![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
মুগ্ধতা কোথায় রাখি,
বিস্মিত জোড়া আঁখি,
কোথায় গেলে পাই জুই ফুল!
গগনে উথিত শশী,
দেখিয়া কাটে নিশি!
অন্তর মম তব জ্যোৎস্নায় জুড়াতে ব্যাকুল।
~~~ এন এম শামীম
কাব্যগ্রন্থঃ তিলোত্তমা তুমি
আমি হাটতে হাটতে এতদূর চলে এসেছি, আর ফেরার পথ নেই।
এখন দৌড়াতে চাই।
পাঠকের সাথে কথা বলতে চাই মুগ্ধ দৃষ্টিতে।
যে দৃষ্টি কথা বলে রাতের আকাশের চাঁদের মত, যে দৃষ্টি আঁধার রাতের তারা গুনতে গুনতে ক্লান্ত হয়ে আবার মুগ্ধতা নিয়ে তারা গুনে, যে চলা রোমাঞ্চিত করে, শিহরন জাগায় পদে পদে।
এমন ছুটে চলায় জীবন্ত সরোবর হয়ে থাকতে চাই মানুষের সাথে, জীবনের সাথে, যুগল আঁখির দৃষ্টিপাতে, হৃদয় ছুঁয়ে ছুঁয়ে ছন্দ, কাব্য আর কবিতায়।
তাই এইবার আসছি তৃতীয় একক কাব্য গ্রন্থ "তিলোত্তমা তুমি" নিয়ে।
ইনশাল্লাহ কথা হবে কবিতায়।
কাব্যগ্রন্থঃ তিলোত্তমা তুমি
কবিঃ NM Shamim
প্রচ্ছদঃ Ayub Al Amin ভাই
প্রকাশনীঃ কবিতা প্রকাশন
প্রকাশকালঃ অমর একুশে গ্রন্থমেলা-২০২২
১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:১১
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়।
ভালোবাসা একরাশ।
শুভ সকাল
২| ১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন।
৩| ১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৪
নীল আকাশ বলেছেন: অভিনন্দন আপনাকে।
বইয়ের জন্য সাফল্য কামনা করছি।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:৩৪
ইসিয়াক বলেছেন: অভিনন্দন কবি।
বইটির সার্বিক সাফল্য কামনা করছি।
শুভ সকাল।