখলেই এমন মন ছুঁয়ে যায়।
আমি তোমার লেখাটা প্রিয়তে রেখেছি।
১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪১
অব্যক্ত কাব্য বলেছেন: আপি, একবসায় লেখা। মনে হচ্ছিলো হুমায়ূন স্যারের জন্মদিনে ভিন্ন কিছু করা যেতে পারে। তাই টই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনার চমৎকার মন্তব্য আমার জন্য অনুপ্রেরনা। ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন সবসময় আপি
৮| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৭
মিরোরডডল বলেছেন:
কখন কিসের টানে মানুষ
পায় খুঁজে বাঁচার মানে
জীবনে কোন একজন মানুষের উপস্থিতি বেঁচে থাকার অনুপ্রেরণা হয়ে কাজ করে ।
আবার একইভাবে জীবন থেকে প্রিয় কাছের মানুষটির চলে যাওয়া হাজারো মানুষের ভিড়েও নিঃস্ব আর একা করে দেয় ।
ইমোশনে মাখামাখি লেখাটি ভালো লেগেছে ।
১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৩
অব্যক্ত কাব্য বলেছেন: যথার্থ বলেছেন প্রিয়। বেঁচে থাকার টনিক একেক জনের জন্য একেক রকম।
তবে কিছু একটাতো থাকা চাই।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা
৯| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৩:৫৪
নেওয়াজ আলি বলেছেন: অনেক ভালো লাগলো পড়ে। শ্রদ্ধা ও ভালোবাসা ।
১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪০
অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়
শুভ কামনা
১০| ১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর লেখা।
১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৫
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই
১১| ১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২০
শায়মা বলেছেন: আরেকটা লিখে ফেলো ভাইয়া আজকে ।
লিখে ঝুকে জানিয়ে দিও আমাকে।
১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২৭
অব্যক্ত কাব্য বলেছেন: আপি, আপনার আগ্রহ দেখে অনেকগুলো লিখতে ইচ্ছে করছে।
লিখেই জানিয়ে দিবো প্রিয় আপি। ধন্যবাদ ও ভালোবাসা জানবেন
১২| ১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬
অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম
১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮
অব্যক্ত কাব্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
শুভ কামনা
১৩| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৮
খায়রুল আহসান বলেছেন: "সেদিন মনে হচ্ছিল একটি শব্দ অন্ততঃ দরকার" - শব্দের আর্তনাদ যেমন ভয়াবহ হয়ে থাকে, একটি শব্দের কামনায় যখন হৃদয় উদ্বেল, তখন শব্দহীনতার নিঃশব্দ হুঙ্কারও হৃদয়কে বিচূর্ণ করে দিতে পারে। গল্পের এই একটি লাইন অনেক বাঙ্ময়।
গল্প ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা, প্রিয় লেখকের জন্য শ্রদ্ধা ও দোয়া!
১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫
অব্যক্ত কাব্য বলেছেন: আপনার বিশ্লেষন ধর্মী চোখের প্রশংসার দারুন উদ্বেলিত করে।
ধন্যবাদ প্রিয় মুখ।
ভালো থাকবেন সবসময়
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০
জুল ভার্ন বলেছেন: হুমায়ন আহমেদ নয়, সঠিক বানান হুমায়ুন আহমেদ।