নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ

একটি সুন্দর সকালের অপেক্ষায়

সিয়ন খান

বিশাল পৃথিবীতে ক্ষুদ্র একজন মানুষ https://www.facebook.com/shionkhan

সিয়ন খান › বিস্তারিত পোস্টঃ

দু:খ নিওনা সুন্দরবন ,আমাদের দেশপ্রেম এমনই !

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

খুলনার সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য শনিবার ভারতের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ প্রকল্পটি ভারতের মেঘালয়ে স্থাপনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় রাজ্য সরকার প্রকল্পটি স্থাপনের অনুমোদন দেননি।

সুন্দরবন তোমার রয়েল বেঙ্গল টাইগারকে হারাতে হেরেছে বলে অনেকরই মন খারাপ,মিডয়া-ফেসবুকে চলছে হারের কারণ কাঁটাছেঁড়া ,কত উদ্বেগ কত অশ্রুপাত । সুন্দরবন তোমার টাইগাররাই শুধু আজ (শনিবার) গো-হারা হারেনি আজ তুমি নিজেও হেরেছো। ওই দিনটি তোমার জীবনের সবচাইতে কালো একটি দিন। তোমার শরীরে আজ পুঁতে দেয়া হল ক্যান্সারের বীজ। যে বীজে শুরু হবে তোমার মরনযাত্রা । অথচ এ ভয়ংকর ঘটনাটি নিয়ে কেউ হই-চই করলো না । না রজনীতিক না মিডিয়া । রাজাকারবান্ধব মিডিয়া যেমন নিরব,মুক্তিযুদ্ধবান্ধব বলে গলাখাঁকারি দেয়া মিডিয়াগুলোও তেমনি নিরব। আর ফেসবুকে বড় বড় ডায়লগ দেয় যারা, তাদের ও খবর নাই...এইতো আমাদের দেশপ্রেম ! ক্ষমা কর সুন্দরবন, দু:খ নিওনা ,আমাদের দেশপ্রেম এমনই !



মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

এইতো আমাদের দেশপ্রেম ! ক্ষমা কর সুন্দরবন, দু:খ নিওনা ,আমাদের দেশপ্রেম এমনই !

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

সিয়ন খান বলেছেন: আমরা কি পারিনা সুন্দরবনকে বাচাতে

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

একজন আরমান বলেছেন:
আমাদের দেশপ্রেম এমনই !

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

সিয়ন খান বলেছেন: সুন্দরবনকে রক্ষার জন্য আমরা কি এক হতে পারি না

৩| ১২ ই মে, ২০১৩ সকাল ১১:২৬

রহস্যময়ী কন্যা বলেছেন: মনে প্রাণে কেউই দেশপ্রেমিক হতে পারলাম না :( :(

১৩ ই মে, ২০১৩ সকাল ১০:৪৩

সিয়ন খান বলেছেন: সহমত :( :(

৪| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:১৯

নস্টালজিক বলেছেন: সুন্দরবন!



সব চুপ!

১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৩১

সিয়ন খান বলেছেন: এটাই আমাদের ঐতিহ্য হয়ে গেছে। একটা ঘটনা ঘটার পর যখন ওইটা নিয়ে সমালোচনা সুরু হয় তখন ওইটা থেকে মুখ ফিরিয়ে আনার জন্য আরেকটা ঘটনা ঘটানো হয়।

৫| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: আবেগমাখা পোস্টে ভাল লাগা ।

১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৫৭

সিয়ন খান বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.