নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যোদ্ধা

শামস 8929

মুহাম্মদ শামসুল আলম১১০ মনেশ্বর রোডজিগাতলা, ধানমন্ডি, ঢাকা।অফিসার, মার্কেটিং ডিভিশনপ্রাইম ব্যাংক লিমিটেডহেড অফিস, ঢাকা

শামস 8929 › বিস্তারিত পোস্টঃ

চলুন নতুন করে এদের একটু দেখে নিই

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১০


এলাকার এক ভাল ক্রিকেট বোদ্ধা ১৯৯৯ সালের বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচের পর খুব চুপ চাপ হয়ে যায়। সবাই তাকে ঘিরে যখন বাংলাদেশের জয়ের স্তুতি গাইছি তখন বুঝলাম তার মূল সমস্যা। পাকিস্তানকে বাংলাদেশ হারিযেছে এটাতে সে খুব আহত। তাকে অনেক বুঝালাম যে সে ভুল করছে- কিন্তু মানতে নারাজ। শেষমেষ ঐ ম্যাচ পরবর্তী ওয়াসিম আকরামের কথাটাই উদ্দৃ্ত করল। পাকিস্তান ভাইয়ের কাছে হেরেছে।
একটা স্বধীন দেশ পাওয়ার পরও আমি মনে করি আমাদের পরিপূর্ণ পাপ মোচন এখনো হয়নি। আমাদের দেশেই এখনো স্বাধীনতা বিরোধী লোকের সংখ্যা শুধু যে রাজনৈতিক দলগুলোর মঝে আছে তা নয়, আমাদের ঘরে ঘরে এখনো হাজারো স্বধীনতা বিরোধী লোক আছে যারা আমাদের দেশপ্রেমকে কটাক্ক করে।
আফগানিস্তানের সাথে বিশ্বকাপে বাংলাদেশের জয়ের কাব্যে পাকিস্তানী ধারাভাষ্যকার রমিজ রাজার উদ্ধৃতিগুলো একটু মনে করার চেষ্টা করি-- পুরো ম্যাচজুড়ে ঢাকার বদনাম এবং অসহনীয় যানজটের কথাই তাকে বলার জন্য মনে হয় স্পোর্টস ব্রডকাস্টিং কোম্পানী তাকে চাকরী দিয়েছে। আরে ভাই একজন পাকিস্তানী কি পৃথিবীর কোন দেশ সম্পর্কে কোনরূপ মন্তব্য করার অধিকার রাখে। পাকিস্তান এমন একটি দেশ যে দেশ সম্পর্কে সারা পৃথিবী মন্তব্য করবে- তাদের মন্তব্য করার মতো কোন অধিকার আছে বলে মনে হয় না। আরেকটু গুছিয়ে বললে বলা চলে- পৃথিবীর প্রত্যেকটি দেশে মানুষ বসবাস করে শুধু পাকিস্তানে পাকিস্তানীরা বসবাস করে।
চলুন সবাই মিলে এই রমিজ রাজার হাতে মাইক্রোফোন কেড়ে নিই এবং তাকে দেখিয়ে দেই দু'চার শাব্দ ইংরেজি বলতে পারলেই ধারাভাষ্যকার হওয়া যায়না। আরো বিস্তারিত দেখতে ক্লিক করুন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২৭

কলাবাগান১ বলেছেন: "পৃথিবীর প্রত্যেকটি দেশে মানুষ বসবাস করে শুধু পাকিস্তানে পাকিস্তানীরা বসবাস করে।"

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০২

রাফা বলেছেন: আরে ভাই বুঝেন-না কেনো...৭১-এর যন্ত্রনা এখনও ভুলতে পারে নাই।
তাই পাগলের প্রলাপতো বকবেই।

আসলেই সারা পৃথিবীতে সব দেশের মানুষ বসবাস করে।কিন্তু পাকিস্তানে শুধু পাকিস্তানিরাই থাকে।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০২

প্রামানিক বলেছেন: এটা বড় চিন্তার বিষয়, বাংলাদেশে জন্ম নিয়ে বাংলার গান গাবে না অন্যদেশের গান গাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.