নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
ভেজাবো তোকে আমার মন জোছনায়
রেখেছো বেঁধে এ কোন গভীর মায়ায়।
হারিয়ে গেছি আমি তোর ও দু'চোখে
ভাবনা ছুয়ে যায় ও দুটি ঠোঁটে।
মন রে আমার মন রে... (২)
ভাবনার সাগরে উঠেছে ঢেউ,
কি আলোয় ভরেছে মন আজ জানে না কেউ।
সুখের সাগর আজ উঠেছে জেগে,
দূঃখরা সব আজ যাবেই ভেসে।
মন রে আমার মন রে....(২)
সুখের পরশে নাড়াবো আজ মনের দুয়ার,
বুকের সাগরে কাটবো ডুবসাঁতার।
হাটবো দু'জন মিলে মনের ঘরে,
বাঁধবো সুখের বাঁধন প্রাণে প্রাণে।
মন রে আমার মন রে.....(২)
ভেজাবো তোকে আমার মন জোছনায়
রেখেছো বেঁধে এ কোন গভীর মায়ায়।
হারিয়ে গেছি আমি তোর ও দু'চোখে
ভাবনা ছুয়ে যায় ও দুটি ঠোঁটে।
মন রে আমার মন রে... (২)
ছবিঃ সংগৃহীত
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০৪
খায়রুল আহসান বলেছেন: সুন্দর গীতিকবিতা। + +
এবারে একজন সুরকার খোঁজেন, লিরিক্সে সুরারোপ করে গীতিকবিতাটিকে গানে রূপান্তর করার জন্য।